একুশে ফেব্রুয়ারির ও বিজয় দিবসের অসম্ভব সুন্দর কবিতা | হাসিও বর্ষার কবিতা

 

একুশে ফেব্রুয়ারি কবিতা , অসম্ভব সুন্দর প্রেমের কবিতা, মা কবিতা, হাসি নিয়ে কবিতা , বিজয় দিবসের কবিতা, বর্ষার কবিতা ।


প্রিয় পাঠকবৃন্দ টাইম অফ বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কবিতা খুঁজছেন কিন্তু অনেকেই হয়তো পাচ্ছেন না আর তাই আমরা আমাদের এই পোস্টটি তৈরি করেছি যে কবিতাগুলো নিয়ে তা হল একুশে ফেব্রুয়ারি কবিতা , অসম্ভব সুন্দর প্রেমের কবিতা, মা কবিতা, হাসি নিয়ে কবিতা , বিজয় দিবসের কবিতা, বর্ষার কবিতা ।আশাকরি ধৈর্য সহকারে পুরো পোস্টটি পড়বেন । তাই চলুন দেরী না করে পুরো পোস্টটি পড়ে আসা যাক আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে।



একুশে ফেব্রুয়ারি কবিতা

* রক্তঝরা একুশে ফেব্রুয়ারি *

কবি : মলিন কুমার সাহা।


শিয়রে দাঁড়িয়ে ডাকছে মোদের

        একুশে ফেব্রুয়ারি 

শ্রদ্ধা জানাই তাদের, 

       যারা বিজয়ের কান্ডারী।

আমরা যখন পড়ি 

        ক্লাশ টু কিংবা থ্রি এ

স্কুল থেকে প্রতিবাদের

            মিছিল করি গিয়ে।

পাক শাসকের চাপিয়ে দেওয়া

           উর্দু রাষ্ট্রভাষা

মানবনা আমরা কিছুতেই তা

            বুঝিয়ে দিই খাসা।

মিছিলে শ্লোগান তুলল সবাই      

        রাষ্ট্রভাষা বাংলা চাই

তোমাদের চাপানো উর্দু ভাষার

            বাংলার বুকে নেই ঠাঁই।

ঢাকার রাজপথে চলল গুলি

            মায়ের বুক করল খালি

শহীদ হল বরকত, জব্বার,

            আবদুল সালাম ভাই

মুক্তকন্ঠে শ্রদ্ধাভরে সালাম জানাই।

১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার " " "রাষ্ট্রভাষা বাংলা " স্বীকৃতি দেয় তার।  

১৯৫২ এর ভাষা আন্দোলন

     বাংলাদেশ মুক্তিযুদ্ধের বীজ করে বপন

বাংলাদেশে পালিত হয় ভাষাদিবস হয়ে

রাষ্ট্রসংঘে আন্তজার্তিক স্বীকৃতি লাভ করে।


 অসম্ভব সুন্দর প্রেমের কবিতা



হাফিজের প্রেমের কবিতা

হৃদয়

-----------হাফিজ

আকাংখা থেকে সরাব না হাত 

বাসনা আমার সিদ্ধ না হলে ; 

হয় পাবে প্রাণ বন্ধুর নাগাল, 

নয়ত যাবে এখনও সে দেহ ছেড়ে চলে।


মরলে আমার কবরটা খুঁড়ে, 

দেখো তুমি, গেছে অন্তরে রয়ে 

যেহেতু আগুন, কাফন আমার

রয়েছে ধোঁয়ায় বেকার হয়ে।


মুখটি ফেরাও ! হায় হায় করে 

উঠুক দুনিয়া ; বলুক, কী সুখ। 

খোলো দুটি ঠোট ; তা দেখে সকল 

স্ত্রীপুরুষ প্রার্থনায় বসুক।


আমার ওষ্ঠাগত হল প্রাণ, 

এখনও হৃদয় কত কী যে চায় ! 

ও-দুটি ঠোটের বাসনা গেল না, 

এদিকে আত্মা দেহ ছেড়ে যায় ।


মনকে বলেছি, ‘ছেড়ে চলে এসো, 

কথা শোনো, কাছে যেয়ো না কো ওর। 

মন বলে, তারই সাজে এই কাজ 

নিজের ওপর যার আছে জোর।'


পাকিয়ে রেখেছে কত শত দহ 

তোমার চুলের প্রতিটি বলয় ; 

কী করে খুলবে সেসব গ্রন্থি 

আমার বন্দী দীর্ণ হৃদয়!


হয়ত বা দুটি একটি ফুলেও 

মিলবে তোমার মুখের আদল, 

হরদম সেই আশায় আশায় 

ফুলের বাগানে হাওয়ার টহল।


খাড়া হয়ে তুমি দাড়াও মাটিতে, 

দৈর্ঘ্য এবং কৃশ কটি যাতে 

এ বাগানে সরুঝাউ ও বেতস 

মেলায় একই দেহে একসাথে।


আমি নই ব্যভিচারী যে নিত্য 

বদলে ফেলব বন্ধুর পাট ; 

যে পর্যন্ত ধড়ে প্রাণ আছে

 তোমার দুয়োরে আমি চৌকাঠ।


সকলেই জানে যে মজলিশেই 

কথা হয়, লোক করে গিজ গিজ 

বলবে, তা ঠিক ! তেমন প্রেমিক 

একজনই আছে, সে হল হাফিজ।

 মা  কবিতা

প্রিয়.... মা 


তোমাকে নিয়ে কখনও কবিতা লিখা হয় নি 

কারণ তুমি একটা মিথ্যা বাদি

তুমি নিজে না খেয়ে শুধু শুধু আমায় খাওনোর জন্য মিথ্যে বলতে 


মা তুমি এক জন চুর তাই তোমাকে নিয়ে কবিতা লিখা হয় নি 

বাবার পকেট থেকে টাকা চুরি করতে 

শুধু আমায় পকেট খরচ দেবে বলে 

বাবা তোমায় পচুর মারতো 

তবুও তুমি শিকার করতেনা 

কারণ আমার পকেট খরচ থেমে জাবে বলে 


মা তুমি পচুর কিপ্টে 

তাই তোমাকে নিয়ে কবতি লিখা হয় নি

একটা শাড়ি আঠারো তালি দিয়ে পরতে 

সাংসাড়ের টাকা বাচানের জন্যে


মা তুমি আমার প্রথম বিদ্যালয় 

তাই তোমাকে নিয়ে কবিতা লিখা হয় নি 

মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে তোমার থেকেই শিক্ষা মা

আজ তোমার ছেলে বড় হয়েছে 

তাই বলে কী ভুলে জাবে এমন শিক্ষা মা তোমার বিদাল্যয় দেয়নি 


মা আজ কী করে ভুলে জাবো তোমার রক্ত খরনের কথা 

তোমার রক্ত খাওয়ার কথা 

ভুলে জাবার মতো করেতো মানুষ করনি 


যেখানে এসেছিলে সুখে থাকবে বলে বাবার হাত ধরে 

সেখানে করেছো তুমি মেথর গিড়ি 

তাইতো তোমায় ভুলিনি আমি 

তোমার ছেলে আমি


আজ বুঝতে পেরেছি মা 

তোমার ভালোবাসা তাই আজ খুজে বেড়াই সাত সমুদ্র 

হাজার কুটি মানুষের ভিড়ে 

আজ বলছি মা প্রাণ খুলে 

অর্নন্ত বাহুডোরে 

মা আমি তোমায় ভালোবাসি 

I love you ma.....

 হাসি নিয়ে কবিতা

তোমার হাসি

- মুহাম্মদ সাখাওয়াৎ আলম চৌধুরী


হঠাৎ তোমার হাসি

রিনঝিন ছন্দে ছড়িয়ে পড়ে।

বহু দিন দেখি না তোমায়

আমার এই তৃষিত নয়নে।


হঠাৎ ঐ তোমার হাসি

ঘোর লাগায় মোর মনে।

ইচ্ছে করে চেয়ে থাকি

অযুত লক্ষ বছর ধরে।


তোমার ঐ হাসিতে

দেখেছি কিশোরীর তৃপ্তি।

যে কিনা হাসে ছাড়িয়ে সব ব্যপ্তি।


হাসিতে তোমার কামনার ছায়া

যে দেখে সে করবে মায়া।

পারি না নিজেকে রাখতে বাধা

তোমার হাসি যেন আগুন লাগা।


বুঝি না মাঝে হাসির ভাষা 

চকিত চোখে শুধু চেয়ে থাকা।

হাসিতে তোমার দুষ্ট মাখা

মাঝে মাঝে দেখা যায় কষ্টের রেখা।


তোমার হাসিতে লাগে পালে হাওয়া

প্রেমতরী বয়ে যায় চলে আঁকাবাঁকা।

হাসি যেন তোমার উড়াল পঙ্খি

এই দেখি এই যেন দেয় আবার ফাঁকি।


হাসো তুমি যেন এক অভিমানী মেয়ে

কিছু হাসিতে তোমার জল নেমে আসে

হাসতে হাসতে তুমি ভাঙাও মোর মান

তোমার ঐ হাসি দেখে জুড়ে যায় প্রাণ।


হাসি তোমার যেন রহস্য ঘেরা

মাঝে মাঝে মোর মনে লাগে যেন দ্বিধা

হাসিতে পার তুমি ছাড়িয়ে সব আভা

তোমার হাসিতে পড়ে যায় সব সুর বাধা

হাসিতে পাগল করেছ তুমি আমাকে

তুমি বীনা এই জীবন চলে কি করে।

জীবনে চায় কিছুই তুমি শুধু ছাড়া

তোমার হাসি দেখেই গড়বো জীবন ধারা

ভালবাসি তোমায় ভালোবাসি তোমার হাসি

এই জীবনে তুমি ছাড়া সবকিছুই বাকি

বিদায় নিতে চায় এই ধরনী থেকে,

মরতেও পারি যেন ঐ হাসি চেয়ে।

 বিজয় দিবসের কবিতা 

বিজয় দিবসের কবিতা

১৬ ডিসেম্বর

আসিফ ইকবাল


১৬ ডিসেম্বর

দুটি শব্দ, একটি বাক্য

একটি নাম, একটি ভালোবাসা

একটি দেশ, প্রিয় বাংলাদেশ।


১৬ ডিসেম্বর

একটি ভু-খণ্ড, একটি লাল সবুজ পতাকা

একটি জাতীয় সঙ্গীত 

আমার সোনার বাংলা।


১৬ ডিসেম্বর

একটি প্রেম, একটি ভালোবাসা

শেখ মুজিবুর রহমান

সাড়ে সাত কোটি বাঙালির 

জাতির পিতা।  


১৬ ডিসেম্বর

নরপিশাচ ইয়াহিয়ার অসহায়

আত্মসমর্পণ 

খাকি পোশাকের পাকিস্তানি সৈন্যের

দলিত লাশ,

মুক্তিযোদ্ধার বিজয়োল্লাস।


১৬ ডিসেম্বর

তাজউদ্দিন, কামরুজ্জামান, নজরুল ইসলাম, মনসুর আলি

চার নেতার আত্মত্যাগের 

প্রিয় বাংলাদেশ।  


১৬ ডিসেম্বর 

আমার দেশ, তোমার দেশ

লাখো মুক্তিযোদ্ধার আত্মত্যাগ

বাঙালি জাতির সমুদ্রগর্জন 

বাংলাদেশ, বাংলাদেশ।


১৬ ডিসেম্বর

আর্য থেকে অনার্য

হিন্দু থেকে মুসলিম

বৌদ্ধ থেকে খ্রিস্টান

ভালোবাসার চারণ ভূমি

প্রিয় বাংলাদেশ।


১৬ ডিসেম্বর

লাখো মুক্তিযোদ্ধা, কোটি বাঙ্গালির 

উৎসব, উচ্ছ্বাস আর উল্লাসের

প্রিয় জন্মভূমি

সবুজ বাংলাদেশ।


১৬ ডিসেম্বর

বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক

২ লাখ মা-বোনের সম্ভ্রম হারানো

৩০ লাখ শহীদের রক্তলাল

আমার সোনার বাংলা

আমি তোমায় ভালোবাসি।


১৬ ডিসেম্বর

অ, আ, ক, খ

সালাম, বরকত, জব্বার, রফিক, শফিকের

মাতৃভাষা বাংলার দেশ 

বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ।


বর্ষার কবিতা 

বর্ষার কবিতা, প্রেমের কবিতা

                     ___মহাদেব সাহা


বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি

শুনাই দুজনে বিদ্যাপতির বিষণ্ন পদাবলি,

বর্ষার কথা থাক, বকুলের কথা বলি

ঝরা বকুলেই ভরে রাখি এই প্রশস্ত অঞ্জলি।

আকাশের কথা থাক, হৃদয়ের কথা শুনি

যদিও বিরহ তবু মিলনের স্বপ্নজালই বুনি,

অশ্রুর কথা থাক, আবেগের কথা শুনি

সহস্র রাত কেটে যাক দূর আকাশের তারা গুনি।

গরিমার কথা থাক, বিনয়ের পাঠ ধরি

কলহের কোনো কাজ নেই, কিছু করুণার গান করি।

বিদ্যার কথা থাক, প্রেমের কবিতা পড়ি

চারদিকে এই জলধারা তবু সৃষ্টির দ্বীপ গড়ি।

Tag:একুশে ফেব্রুয়ারি কবিতা , অসম্ভব সুন্দর প্রেমের কবিতা, মা  কবিতা, হাসি নিয়ে কবিতা , বিজয় দিবসের কবিতা, বর্ষার কবিতা