অর্থসম্পদের বিনাশ আছে কিন্তু জ্ঞানসম্পদ কখনাে বিনষ্ট হয় না | অর্থসম্পদের বিনাশ আছে কিন্তু জ্ঞানসম্পদ কখনাে বিনষ্ট হয় না ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

অর্থসম্পদের বিনাশ আছে কিন্তু জ্ঞানসম্পদ কখনাে বিনষ্ট হয় না | অর্থসম্পদের বিনাশ আছে কিন্তু জ্ঞানসম্পদ কখনাে বিনষ্ট হয় না ভাবসম্প্রসারণ


অর্থসম্পদের বিনাশ আছে  কিন্তু জ্ঞানসম্পদ কখনাে বিনষ্ট হয় না 

 ভাব - সম্প্রসারণ : পৃথিবীতে যা কিছু আছে সবকিছুরই ধ্বংস আছে , কিন্তু জ্ঞানের ধ্বংস নেই । জ্ঞান চিরন্তন , জ্ঞান বিতরণ করলে কমে না , বরং বৃদ্ধি পায় । সেজন্য জ্ঞানচর্চা করা একান্ত প্রয়ােজন । অন্যদিকে প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার জন্য অর্থের প্রয়ােজন অনস্বীকার্য । অর্থের জন্য মানুষ উদয়াস্ত পরিশ্রম করে চলেছে । অর্থ এমন এক সম্পদ যা দিয়ে আমরা সমাজজীবনে ব্যক্তি মানুষের অবস্থান নির্ণয় করে থাকি । কিন্তু এ সম্পদ কেবল মানুষের বাইরের দিকটাই প্রকাশ করে । অর্থসম্পদ যতই শক্তির অধিকারী হােক না কেন তার কোনাে স্থায়িত্ব নেই । এককালের সম্পদশালী জমিদারও একসময় নিঃস্ব হয়ে পড়েন । কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি সময়ের ব্যাপ্ত পরিসরে অধিকতর জ্ঞানী হতে থাকেন । তাই বলা যায় যে , " Knowledge is power , but money is nothing . " ধনী ব্যক্তির ধনসম্পদ এক সময় নিঃশেষ হয়ে আসে । কিন্তু বিদ্বানের জ্ঞান ক্রমেই বৃদ্ধি পেতে থাকে । তাই অর্থসম্পদে নয় , জ্ঞানসম্পদে সমৃদ্ধ ব্যক্তিগণই দেশের ও জাতির প্রকৃত সম্পদ ; যার কোনাে বিনাশ নেই । এজন্য অর্থসম্পদের মাপকাঠিতে নয় , জ্ঞানসম্পদের মাপকাঠিতে মানুষের মূল্যায়ন হওয়া উচিত । মহানবি হজরত মুহম্মদ ( স ) বলেছেন যে , “ প্রত্যেক নর - নারীর জ্ঞানার্জন করা ফরজ । ” জ্ঞানার্জনের প্রয়ােজনে তিনি সুদূর চীন দেশে যেতেও উৎসাহিত করেছেন এবং দোলনা থেকে কবর পর্যন্ত মানুষকে জ্ঞানার্জনের উপদেশ দিয়েছেন । পুরাণে বলা হয়েছে , “ অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিশালী । ” সুতরাং দেখা যায় যে , জ্ঞান এবং বিদ্যাশিক্ষার প্রয়ােজনীয়তা অনস্বীকার্য । একজন অক্ষরজ্ঞানহীন ব্যক্তি নির্বোধের সমতুল্য । সেজন্য পৃথিবীর বিভিন্ন দেশ নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পেতে সাক্ষরতা অর্জন অর্থাৎ , জ্ঞানার্জনে রাষ্ট্রীয়ভাবে আত্মনিয়ােগ করেছে । মহান সৃষ্টিকর্তা তার সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীবসমূহের মধ্যে মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জীব বলে অভিহিত করেছেন । এ জ্ঞানই মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে চিহ্নিত করেছে । অর্থসম্পদের বিনাশ অনিবার্য ; কিন্তু জ্ঞানের বিনাশ নেই । জ্ঞানী ব্যক্তি জগতে সর্বত্রই অমর হয়ে বেঁচে থাকেন ।

টাগ: অর্থসম্পদের বিনাশ আছে  কিন্তু জ্ঞানসম্পদ কখনাে বিনষ্ট হয় না, অর্থসম্পদের বিনাশ আছে  কিন্তু জ্ঞানসম্পদ কখনাে বিনষ্ট হয় না ভাবসম্প্রসারণ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com