যারে তুমি নিচে ফেল সে তােমারে বাধিছে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তােমারে পশ্চাতে টানিছে ভাবসম্প্রসারণ | যারে তুমি নিচে ফেল সে তােমারে বাধিছে নিচে ভাবসম্প্রসারণ

Safwan Alam
0

 
যারে তুমি নিচে ফেল সে তােমারে বাধিছে নিচে   পশ্চাতে রেখেছ যারে  সে তােমারে পশ্চাতে টানিছে ভাবসম্প্রসারণ | যারে তুমি নিচে ফেল সে তােমারে বাধিছে নিচে ভাবসম্প্রসারণ

যারে তুমি নিচে ফেল সে তােমারে বাধিছে নিচে 

 পশ্চাতে রেখেছ যারে  সে তােমারে পশ্চাতে টানিছে 

ভাব - সম্প্রসারণ : কারও কোনাে ক্ষতি করলে সে ক্ষতি পরে নিজের ঘাড়েই এসে যাবে । সেজন্যে কাউকে অন্যায়ভাবে কষ্ট দিতে নেই । অন্যের অকল্যাণ চাইলে নিজের অকল্যাণ হয় । আর অন্যের ক্ষতি করতে চাইলেও নিজের ক্ষতি হয়ে যায় । বাস্তব জীবনে অন্যের অমঙ্গল কিংবা ক্ষতির চিন্তা করলে তাতে কারও মহত্ত্বের বিকাশ ঘটে না । মহত্ত্বের গুণাবলি থেকে নিজেকে বের করে এনেই মানুষ অন্যের ক্ষতি কিংবা অমঙ্গল কামনা । করতে থাকে । আমরা একজনকে নিচে ফেলে দিলে নিজে যে নিচু কাজ করলাম সেকথা ভেবে দেখি না । আবার অন্যের উন্নতিতেও আমরা । অহংকার কিংবা অস্বস্তিবােধ করে থাকি । ফলে আমরা নিজেরাও উন্নতির চরম শিখরে আরােহণ করতে পারি না । প্রতিহিংসাপরায়ণ হয়ে অন্যকে নিয়ে যে চিন্তা করি , সে একই অবস্থার শিকারে পরিণত হয়ে আমরা হাবুডুবু খেতে থাকি । ফলে জীবন হয় মহত্ত্বহীন এবং অসুন্দর । তাই অন্যকে নিচে টেনে রাখতে চাইলে কিংবা পেছনে ফেলে দিতে চাইলে , সেই একই অবস্থার শিকারে নিজেকেই পড়তে হয় । সুতরাং আমাদের সবার উচিত অন্যকে নিচে কিংবা পেছনে ফেলে দেওয়ার চিন্তা পরিহার করে সুস্থ , সাবলীল এবং মহৎ জীবন যাপনে ব্রতী হওয়া । জীবন পথে চলতে বহু লােকের সাক্ষাৎ পাওয়া যাবে । সে পথে কাউকে জোর করে পেছনে ফেলে দিতে চাইলে , সে - ই তােমাকে পেছনে ফেলে দেবে ।

টাগঃ যারে তুমি নিচে ফেল সে তােমারে বাধিছে নিচে   পশ্চাতে রেখেছ যারে  সে তােমারে পশ্চাতে টানিছে ভাবসম্প্রসারণ,যারে তুমি নিচে ফেল সে তােমারে বাধিছে নিচে ভাবসম্প্রসারণ 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)