মিত্রত্ব সর্বত্রই সুলভ মিত্রত্ব রক্ষা করাই কঠিন | মিত্রত্ব সর্বত্রই সুলভ মিত্রত্ব রক্ষা করাই কঠিন ভাবসম্প্রসারণ

Safwan Alam
0

মিত্রত্ব সর্বত্রই সুলভ  মিত্রত্ব রক্ষা করাই কঠিন | মিত্রত্ব সর্বত্রই সুলভ  মিত্রত্ব রক্ষা করাই কঠিন ভাবসম্প্রসারণ

 মিত্রত্ব সর্বত্রই সুলভ  মিত্রত্ব রক্ষা করাই কঠিন 

 ভাব - সম্প্রসারণ : মিত্রত্ব গড়ে উঠতে প্রয়ােজন পারস্পরিক আস্থা ও বিশ্বাস । এই আস্থা ও বিশ্বাস দীর্ঘকাল ধরে রাখা কঠিন । কেননা পারস্পরিক সন্দেহ ও স্বার্থপরতাই মিত্রত্ব রক্ষার প্রধান প্রতিবন্ধক । রক্তের সম্পর্ক থাকলে মানুষের মধ্যে আত্মীয়তা হয় । কিন্তু তাদের মধ্যে সবসময় আত্মার সম্পর্ক অটুট থাকে না । কিছু না কিছু স্বার্থের টানাপড়েন থাকে বা কোনাে কারণে মনােমানিল্য থাকে । ফলে মিত্রত্ব গড়ে উঠতে পারে না । যে কারণে মিত্রত্ব বা বন্ধুত্ব গড়ে ওঠে রক্তের সম্পর্কের বাইরের লােকজনের মধ্যে । সেখানে স্বার্থের টানাপড়েন থাকে না । মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবােধ ও সমঝােতা থাকে । সেজন্য তাদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস দৃঢ় হয় । আর তা স্বচ্ছন্দে টিকে থাকে দীর্ঘকাল । একসময় তা আত্মার সাথে আত্মার গভীর সম্পর্কে রূপলাভ করে । একজনের অনুপস্থিতি আরেকজনকে অস্থির ও ব্যথিত করে । প্রকৃতপক্ষে এটাই মিত্রত্ব বা বন্ধুত্ব । নানা পরিবেশ - পরিস্থিতিতে , নানা কারণে , নানাভাবে সহজেই বন্ধুত্ব গড়ে ওঠে । দুজন ব্যক্তির মধ্যে শুধু নয় , দুটো দেশ বা জাতির মধ্যেও মিত্রত্ব তৈরি হতে পারে । কিন্তু সে ধরনের মিত্রত্বে কিছু শর্ত থাকে । যতদিন সেসব শর্ত দুপক্ষ মেনে চলে ততদিনই মিত্রতা অটুট থাকে । একটুখানি স্বার্থে আঘাত লাগলেই শর্ত ভঙ্গ বা লঙ্ঘিত হওয়ার ঘটনা ঘটে এবং মিত্রতা নষ্ট হয়ে যায় । কখনাে কখনাে তা ঘাের শত্রুতায় পরিণত হয় । দুজন ব্যক্তির মধ্যেও স্বার্থসংশ্লিষ্ট ঘটনা ঘটা অসম্ভব নয় এবং এ রকম হলে বন্ধুত্ব আর থাকে না । বন্ধুত্ব ছিন্ন হওয়ার জন্য বৈষয়িক সম্পর্কই দায়ী । অন্য যেকোনাে তুচ্ছ কারণেও ভুল বােঝাবুঝি থৈকে মিত্রত্ব বা বন্ধুত্ব নষ্ট হতে পারে । আবার তৃতীয় কেউ ষড়যন্ত্র করেও বন্ধুত্বে ফাটল ধরাতে পারে । ঠুনকো মনমানসিকতার বন্ধুত্ব সাধারণত বেশি দিন স্থায়ী হয় না । মিত্রত্ব বা বন্ধুত্ব হলাে দুজনের ভাবগত সম্পর্ক । এ সম্পর্ক রক্ষার জন্য পারস্পরিক ধৈর্য , সংযম , ত্যাগ ও সমঝােতাপূর্ণ মানসিকতা অত্যাবশ্যক । প্রকৃত বন্ধুর সম্পর্ক খুবই মধুর ও পবিত্র । সেখানে লােভ , লালসা বা স্বার্থপরতার স্থান নেই । এসবের উর্ধ্বে থেকে পারস্পরিক প্রীতি ও আত্মিক বন্ধনের মধ্যে প্রকৃত মিত্রত্বের পরিচয় ফুটে ওঠে । পরস্পর সহমর্মী , সমব্যথী ও সমত্যাগী না হলে বন্ধুত্ব হয় না । সুসময়ে গড়া আর দুঃসময়ে ভাঙা কখনাে বন্ধুত্ব নয় । সময়ের ঘাত - প্রতিঘাতের কষ্টিপাথরে নিখাদ হলেই মিত্রত্ব রক্ষা করা যায় চিরকাল , যা খুব সহজ নয় । এজন্যই বলা হয়েছে যে , মিত্রত্ব সর্বত্রই সুলভ , কিন্তু মিত্রত্ব রক্ষা করাই কঠিন ।

টাগ: মিত্রত্ব সর্বত্রই সুলভ  মিত্রত্ব রক্ষা করাই কঠিন, মিত্রত্ব সর্বত্রই সুলভ  মিত্রত্ব রক্ষা করাই কঠিন ভাবসম্প্রসারণ 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)