মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাচিবারে চাই ভাবসম্প্রসারণ | মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাচিবারে চাই ভাবসম্প্রসারণ | মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ভাবসম্প্রসারণ

 
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে  মানবের মাঝে আমি বাচিবারে চাই ভাবসম্প্রসারণ | মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ভাবসম্প্রসারণ

মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
 মানবের মাঝে আমি বাচিবারে চাই 

ভাব - সম্প্রসারণ : মানুষ মরণশীল এটা চিরন্তন সত্য । কিন্তু সে তার কর্ম দ্বারা এ সুন্দর ধরণিকে আরও সুন্দর করার মধ্যে দিয়ে মানুষের মাঝে অমর হয়ে । থাকতে চায় । সৌরজগতের গ্রহগুলাের মধ্যে মানুষের বসবাসের জন্য একমাত্র আদর্শ গ্রহ আমাদের এই পৃথিবী । পরম করুণাময় সৃষ্টিকর্তা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন অপরূপ রূপে । শুধু তাই নয়- মানুষ , জীবজন্তু সমস্ত প্রাণীর জন্যে প্রয়ােজনীয় উপকরণে সাজিয়ে দিয়েছেন সুন্দর এ পৃথিবীকে । এখানে মানুষ তার জীবনের প্রীতি - ভালােবাসা , সৌন্দর্যবােধ নিয়ে বাস করে । এখানে মানুষ মানুষের হৃদয়ে স্নেহ - ভালােবাসার আশ্রয় খোঁজে । মানুষ এ অপরূপ পৃথিবীতে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করতে চায় না । এ পৃথিবীর সূর্যকরােজ্জ্বল দিন , জ্যোস্নাস্নাত রাত , বর্ষণমুখর বর্ষা বা বৈরী বৈশাখী ঝড়ের উদ্দামতা সমস্ত কিছুর মধ্যেই জীবনের উত্তাপ ও আবেগ আছে , বেঁচে থাকার বিচিত্রতর স্বাদ এবং বৈচিত্র্য আছে । যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব , ততদিন বিধাতার সুন্দর দানের মহিমাকে জীবন দিয়ে উপলব্ধি করব , এটাই মানুষের কাম্য । তাই মানুষ মােহময় পৃথিবীর মায়ার বাঁধন ছিন্ন করে মৃত্যুবরণ করতে চায় না । মায়াময় এ পৃথিবীতে সৌন্দর্যের মায়া - ফাঁদ পৃথিবীর সর্বত্র পাতা । এখানে কঠিন হৃদয়ের মানুষও বাঁধা পড়ে । শরতের স্নিগ্ধ মধুর রাত্রি , হেমন্তের 8 শিশিরসিক্ত দূর্বাদল - শীর্ষে শিশিরের অপরূপ সৌন্দর্য মানবমনকে এতই আবেগমুগ্ধ ও বিস্মিত করে যে মানুষ তার মনের অজান্তে বলে ওঠে “ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে । ” কবিও তাই এ পৃথিবীর আনন্দ - বেদনার বিচিত্র স্পর্শ ছেড়ে মৃত্যুর গভীর অন্ধকারে বিলীন হয়ে যেতে চান না । তাইতাে কবি বলেছেন , ' মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে । প্রতিটি মানুষের উচিত কবির যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার সাথে কণ্ঠ মিলিয়ে পৃথিবীর মাঝে বেঁচে থাকার মতাে কীর্তি রেখে যাওয়া ।

টাগঃ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে  মানবের মাঝে আমি বাচিবারে চাই ভাবসম্প্রসারণ,মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ভাবসম্প্রসারণ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com