অর্থসম্পদের বিনাশ আছে কিন্তু জ্ঞানসম্পদ কখনাে বিনষ্ট হয় না | অর্থসম্পদের বিনাশ আছে কিন্তু জ্ঞানসম্পদ কখনাে বিনষ্ট হয় না ভাবসম্প্রসারণ


অর্থসম্পদের বিনাশ আছে  কিন্তু জ্ঞানসম্পদ কখনাে বিনষ্ট হয় না 

 ভাব - সম্প্রসারণ : পৃথিবীতে যা কিছু আছে সবকিছুরই ধ্বংস আছে , কিন্তু জ্ঞানের ধ্বংস নেই । জ্ঞান চিরন্তন , জ্ঞান বিতরণ করলে কমে না , বরং বৃদ্ধি পায় । সেজন্য জ্ঞানচর্চা করা একান্ত প্রয়ােজন । অন্যদিকে প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার জন্য অর্থের প্রয়ােজন অনস্বীকার্য । অর্থের জন্য মানুষ উদয়াস্ত পরিশ্রম করে চলেছে । অর্থ এমন এক সম্পদ যা দিয়ে আমরা সমাজজীবনে ব্যক্তি মানুষের অবস্থান নির্ণয় করে থাকি । কিন্তু এ সম্পদ কেবল মানুষের বাইরের দিকটাই প্রকাশ করে । অর্থসম্পদ যতই শক্তির অধিকারী হােক না কেন তার কোনাে স্থায়িত্ব নেই । এককালের সম্পদশালী জমিদারও একসময় নিঃস্ব হয়ে পড়েন । কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি সময়ের ব্যাপ্ত পরিসরে অধিকতর জ্ঞানী হতে থাকেন । তাই বলা যায় যে , " Knowledge is power , but money is nothing . " ধনী ব্যক্তির ধনসম্পদ এক সময় নিঃশেষ হয়ে আসে । কিন্তু বিদ্বানের জ্ঞান ক্রমেই বৃদ্ধি পেতে থাকে । তাই অর্থসম্পদে নয় , জ্ঞানসম্পদে সমৃদ্ধ ব্যক্তিগণই দেশের ও জাতির প্রকৃত সম্পদ ; যার কোনাে বিনাশ নেই । এজন্য অর্থসম্পদের মাপকাঠিতে নয় , জ্ঞানসম্পদের মাপকাঠিতে মানুষের মূল্যায়ন হওয়া উচিত । মহানবি হজরত মুহম্মদ ( স ) বলেছেন যে , “ প্রত্যেক নর - নারীর জ্ঞানার্জন করা ফরজ । ” জ্ঞানার্জনের প্রয়ােজনে তিনি সুদূর চীন দেশে যেতেও উৎসাহিত করেছেন এবং দোলনা থেকে কবর পর্যন্ত মানুষকে জ্ঞানার্জনের উপদেশ দিয়েছেন । পুরাণে বলা হয়েছে , “ অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিশালী । ” সুতরাং দেখা যায় যে , জ্ঞান এবং বিদ্যাশিক্ষার প্রয়ােজনীয়তা অনস্বীকার্য । একজন অক্ষরজ্ঞানহীন ব্যক্তি নির্বোধের সমতুল্য । সেজন্য পৃথিবীর বিভিন্ন দেশ নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পেতে সাক্ষরতা অর্জন অর্থাৎ , জ্ঞানার্জনে রাষ্ট্রীয়ভাবে আত্মনিয়ােগ করেছে । মহান সৃষ্টিকর্তা তার সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীবসমূহের মধ্যে মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জীব বলে অভিহিত করেছেন । এ জ্ঞানই মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে চিহ্নিত করেছে । অর্থসম্পদের বিনাশ অনিবার্য ; কিন্তু জ্ঞানের বিনাশ নেই । জ্ঞানী ব্যক্তি জগতে সর্বত্রই অমর হয়ে বেঁচে থাকেন ।

টাগ: অর্থসম্পদের বিনাশ আছে  কিন্তু জ্ঞানসম্পদ কখনাে বিনষ্ট হয় না, অর্থসম্পদের বিনাশ আছে  কিন্তু জ্ঞানসম্পদ কখনাে বিনষ্ট হয় না ভাবসম্প্রসারণ