মিত্রত্ব সর্বত্রই সুলভ মিত্রত্ব রক্ষা করাই কঠিন | মিত্রত্ব সর্বত্রই সুলভ মিত্রত্ব রক্ষা করাই কঠিন ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

মিত্রত্ব সর্বত্রই সুলভ মিত্রত্ব রক্ষা করাই কঠিন | মিত্রত্ব সর্বত্রই সুলভ মিত্রত্ব রক্ষা করাই কঠিন ভাবসম্প্রসারণ

মিত্রত্ব সর্বত্রই সুলভ  মিত্রত্ব রক্ষা করাই কঠিন | মিত্রত্ব সর্বত্রই সুলভ  মিত্রত্ব রক্ষা করাই কঠিন ভাবসম্প্রসারণ

 মিত্রত্ব সর্বত্রই সুলভ  মিত্রত্ব রক্ষা করাই কঠিন 

 ভাব - সম্প্রসারণ : মিত্রত্ব গড়ে উঠতে প্রয়ােজন পারস্পরিক আস্থা ও বিশ্বাস । এই আস্থা ও বিশ্বাস দীর্ঘকাল ধরে রাখা কঠিন । কেননা পারস্পরিক সন্দেহ ও স্বার্থপরতাই মিত্রত্ব রক্ষার প্রধান প্রতিবন্ধক । রক্তের সম্পর্ক থাকলে মানুষের মধ্যে আত্মীয়তা হয় । কিন্তু তাদের মধ্যে সবসময় আত্মার সম্পর্ক অটুট থাকে না । কিছু না কিছু স্বার্থের টানাপড়েন থাকে বা কোনাে কারণে মনােমানিল্য থাকে । ফলে মিত্রত্ব গড়ে উঠতে পারে না । যে কারণে মিত্রত্ব বা বন্ধুত্ব গড়ে ওঠে রক্তের সম্পর্কের বাইরের লােকজনের মধ্যে । সেখানে স্বার্থের টানাপড়েন থাকে না । মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবােধ ও সমঝােতা থাকে । সেজন্য তাদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস দৃঢ় হয় । আর তা স্বচ্ছন্দে টিকে থাকে দীর্ঘকাল । একসময় তা আত্মার সাথে আত্মার গভীর সম্পর্কে রূপলাভ করে । একজনের অনুপস্থিতি আরেকজনকে অস্থির ও ব্যথিত করে । প্রকৃতপক্ষে এটাই মিত্রত্ব বা বন্ধুত্ব । নানা পরিবেশ - পরিস্থিতিতে , নানা কারণে , নানাভাবে সহজেই বন্ধুত্ব গড়ে ওঠে । দুজন ব্যক্তির মধ্যে শুধু নয় , দুটো দেশ বা জাতির মধ্যেও মিত্রত্ব তৈরি হতে পারে । কিন্তু সে ধরনের মিত্রত্বে কিছু শর্ত থাকে । যতদিন সেসব শর্ত দুপক্ষ মেনে চলে ততদিনই মিত্রতা অটুট থাকে । একটুখানি স্বার্থে আঘাত লাগলেই শর্ত ভঙ্গ বা লঙ্ঘিত হওয়ার ঘটনা ঘটে এবং মিত্রতা নষ্ট হয়ে যায় । কখনাে কখনাে তা ঘাের শত্রুতায় পরিণত হয় । দুজন ব্যক্তির মধ্যেও স্বার্থসংশ্লিষ্ট ঘটনা ঘটা অসম্ভব নয় এবং এ রকম হলে বন্ধুত্ব আর থাকে না । বন্ধুত্ব ছিন্ন হওয়ার জন্য বৈষয়িক সম্পর্কই দায়ী । অন্য যেকোনাে তুচ্ছ কারণেও ভুল বােঝাবুঝি থৈকে মিত্রত্ব বা বন্ধুত্ব নষ্ট হতে পারে । আবার তৃতীয় কেউ ষড়যন্ত্র করেও বন্ধুত্বে ফাটল ধরাতে পারে । ঠুনকো মনমানসিকতার বন্ধুত্ব সাধারণত বেশি দিন স্থায়ী হয় না । মিত্রত্ব বা বন্ধুত্ব হলাে দুজনের ভাবগত সম্পর্ক । এ সম্পর্ক রক্ষার জন্য পারস্পরিক ধৈর্য , সংযম , ত্যাগ ও সমঝােতাপূর্ণ মানসিকতা অত্যাবশ্যক । প্রকৃত বন্ধুর সম্পর্ক খুবই মধুর ও পবিত্র । সেখানে লােভ , লালসা বা স্বার্থপরতার স্থান নেই । এসবের উর্ধ্বে থেকে পারস্পরিক প্রীতি ও আত্মিক বন্ধনের মধ্যে প্রকৃত মিত্রত্বের পরিচয় ফুটে ওঠে । পরস্পর সহমর্মী , সমব্যথী ও সমত্যাগী না হলে বন্ধুত্ব হয় না । সুসময়ে গড়া আর দুঃসময়ে ভাঙা কখনাে বন্ধুত্ব নয় । সময়ের ঘাত - প্রতিঘাতের কষ্টিপাথরে নিখাদ হলেই মিত্রত্ব রক্ষা করা যায় চিরকাল , যা খুব সহজ নয় । এজন্যই বলা হয়েছে যে , মিত্রত্ব সর্বত্রই সুলভ , কিন্তু মিত্রত্ব রক্ষা করাই কঠিন ।

টাগ: মিত্রত্ব সর্বত্রই সুলভ  মিত্রত্ব রক্ষা করাই কঠিন, মিত্রত্ব সর্বত্রই সুলভ  মিত্রত্ব রক্ষা করাই কঠিন ভাবসম্প্রসারণ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com