দেরিতে বিচার ন্যায়বিচারকে প্রলম্বিত করে ভাবসম্প্রসারণ | দেরিতে বিচার ন্যায়বিচারকে প্রলম্বিত করে | ভাবসম্প্রসারণ

Safwan Alam
0

দেরিতে বিচার ন্যায়বিচারকে প্রলম্বিত করে  ভাবসম্প্রসারণ | দেরিতে বিচার ন্যায়বিচারকে প্রলম্বিত করে | ভাবসম্প্রসারণ

 দেরিতে বিচার ন্যায়বিচারকে প্রলম্বিত করে 

 ভাব - সম্প্রসারণ : বিচার নিয়ে দেরি করা হলে ন্যায়বিচারের উদ্দেশ্য ও ন্যায়বিচার ক্ষতিগ্রস্ত হয় । মানুষের ন্যায়বিচার পাওয়ার স্বাভাবিক অধিকার রয়েছে । সব ধর্মে এবং সব দেশের সংবিধানে মানুষের এ অধিকার বেশ শক্তিশালীভাবে অনুমােদিত । যত তাড়াতাড়ি একজন মানুষ ন্যায়বিচার পাবে সেটাই মঙ্গলজনক হবে । ন্যায়বিচারের যে দাবি তা দেরি না করে খুব তাড়াতাড়ি মেটানো উচিত । বিচার কার্যের ব্যাপারে দীর্ঘসূত্রতা এর উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে । ন্যায়বিচার সাক্ষ্য উপসর্গসহ অন্যান্য অবস্থার ওপর নির্ভর করে । ন্যায়বিচারের ক্ষেত্রে দেরি করা উচিত নয় । যেহেতু বিচার পাওয়ার অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ; এটা কোনাে অকাট্য যৌক্তিকে কারণ ছাড়া দেরিতে উপস্থাপন করা উচিত নয় । যদি এটা দেরি করা হয় , সাক্ষ্যের সাথে জড়িত যুক্তির এবং অন্যান্য উপাদানের শক্তির বিশ্বাসযােগ্যতা নষ্ট হতে পারে অথবা সাক্ষীরা বিপথে পরিচালিত হতে পারে । লােভের বশবর্তী হয়ে সত্যকে মিথ্যায় পরিণত করতে পারে সাক্ষীরা । টাকার জোরে ধনীরা বিচারকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে । অথবা একজন সৎ সাক্ষীর জীবন হুমকির সম্মুখীন হতে পারে । তাকে মেরে মিথ্যা সাক্ষী নিয়ােগ করতে পারে । আইনের ফাঁকফোকর দিয়ে সত্যকে লুকিয়ে অন্যায়ভাবে ন্যায়বিচারকে কলুষিত করতে পারে । কিন্তু বিচার সবসময় আইনসংগত হওয়া উচিত । সুষ্ঠু বিচার যদি প্রলম্বিত হয় তাহলে এক শ্রেণির জনগণের সাহস বেড়ে যাবে এবং তারা অন্যায় করতেই থাকবে । এতে রাষ্ট্রের তথা পুরা জাতি ক্ষতিগ্রস্ত হবে । তাই বিচারকাজ যত দ্রুত হওয়া সম্ভব তাই করা উচিত । বিচার সবসময় ন্যায় এবং আইনসম্মত হওয়া উচিত । আর দ্রুত বিচারকাজ সম্পন্ন হলে বিচার ন্যায়বিচার হয় না । ন্যায়বিচার পেতে হলে দ্রুত বিচারকাজ পরিচালনা করতে হবে । তবেই জাতি আশার আলাে দেখতে পাবে ।

টাগ: দেরিতে বিচার ন্যায়বিচারকে প্রলম্বিত করে  ভাবসম্প্রসারণ, দেরিতে বিচার ন্যায়বিচারকে প্রলম্বিত করে ভাবসম্প্রসারণ 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)