মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাচিবারে চাই ভাবসম্প্রসারণ | মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ভাবসম্প্রসারণ

 
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে  মানবের মাঝে আমি বাচিবারে চাই ভাবসম্প্রসারণ | মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ভাবসম্প্রসারণ

মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
 মানবের মাঝে আমি বাচিবারে চাই 

ভাব - সম্প্রসারণ : মানুষ মরণশীল এটা চিরন্তন সত্য । কিন্তু সে তার কর্ম দ্বারা এ সুন্দর ধরণিকে আরও সুন্দর করার মধ্যে দিয়ে মানুষের মাঝে অমর হয়ে । থাকতে চায় । সৌরজগতের গ্রহগুলাের মধ্যে মানুষের বসবাসের জন্য একমাত্র আদর্শ গ্রহ আমাদের এই পৃথিবী । পরম করুণাময় সৃষ্টিকর্তা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন অপরূপ রূপে । শুধু তাই নয়- মানুষ , জীবজন্তু সমস্ত প্রাণীর জন্যে প্রয়ােজনীয় উপকরণে সাজিয়ে দিয়েছেন সুন্দর এ পৃথিবীকে । এখানে মানুষ তার জীবনের প্রীতি - ভালােবাসা , সৌন্দর্যবােধ নিয়ে বাস করে । এখানে মানুষ মানুষের হৃদয়ে স্নেহ - ভালােবাসার আশ্রয় খোঁজে । মানুষ এ অপরূপ পৃথিবীতে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করতে চায় না । এ পৃথিবীর সূর্যকরােজ্জ্বল দিন , জ্যোস্নাস্নাত রাত , বর্ষণমুখর বর্ষা বা বৈরী বৈশাখী ঝড়ের উদ্দামতা সমস্ত কিছুর মধ্যেই জীবনের উত্তাপ ও আবেগ আছে , বেঁচে থাকার বিচিত্রতর স্বাদ এবং বৈচিত্র্য আছে । যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব , ততদিন বিধাতার সুন্দর দানের মহিমাকে জীবন দিয়ে উপলব্ধি করব , এটাই মানুষের কাম্য । তাই মানুষ মােহময় পৃথিবীর মায়ার বাঁধন ছিন্ন করে মৃত্যুবরণ করতে চায় না । মায়াময় এ পৃথিবীতে সৌন্দর্যের মায়া - ফাঁদ পৃথিবীর সর্বত্র পাতা । এখানে কঠিন হৃদয়ের মানুষও বাঁধা পড়ে । শরতের স্নিগ্ধ মধুর রাত্রি , হেমন্তের 8 শিশিরসিক্ত দূর্বাদল - শীর্ষে শিশিরের অপরূপ সৌন্দর্য মানবমনকে এতই আবেগমুগ্ধ ও বিস্মিত করে যে মানুষ তার মনের অজান্তে বলে ওঠে “ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে । ” কবিও তাই এ পৃথিবীর আনন্দ - বেদনার বিচিত্র স্পর্শ ছেড়ে মৃত্যুর গভীর অন্ধকারে বিলীন হয়ে যেতে চান না । তাইতাে কবি বলেছেন , ' মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে । প্রতিটি মানুষের উচিত কবির যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার সাথে কণ্ঠ মিলিয়ে পৃথিবীর মাঝে বেঁচে থাকার মতাে কীর্তি রেখে যাওয়া ।

টাগঃ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে  মানবের মাঝে আমি বাচিবারে চাই ভাবসম্প্রসারণ,মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ভাবসম্প্রসারণ