লাইলাতুল মেরাজ | পবিত্র শবে মেরাজ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

লাইলাতুল মেরাজ | পবিত্র শবে মেরাজ

 


লাইলাতুল মেরাজ ,পবিত্র শবে মেরাজ, শবে মেরাজের নিয়ত , শবে মেরাজ কত তারিখে , শবেই মেরাজ, শবে মেরাজ কি , মিরাজ শব্দের অর্থ কি, মেরাজ ও বিজ্ঞান,


আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম লাইলাতুল মেরাজ ,পবিত্র শবে মেরাজ, শবে মেরাজের নিয়ত , শবে মেরাজ কত তারিখে , শবেই মেরাজ, শবে মেরাজ কি , মিরাজ শব্দের অর্থ কি, মেরাজ ও বিজ্ঞান,

লাইলাতুল মেরাজ

লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী, যা সচরাচর শবে মেরাজ হিসাবে আখ্যায়িত, ইসলাম ধর্মমতে যে রাতে ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা:) অলৌকিক উপায়ে উর্ধ্বাকাশে আরােহণ করেছিলেন এবং স্রষ্টার

সাথে সাক্ষাৎ করেন।


 পবিত্র শবে মেরাজ

মহান আল্লাহ তায়ালা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠান নবীজি হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম পবিত্র শবে মেরাজ এর মাধ্যমেই মহান আল্লাহর সাথে দিদার লাভ করতে পারেন এটি অত্যন্ত পবিত্র রাত শবে মেরাজের নামাজ এবং রোজা আছে শবে মেরাজের রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম সকল মুমিনদের জন্য নামাজ নিয়ে আসেন তাই এই রাতটি অত্যন্ত পবিত্র রাত।


 শবে মেরাজের নিয়ত 

শবে মেরাজের নামাজ নামাজের পরে পড়তে হয় এটি একটি নফল নামাজ এবং এই নামাজের নিয়ত হয়তো অনেকেই জানেন না এখানে নিয়তি পড় আপনারা উপকৃত হবেন

উচ্ছারনঃ নাওয়াইতুআন উছাল্লিয়া লিল্লাহে তা'আলা

রাক'আতায় ছালাতি লাইলাতিল মে'রাজ

মুতাওইয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি

আল্লাহু একবার।যদি আপনি মনে করেন এটি মুখস্ত করতে সমস্যা বা মনে থাকে না। তাহলে এই নিয়ত আপনি বাংলায় ও করতে পারেন আপনার মনের ইচ্ছে মত। যেমনঃ আমি কেবলা মুখি হয়ে মে'রাজ এর দুই রাক'আত নফল নামাজ আল্লাহ্ রাজি ও খুসির জন্য আদায় করিতেছি। আল্লাহ্ হুয়াকবার।উপরক্ত নিয়তে দুই রাকাত করে চার রাকাত পর পর মুনাজাত করতে পারেন। এই ভাবে ১২ রাকাত এর অধিক জত রাকাত খুশি আদায় করতে পারেন।


শবে মেরাজ কত তারিখে 



পবিত্র শবে মেরাজ ১১ মার্চ

দেশের আকাশে শুক্রবার কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। তাই রবিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। আগামী ১১ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

শুক্রবার সন্ধ্যায় বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাে. আলতাফ হােসেন চৌধুরী।

সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাে. মিজান-উল-আলম, ওয়াকফ প্রশাসক আবদুল্লাহ সাজ্জাদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফারুক আহম্মেদ, মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মাে. শাফায়াত মাহবুব চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের উপ-পরিচালক মাে. আবদুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মােহাম্মদ, মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মাে. আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শবেই মেরাজ

পবিত্র শবে মিরাজ

পরুম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় ভ্রমন করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চার দিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাঁকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয় তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল। সুরা বানী ইসরাইল ঃ আয়াত-০১


 শবে মেরাজ কি

ফার্সিতে সবে অর্থ রাত্রে অন্ধকার এবং মেরাজ অর্থ আরবিতে উর্ধ্বগমন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে গমন করেন সেটাই মূলত মেরাজ এবং এই মেরাজে গিয়ে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসেন আমাদের সকলের উপর ফরজ।


 মেরাজ শব্দের অর্থ কি

মেরা শব্দটি মহানবী হযরত মামুন সালালা সালামের স্মৃতি বিজড়িত শব্দের অর্থ ঊর্ধ্ব গমন। মেরাজে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মহান রাব্বুল আলামিনের দিদার লাভ করেন।অত্যন্ত পবিত্র রাত এই রাতে নামাজ নাযিল হয়।


 মেরাজ ও বিজ্ঞান


মেরাজের সত্যতা যাচাইয়ের জন্য মুহাম্মদ সা.কে অবিশ্বাসী কোরাইশরা যখন বায়তুল মুকাদ্দাস সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে ও কাবা হতে জেরুজালেমের পথের বর্ণনা এবং বায়তুল মুকাদ্দাসের পূর্ণাঙ্গ বিবরণ দিতে বলে, তখন হযরত সা. প্রতিটি উত্তর ও প্রত্যেক স্থানের বিবরণ নিখুঁতভাবে দিতে সক্ষম হন। এতে অবিশ্বাসীদের চোখ স্থির হয়ে যায় এবং বিশ্বাস না হলেও অন্তর তাদের বিশ্বাস করতে বাধ্য করে।

পরবর্তী যুগে বৈজ্ঞানিকদের মধ্যে মুহাম্মদ সা.-এর সশরীরে মেরাজ গমনের ঘটনা নিয়ে আলােড়ন চলতে থাকে। তাদের মতে, নভােমন্ডলের বিভিন্ন স্তর অতিক্রম করার পেছনে যে সব অসাধারণ গুণাবলি দরকার, তা মানবের পক্ষে সম্ভব নয়। কেননা, পৃথিবীর উপরে মাত্র ৫২ মাইলব্যাপী বায়ুমন্ডল রয়েছে, তার উপরে আর বায়ুমন্ডল নেই। আছে হিলিয়াম, ক্রিপটন, জিয়ন প্রভৃতি গ্যাসীয় পদার্থ। বায়ুস্তর ভেদ করে এসব হালকা গ্যাসীয় পদার্থের অভ্যন্তরে এসে কোনাে জীবজন্তুর প্রাণ রক্ষা করা সম্ভব নয়। কেননা দেহের অভ্যন্তরীণ চাপ ও বহির্ভাগের চাপ সম্পূর্ণ পৃথক। এই চাপের সমতা রক্ষা করা জীবের পক্ষে কঠিন। এছাড়া উর্ধ্বাকাশে রয়েছে। মহাজাগতিক রশ্মি ও উল্কাপাতের মতাে ভয়ঙ্কর ও প্রাণহরণকারী বস্তু ও প্রাণীসমূহের ভয়। এই যুক্তি প্রদর্শন করে চৌদ্দশ বছর কেটে গেছে এবং বিজ্ঞানীদের চোখে হযরতের নভােভ্রমণ বা মেরাজ উপেক্ষিত হয়েছে। ইতােমধ্যেই বিজ্ঞানীগণ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন যে, ঘণ্টায় মাত্র পঁচিশ হাজার মাইল বেগে চলা সম্ভব হলে পৃথিবী ও আকাশের মধ্যাকর্ষণ স্তর অতিক্রম করা সম্ভব। বিজ্ঞানের এসব অগ্রগতির সাথে এ কথা দিন দিনপরিষ্কার হয়ে যাচ্ছে যে, মুহাম্মদ সা.-এর এ মেরাজ সশরীরেই ছিলাে। তিনি সশরীরে মেরাজে গিয়েছিলেন বললেও তার বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব এবং আজকের বৈজ্ঞানিক চিন্তাধারা ও আগামী দিনের প্রযুক্তিগত অগ্রগতি দৃঢ়ভাবে প্রমাণ করতে পারছে।চৌদ্দশ' বছর জ্ঞানী-বিজ্ঞানীরা যেখানে জোর গলায় প্রমাণ করে দেখাতেন যে, মহাশূন্যের মহাকাশে মানুষ বিচরণ করতে পারে না, সেখানে তারাই বিংশ শতাব্দীর শেষে প্রমাণ করে দেখালেন যে, মানুষ গ্রহ হতে গ্রহান্তরে শূন্য হতে মহাশূন্যে বিচরণ করতে পারে। নতুন আবিষ্কার করে-নতুনের সন্ধান দিয়ে তারা চৌদ্দশ

বছরের পুরাতন বৈজ্ঞানিকদের হতাশাকে খন্ডন করতে

পারেন। আমেরিকা নভােচারী ও তার সহচরবৃন্দ পৃথিবী

হতে দু' লক্ষ চল্লিশ হাজার মাইল দূরের চাঁদের সাথেমিতালি পেতে বিশ্বকে অবাক করে দিলেন। বর্তমানসময়ে বৈজ্ঞানিকদের মধ্যে চলছে দারুণ প্রতিযােগিতাকে প্রথম মঙ্গলগ্রহে, কে বুধ, শুক্র, ইউরেনাস ও নেপচুনে গিয়ে পৌঁছতে পারবে। এরই মধ্যে পৃথিবীর সমপরিমাণ আরাে সাতটি গ্রহ আবিষ্কার হয়েছে বলেও নাসার পক্ষ হতে বিশ্ববাসীকে জানানাে হয়েছে। সুতরাং কোনাে নির্বোধ এখন কথা বলার কি কোনাে অবকাশ রাখে যে, নভােচারী গ্যাগারিন স্বপ্ন সাধনায় আধ্যাত্মিক শক্তিবলে মহাশূন্যে বিচরণ করেছেন?


আসমান থেকে পৃথিবীতে কিংবা পৃথিবী থেকে আসমানে মানুষের আসা-যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। আমাদের নবীর আগেও তা সংঘটিত হয়েছে। 


Tag:লাইলাতুল মেরাজ ,পবিত্র শবে মেরাজ, শবে মেরাজের নিয়ত , শবে মেরাজ কত তারিখে , শবেই মেরাজ, শবে মেরাজ কি , মিরাজ শব্দের অর্থ কি, মেরাজ ও বিজ্ঞান,



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com