যে জন দিবসে মনের হরষে জ্বালায় মােমের বাতি আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি ভাবসম্প্রসারণ | যে জন দিবসে মনের হরষে জ্বালায় মােমের বাতি ভাবসম্প্রসারণ | যে জন দিবসে মনের হরষে ভাবসম্প্রসারণ

যে জন দিবসে মনের হরষে  জ্বালায় মােমের বাতি  আশু গৃহে তার দেখিবে না আর  নিশীথে প্রদীপ ভাতি ভাবসম্প্রসারণ | যে জন দিবসে মনের হরষে  জ্বালায় মােমের বাতি ভাবসম্প্রসারণ | যে জন দিবসে মনের হরষে ভাবসম্প্রসারণ

যে জন দিবসে মনের হরষে 
জ্বালায় মােমের বাতি 
আশু গৃহে তার দেখিবে না আর
 নিশীথে প্রদীপ ভাতি 

 ভাব - সম্প্রসারণ : প্রত্যেক মানুষেরই মিতব্যয়ী হওয়া উচিত । অমিতব্যয়ী ব্যক্তিগত জীবনে দুর্গতি টেনে আনে এবং সামাজিক ও জাতীয় জীবনের অপূরণীয় ক্ষতি সাধন করে । সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত সময়কে আমরা দিন বলে থাকি । দিনের বেলায় সূর্য তার আলাে দিয়ে সমগ্র বিশ্বকে আলােকে উদ্ভাসিত , উজ্জ্বল করে তােলে । সূর্যের আলােকে আকাশমণ্ডল এমন আলােকিত হয়ে ওঠে যে তার চন্দ্র - তারকারা তখন অদৃশ্য হয়ে যায় । এ পৃথিবীর মানুষ তখন সবকিছুই স্পষ্ট ও সুন্দরভাবে দেখতে পায় । তাই দিনের বেলায় প্রদীপ জ্বালানাের কোনাে প্রয়ােজন পড়ে না । তবুও যদি কোনাে ব্যক্তি কেবলই তার মনের আনন্দের জন্য দিনের বেলায় বাতি জ্বালিয়ে রাখে , তবে তা কখনাে সমর্থনযােগ্য নয় । তার এ কাজকে নেহাত অপব্যয় বা অপচয় বলতে হবে । এ ধরনের অপব্যয়কারী ব্যক্তির যতই সামর্থ্য - সংগতি থাকুক না কেন , দিনে দিনে অপব্যয়ের মধ্য দিয়ে এক সময়ে তার ঘরে অভাব - অনটন দেখা দিবেই । অপব্যয়কারী ব্যক্তি শীঘ্রই এমন দুরবস্থায় পতিত হবে যে , রাত্রিকালে আলাে জ্বালানাের সংগতি পর্যন্ত থাকবে না । ধন - সম্পদ , টাকা - পয়সার ক্ষেত্রেও নিয়ম সর্বাঙ্গীণভাবে চলে আসছে । অনেকে বেখেয়ালি হয়ে তার ধনসম্পদ বিনা প্রয়ােজনে ব্যয় করে ফেলে । ফলে প্রয়ােজনের সময় তাকে হায় হায় করতে হয় । প্রবাদ আছে , “ ইচ্ছাকৃত অপচয় মারাত্মক অভাব ডেকে আনে । ” এর সাথে আমাদের মানবসমাজের খুব সংগতি বা সামঞ্জস্য রয়েছে । বর্তমান সমাজে দেখা যায় যে , অনেক লােক অবিবেচকের মতাে অপ্রয়ােজনীয় ব্যয় বা অপচয় করে থাকে । ধনগর্বে গর্বিত এসব লােক বড়ই অপরিণামদর্শী । সাধ্যাতিরিক্ত ব্যয়ের ফলে তারা অচিরেই অভাবগ্রস্ত হয়ে পড়ে । তারা এমন দুরবস্থায় পড়ে যে , নিত্যপ্রয়ােজনীয় ব্যয় পর্যন্ত করতে পারে । তখন তারা নিজেদের কৃতকর্মের জন্য অনুতাপানলে দগ্ধ হয় । পবিত্র কোরানে এসব লােককে শয়তানের ভাই বলে আখ্যায়িত করা হয়েছে । সৃষ্টিকর্তা অপব্যয়কারীকে পছন্দ করেন না । তাই বলা হয়েছে যে , অপব্যয়কারী শয়তানের ভাই । অপ্রয়ােজনীয় বিলাসিতায় সম্বল ফুরিয়ে ফেলে যারা , তারা ভবিষ্যৎ জীবনে দুরবস্থায় পতিত হয় এবং তখন আফসােস ছাড়া আর কিছুই করার থাকে না ।

টাগ: যে জন দিবসে মনের হরষে  জ্বালায় মােমের বাতি  আশু গৃহে তার দেখিবে না আর  নিশীথে প্রদীপ ভাতি ভাবসম্প্রসারণ, যে জন দিবসে মনের হরষে  জ্বালায় মােমের বাতি ভাবসম্প্রসারণ, যে জন দিবসে মনের হরষে ভাবসম্প্রসারণ