মেরাজের কাহিনী | শবে মেরাজের রোজার নিয়ত

Sadia
0

 

মেরাজের কাহিনী শবে মেরাজের রোজার নিয়ত মেরাজের নামাজ শবে মেরাজ 2021 সালের কত তারিখে শবে মেরাজের নিয়ত আজ পবিত্র শবে মেরাজ নবীজির মেরাজ

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মেরাজের কাহিনী, শবে মেরাজের রোজার নিয়ত , মেরাজের নামাজ, শবে মেরাজ 2024 সালের কত তারিখে, শবে মেরাজের নিয়ত, আজ পবিত্র শবে মেরাজ, নবীজির মেরাজ,

মেরাজের কাহিনী

মালিক ইবনু সাসাআ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন,
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমি কা'বা ঘরের নিকট নিদ্রা ও জাগরণ- এ দু'অবস্থার মাঝামাঝি অবস্থায় ছিলাম।
অতঃপর তিনি দু'ব্যক্তির মাঝে অপর এক ব্যক্তি অর্থাৎ নিজের অবস্থা উল্লেখ করে বললেন, আমার নিকট সােনার একটি পেয়ালা নিয়ে আসা হল- যা হিক্মত ও ঈমানে ভরা ছিল।
অতঃপরৎআমার বুক হতে পেটের নিচ পর্যন্ত চিরে ফেলা হল।অতঃপর
আমার পেট যমযমের পানি দিয়ে ধােয়া হল।
অতঃপর তা হিক্মত ও ঈমানে পূর্ণ করা হল এবং আমার নিকট সাদা রঙের চতুষ্পদ জন্তু আনা হল,
যা খচ্চর হতে ছােট আর গাধা হতে বড়।
অর্থাৎ বােরাক।অতঃপর তাতে চড়ে আমি জিব্রাঈল (আঃ) সহ চলতে চলতে পৃথিবীর নিকটতম আসমানে গিয়ে পৌঁছলাম।জিজ্ঞেস করা হল, এ কে?
উত্তরে বলা হল, জিব্রাঈল। জিজ্ঞেস করা হল, আপনার সঙ্গে আর কে?উত্তর দেয়া হল, মুহাম্মদ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)। প্রশ্ন করা হল তাঁকে আনার জন্য কি পাঠানাে
হয়েছে?
তিনি বললেন, হ্যাঁ। বলা হল, তাঁকে মারহাবা, তাঁরতিনি বললেন, হ্যাঁ। বলা হল, তাঁকে মারহাবা, তাঁর আগমন কতই না উত্তম।
অতঃপর আমি আদম ('আঃ)-এর নিকট গেলাম।
তাঁকে সালাম করলাম।
তিনি বললেন, পুত্র ও নবী! তােমার প্রতি মারহাবা। অতঃপর আমরা দ্বিতীয় আসমানে গেলাম।
জিজ্ঞেস করা হল, এ কে?
তিনি বললেন, আমি জিব্রাঈল। জিজ্ঞেস করা হল, আপনার সঙ্গে আর কে?
তিনি বললেন,
মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। প্রশ্ন করা হল, তাঁকে আনার জন্য কি পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ।
বলা হল, তাঁকে মারহাবা আর তাঁর আগমন কতই না
উত্তম।
অতঃপর আমি ঈসা ও ইয়াহইয়া (আঃ)-এর নিকট
আসলাম।
তাঁরা উভয়ে বললেন, ভাই ও নবী! আপনার প্রতি
মারহাবা।
অতঃপর আমরা তৃতীয় আসমানে পৌঁছলাম। জিজ্ঞেস করা হল, এ কে? উত্তরে বলা হল, আমি
জিব্রাঈল।
প্রশ্ন করা হল, আপনার সঙ্গে কে? বলা হল, মুহাম্মদ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)।
জিজ্ঞেস করা হল, তাঁকে আনার জন্য কি পাঠানাে তিনি বললেন, হ্যাঁ। আসমানে পৌঁছান এবং সেখান সেখানে তার সাথে দেখা হয় এমনি আল্লাহর প্রেরিত নবী রাসুলের সাথে যেমন হযরত ইউসুফ আলাই সাল্লাম হযরত হারুন আলাই সালাম আলাই সালাম এবং বিভিন্ন বিষয়ে তার দেখা হয় এবং তিনি মহান আল্লাহর দিদার লাভ করেন এবং মহান আল্লাহ প্রথমে পঞ্চাশ রাকাত নামাজ দেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম উম্মতের কথা বিবেচনা করে পাঁচ ওয়াক্ত নামাজের সুপারিশ করেন এবং মহান আল্লাহ তায়ালা পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত নামাজের পরিবর্তে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে এবং এই পাঁচ ওয়াক্ত নামাজ সকল মুসলমানের উপর ফরজ। 

শবে মেরাজের রোজার নিয়ত 

রোজা রাখার জন্য সেহেরী খেতে হয় এবং রবিবার রোজার নিয়ত শনিবার দিবাগত রাত্রে তথা সূর্যাস্তের পর থেকে করা যায় এবং রোজা রাখার জন্য নিয়ত টা অবশ্যই প্রয়োজন ,এভাবে নিয়ত করতে হয়।

মাসয়ালা রমজান মাসে সেহরি খাওয়াটাও রােজার নিয়ত বলে গণ্য হবে। তবে সেহরি খাওয়ার সময় রােজা রাখার ইচ্ছা না থাকলে তা নিয়ত বলে গণ্য হবে না। -কিতাবুল ফিকাহ: ১/৮৮১

মাসয়ালা : নিয়তের সময় শুরু হয় পূর্বের দিনের সূর্যাস্তের পর থেকে। যেমন রােববারে রােজার নিয়ত শনিবার দিবাগত রাত তথা সূর্যাস্তের পর থেকে করা যায়। শনিবার সূর্যাস্তের পূর্বে রােববারের রােজার নিয়ত করা যথেষ্ট নয়। কেননা, হাদিস শরিফে রাতে নিয়ত করার কথা বলা হয়েছে। হাদিসে আছে, হজরত হাফসা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তার রােজা নেই, যে রাতে নিয়ত করেনি। মুসনাদে আহমাদ ও সুনানে আবু দাউদ


শবে মেরাজ 2024 সালের কত তারিখে

শবে মেরাজ একটি পবিত্র রাত শবে মেরাজ 2024 সালের 11 ই মার্চ পালিত হবে এটি প্রতি রজব মাসের 27 তারিখে হয় শবে মেরাজে কিছু নফল নামাজ এবং রোজা রাখা যায়। শবে মেরাজ একটি পবিত্র রাত এই রাতেই মন ভালোবাসার সালাম মহান আল্লাহতায়ালা তাঁর লাভ করেন এবং আমাদের জন্য 50 ওয়াক্ত সালাতের পরিবর্তে পাঁচ ওয়াক্ত সালাত নিয়ে আসেন এবং এই সালাত আদায় করা আমাদের জন্য ফরজ ইবাদত এবং পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমে আমরা নিজেদেরকে আত্মশুদ্ধি এবং সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকতে পারি এবং পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে মহান রব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জন করতে পারি।


 শবে মেরাজের নিয়ত

শবে মেরাজের নফল নামাজ আছে যার নিয়ত এখানে দেওয়া হলো যার মাধ্যমে আপনারা সবাই উপকৃত হবেন আশা করছি।
উচ্ছারনঃ নাওয়াইতুআন উছাল্লিয়া লিল্লাহে তা'আলা

রাক'আতায় ছালাতি লাইলাতিল মে'রাজ

মুতাওইয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি

আল্লাহু একবার।যদি আপনি মনে করেন এটি মুখস্ত করতে সমস্যা বা মনে থাকে না। তাহলে এই নিয়ত আপনি বাংলায় ও করতে পারেন আপনার মনের ইচ্ছে মত। যেমনঃ আমি কেবলা মুখি হয়ে মে'রাজ এর দুই রাক'আত নফল নামাজ আল্লাহ্ রাজি ও খুসির জন্য আদায় করিতেছি। আল্লাহ্ হুয়াকবার।উপরক্ত নিয়তে দুই রাকাত করে চার রাকাত পর পর মুনাজাত করতে পারেন। এই ভাবে ১২ রাকাত এর অধিক জত রাকাত খুশি আদায় করতে পারেন।

আজ পবিত্র শবে মেরাজ

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) নবুওয়াত লাভের একাদশ বর্ষে ২৬ রজব দিবাগত রাতে সৃষ্টিজগতের আলােড়ন সৃষ্টিকারী এই ঘটনা সংঘটিত হয়।

আরবি ভাষায় মেরাজ অর্থ হচ্ছে সিঁড়ি। আর ফার্সি ভাষায় এর অর্থ উর্ধ্ব জগতে আরােহণ। পবিত্র কুরআনে মক্কা মােয়াজ্জমা থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে পবিত্র 'ইসরা হিসেবে বর্ণনা করা হয়েছে।

পবিত্র হাদিসে বায়তুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত উপনীত হওয়া ও আরশে আজিমে আল্লাহর সান্নিধ্য লাভের মহিমান্বিত ঘটনাকে মিরাজ

হিসেবে বর্ণনা করা হয়েছে


 নবীজির মেরাজ

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে হযরত জিবরাঈল আলাইহিস  সালাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা  হয়ে একে একে সাত আসমানে যান যেটা মেরাজ নামে পরিচিত এ সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সপ্ত আসমান পর্যন্ত যান এবং এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর একটি অলৌকিক মোজেজা। সেখানে তাঁর প্রথম আসমানে দেখা  হয় হজরত আদম (আ.), দ্বিতীয় আসমানে হজরত ইয়াহইয়া (আ.) ও হজরত ঈসা (আ.), তৃতীয় আসমানে হজরত ইউসুফ (আ.), চতুর্থ আসমানে হজরত ইদ্রিস (আ.), পঞ্চম আসমানে হজরত হারুন (আ.), ষষ্ঠ আসমানে হজরত মুসা (আ.), সপ্তম আসমানে হজরত ইবরাহিম (আ.)।প্রত্যেকের সঙ্গে সালাম, কালাম ও কুশল বিনিময় হয়েছে।

তিনি বায়তুল মামুর গেলেন, যেখানে প্রতিদিন ৭০ হাজার ফেরেশতা আসেন ও প্রস্থান করেন; তাঁরা দ্বিতীয়বার আসার সুযােগ পান না। অতঃপর সিদরাতুল মুনতাহার কাছে গেলেন।সেখানে চারটি নদী দেখলেন; দুটি প্রকাশ্য ও দুটি অপ্রকাশ্য।


Tag:মেরাজের কাহিনী, শবে মেরাজের রোজার নিয়ত, মেরাজের নামাজ, শবে মেরাজ 2024 সালের কত তারিখে , শবে মেরাজের নিয়ত , আজ পবিত্র শবে মেরাজ, নবীজির মেরাজ,


Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)