সৃষ্টির আদিকাল থেকে চুল নারী এবং পুরুষ উপায়ের সৌন্দর্যে এক বিশেষ অংশজুড়ে অবস্থান করছে। চুল যে শুধুমাত্র নারীর সৌন্দর্যের প্রতীক হিসেবে ব্যবহৃত তা কিন্ত নয়। বরং আজকাল ফ্যাশন সচেতন ছেলেদের কাছেও চুল সৌন্দর্যের প্রতীক। একসময় শুধুমাত্র মেয়েরাই চুলের যত্ন আত্তি করতো কিন্তু এখন যুগ পাল্টেছে। এখন ছেলেরাও চুলের উপর নিজেদের নজর দিচ্ছে। সেই সাথে চুলের যন্তআত্তিতে নানান উপায় অবলম্বন করতে দেখা গেছে।
চুল সৌন্দর্যের এক অলংকার স্বরূপ। রেশমি ঘন কালো চুলে মুগ্ধ হয়ে কত কবি সাহিত্যিক যে গান ,কবিতা রচনা করেছেন তার কোনো ইয়ত্তা নেই। তাই চুল এক ধরনের সম্পদ। চুল নারীদের ক্ষেত্রে তাই অলংকার স্বরূপ। লম্বা চুলের কদর রয়েছে তাই যুগ যুগ ধরে, কালে কালে রয়েছে।তাই চুল নিয়ে নারীদের চিন্তার শেষ নেই। কত যত্ন যে করে থাকে লম্বা চুলের জন্য তার ইয়ত্তা নেই। তাইতো এখনো মানুষ লম্বা চুলের পাগল।
তবে চুল এমন এক সৌন্দর্যের প্রতীক যা প্রতীকী অর্থে কখনোই বর্ণনা করা যাবে না। নারীর রুপ এবং সৌন্দর্যের এক অন্যতম অংশ হলো চুল।চুলের সৌন্দর্য তাই চুল জানে। চুল তাই বাধা নয় খোলায় সুন্দর। বাধা চুলে কখনো চুলের আসল সৌন্দর্য বুঝা যায় না। চুলের আসল সৌন্দর্য রয়েছে তাই খোলা চুলে।স্নিগ্ধ বাতাসে যখন চুল ঢেউ খেলে যায় তখন সেই সৌন্দর্যের কোনো হিসাব খুঁজে পাওয়া যায় না।
নারীর খোলা চুল নিয়ে তাই কবির কাব্বিকতার কোনো শেষ নেই। খোলা চুল নিয়ে তাই গুণীজনদের উক্তির শেষ নেই। খোলা চুল এ মুগ্ধ হয়নি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না।কেউ মুগ্ধ হতে রচনা করেছে কাব্য। কেউ কবিতা আর উক্তি।
আজ তাই আমরাও আপনাদের জন্য নিয়ে এলাম চুল নিয়ে স্ট্যাটাস, চুল নিয়ে কবিতা, চুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস, চুল নিয়ে উক্তি। আপনারা যারা চুল নিয়ে স্ট্যাটাস, চুল নিয়ে কবিতা, চুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস, চুল নিয়ে উক্তি খুজছেন তারা আমাদের timeofbd.com থেকে পেয়ে যাবেন চুল নিয়ে স্ট্যাটাস, চুল নিয়ে কবিতা, চুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস, চুল নিয়ে উক্তি।
চুল নিয়ে স্ট্যাটাস | চুল নিয়ে কবিতা | চুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস | চুল নিয়ে উক্তি
*“হারানোর জন্য
তোমার খোলা চুল এবং চোখের কাজল যথেষ্ট”
*“কোনো এক পড়ন্ত বিকেলে বারান্দায় দাঁড়িয়ে
রেশমি কালো চুলের ঢেউ মুগ্ধ করে আমাকে।"
*“খুলে দাও তুমি এই চুলের বাঁধন
অবাধ্য হয়ে না হয় সে বাতাসেই উড়ুক “।
*“ইচ্ছে হয় হাড়িয়ে যাই
ওই খোলা চুলের গভীরতায়”।
*“খোলা চুল তুমি বলে দাও
কেনো মুগ্ধ না হবে কেউ তোমার মায়ায়”।
*“তোমার এলোমেলো চুলগুলো
আজ উড়ছে বাতাসে,
আমি রয়েছি যেন কতকাল
তোমার পাশে বসে”।
*‘তোমার এলোমেলো চুলে দিব
আমি বেইলি ফুলের মালা
তোমায় গান শুনাবো আমি বেসুরে গলায়
পারে পড়বো তোমার নপুর আলতা কিংবা মেহেদী
মনের কথা বলব তোমায় জোস্ন্যা রাতে বসে।”
*যদি এমন হতো তোমার চুলগুলো এলোমেলো হয়
খুব ঘন কালো মেঘের মতো হাওয়ায় হাওয়ায়
এলোমেলো উড়ে উড়ে যেত
তবে এমন কি ক্ষতি হতো?
আমার ভালোলাগায় মন ভোরে যেত!!
*আমি আবার লিখবো কবিতা ছন্দ ভরা শব্দে
তোমার এলোমেলো চুলের গন্ধ নিয়ে
খুব কাছে বসে যেন অধর ছুঁয়ে যায়
তারপর এতটা বিশ্বাস দেবো ভরে যাবো
তোমার রক্তে আমার অস্তিত্ব”।
*“যখন আমার এলোমেলো চুল
হওয়ার সাথে কথা বলে
তখন তুমি বন্দি থেকো
আমার মনের অন্তরালে।”
* "তোমার এলোমেলো চুলে
আমার সাদা মনে হারিয়ে যেতে চাই
কোনো এক হুডতোলা রিকশায়।”
*“বালিকা তুমি খুব অপরূপ
লাল চুরি পড়া তোমার চমৎকার হাত
তোমার অবাধ্য এলোমেলো চুলে!"
*“তোমার ভেজা চুলের গন্ধ
আর মুখে মিষ্টি হাঁসি একরাশ
এমনি করেই জমে উঠুক
আমার প্রতিটি সকালের প্রাত:রাশ।"
*“খোলা চুলে অগোছালো
রয়েছে অবাধ স্বাধীনতারায় !
হাসিতে পড়ছে ঝোড়ো জোৎস্নার আলো
সেই আলো আজ মন হারানোর পথ দেখায় !
গোলাপের মতো ঠোঁট ,
মনোমুগ্ধকর উঠেছে মেতে
স্নিগধ চাহনির ভাসমান স্রোতে
স্বপ্ন বাস্তব সব এলোমেলো হয়ে যায় “।
*“বালিকা তুই ভুল করিয়া
খুলিসনে তোর চুল
না হয় আমি নয়ন জুড়িয়ে
করতে পারি ভুল
নয়ন জুড়ানো রেশমি চুলে
হৃদয় ছুঁয়ে যায়
আদর করে দিবো তোকে
আমার স্বপ্নে আয়“।
*“তোমাকে দেখেছি পথের ধারে
খোলা চুলে অপরূপ তোমার মুগ্ধতা
তোমাকে দেখেছি কলেজের বারান্দায়
সহস্র শতাব্দীর অসীম মুগ্ধতায়।"









ট্যাগঃ চুল নিয়ে স্ট্যাটাস, চুল নিয়ে কবিতা, চুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস, চুল নিয়ে উক্তি।