সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ভাবসম্প্রসারণ | সবার উপরে মানুষ সত্য ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ভাবসম্প্রসারণ | সবার উপরে মানুষ সত্য ভাবসম্প্রসারণ

 
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ভাবসম্প্রসারণ | সবার উপরে মানুষ সত্য ভাবসম্প্রসারণ

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই 

ভাবসম্প্রসারণ  : মহান আল্লাহ রাব্বল আলামিন তার সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সৃষ্টিরূপে সৃষ্টি করেছেন মানবজাতিকে । তাই সবার উপরে মানুষের মর্যাদা স্বীকার করতে হয় । মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে বিবেচনা করে তার গুরুত্ব অনুধাবন করা দরকার । প্রাশিকুলের মধ্যে মানুষের স্থান সবার উপরে । ধর্মীয় গোঁড়ামি কিংবা সাম্প্রদায়িকতার বিষবাষ্প দ্বারা আক্রান্ত হয়ে কোনাে মানুষকে খাটো করে দেখার কোনাে যৌক্তিকতা নেই । সবার উপরে তার পরিচয় হলাে সে মানুষ । জগতের সর্বত্র বিভিন্ন নীতি , আদর্শ আর বিধিনিষেধের বেড়াজালে মানবজীবন জড়িয়ে আছে । মানুষ সভ্যতার জনক কোনাে এক সময় মানুষ ছিল প্রকৃতির দাস । আর আজ সেই মানুষ নিয়ন্ত্রণ করছে প্রকৃতিকে । প্রকৃতির মায়ায় জড়িয়ে মানুষ তৈরি করছে নতুন ইতিহাস । জ্ঞান , বিদ্যাবুন্ধুি , বিবেক , মেধা ও প্রজ্ঞার অপূর্ব সমন্বয় ঘটিয়ে মানুষ আজ জয় করেছে পৃথিবীকে । উন্নত বিশ্ব আর তৃতীয় বিশ্বের মধ্যে পার্থক্য অনেক । শক্তিশালী জাতি শক্তিহীনকে গ্রাস করতে চায় । মানুষের আছে অপূর্ব উদ্ভাবনী ক্ষমতা ও অপরিসীম ইচ্ছাশক্তি । আর সেই অপরিসীম ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে মানুষ আজ জল - স্থল - অন্তরিক্ষে উড়িয়েছে তার বিজয় পতাকা । মানুষের শক্তি , জ্ঞান ও কাজের সীমা অফুরন্ত । এই যে অত্যাধুনিক সভ্যত- এ তাে মানুষেরই সভ্যতা । জগতের প্রত্যেকটি নতুন ও পুরাতন সৃষ্টির মূলে রয়েছে মানুষের অদম্য স্পৃহা ও জাগরণী শক্তি । বিজ্ঞানের এই যে নব নব আবিষ্কার তা মানুষেরই আবিষ্কার । মানুষ অসম্ভবকে করেছে সম্ভব ; দূরকে করেছে নিকট । মানুষ মহাশূন্যের রহস্য উদ্ঘাটনের জন্য সদা ব্যাপৃত । সহজ থেকে আরও সহজতর জীবনপ্রণালি খুঁজে নেওয়ার জন্য সে সদা তৎপর । কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে , মানুষ নিজেকে জাহির করার জন্য যতটা তৎপর , পরকে আপন করার জন্য ততটা তৎপর নয় । জাতিতে জাতিতে ভেদাভেদ মানুষের আজ নিত্যসঙ্গী । ধর্মকে মানুষ আজ বড় করে দেখার চেষ্টা করছে । তাদের দাবি মানুষ ধর্ম দ্বারা প্রভাব বিস্তার করতে পারলেই আদর্শ জাতি বা ধর্ম হিসেবে পরিচিতি লাভ করবে । আসলে একথা সত্য নয় । ধর্মীয় গোঁড়ামি আর নগ্ন সাম্প্রদায়িকতার বেড়াজালে আজ পৃথিবীর মানুষ বহু ধারায় বিভক্ত । এক ধর্মের মানুষ অন্য ধর্মকে খাটো করে দেখার এবং ধ্বংস করে দেওয়ার চেষ্টায় সারাক্ষণ ব্যস্ত । ধর্ম - বর্ণ - জাতি - সম্প্রদায় এক মানুষকে আড়াল করে রাখছে আর এক মানুষের কাছে । মানবতা ও মানবিকতার আদর্শ আজ ধুলায় লুষ্ঠিত । মানুষের গড়া সভ্যতা ব্যঙ্গ করছে আজ মানুষকে । পৃথিবীর দৈনন্দিন ইতিহাস পর্যালােচনা করলে আমরা দেখতে পাই শক্তিশালী জাতি দুর্বল জাতিকে কোণঠাসা করে রেখেছে । তাদের মধ্যে নেই মনুষ্যত্বের বিকাশ , নেই সৌভ্রাত্বের সেতুবন্ধ , নেই ধর্মের ঐক্য । কবির ভাষায় “ গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নেই , নহে কিছু মহীয়ান যেখানে মিশে এক হয়ে গেছে হিন্দু বৌদ্ধ মুসলিম ক্রিশ্চান । ” কবির এ অমর বাণী আমরা যদি যুগে যুগে প্রতিফলিত করার চেষ্টা করি তাহলে পৃথিবীতে সুখের স্বর্গ তৈরি হবে নিঃসন্দেহে । মানুষের উচিত সব বিভেদ ভুলে যাওয়া এবং এ পৃথিবীকে সবার জন্য এক ও অভিন্ন পৃথিবী হিসেবে গড়ে তােলা । আর সবার উপরে মানুষের মনুষ্যত্বকে মূল্যায়ন করা।

টাগঃ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ভাবসম্প্রসারণ, সবার উপরে মানুষ সত্য ভাবসম্প্রসারণ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com