সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা সমগ্র | Sunil Gangopadhyay poem

 

সুনীল গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা সমগ্র, Sunil gangopadhyay best poem, আমার কৈশােরে কবিতা, আমার কৈশোরে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, জন্ম হয় না, মৃত্যু হয় না কবিতা, জন্ম হয় না মৃত্যু হয় না সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, গদ্যছন্দে মনােবেদনা কবিতা, গদ্যছন্দে মনোবেদনা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা,

    সুনীল গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা | সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা

    টাইম অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু । প্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই ? আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম সুনীল গঙ্গোপাধ্যায় শ্রেষ্ট কবিতাসুনীল গঙ্গোপাধ্যায় কবিতা, । আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

    আমার কৈশােরে কবিতা | আমার কৈশোরে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা

    শিউলি ফুলের রাশি শিশিরের আঘাতও সয় না অন্তর আমার কৈশােরে তারা এ-রকমই ছিল এখন শিউলি ফুলের খবরও রাখি না অবশ্য জানি না, তারা স্বভাব বদলেছে কিনা। আমার কৈশােরে শিউলির বোঁটার রং ছিল শুধু শিউলির বোঁটারই মতন কোনাে কিছুর সঙ্গেই তার তুলনা চলতাে না আমার কৈশােরে পথের ওপর ঝরে পড়ে থাকা শিশির মাখা শিউলির ওপর পা ফেললে

    পাপ হতে

    আমার পাপ কাটাবার জন্য প্রণাম করতাম।

    আমার কৈশােরে শিউলির সম্মানে সরে যেত বৃষ্টিময় মেঘ

    তখন রেদুর ছিল তাপহীন উজ্জ্বল

    দুহাত ভরা শিউলির ঘ্রাণ নিতে নিতে মনে হতাে আমার কোনাে গােপন দু:খ নেই, আমার হৃদয়ে

    কোনাে দাগ নেই

    পৃথিবীর সব আকাশ থেকে বেজে উঠেছে উৎসবের বজনা। শাদা শিউলির রাশি বড় স্তব্ধ, প্রয়ােজনহীন, দেখলেই

    বলতে ইচ্ছে করতাে,

    আমি কারুকে কখনাে দু:খ দেবাে না- অন্তত এ-রকমই ছিলাে আমার কৈশােরে

    এখন অবশ্য শিউলি ফুলের খবরও রাখি না।

    ছায়া কবিতা | সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা

    হিরন্ময়, তুমি নীরার মুখােমুখি দাঁড়িয়ে না,

    আমি পছন্দ করি না

    পাশে দাঁড়িয়ে না, আমি পছন্দ করি না।

    তুমি নীরার ছায়াকে আদর করাে।

    হিরণ্ময়, তােমার দিব্য বিভা নেই, জামায় একটা

    বােতাম নেই, ছুরিতে হাতল নেই,

    শরীরে এত ঘাম, রক্তে এত হর্ষ,

    চোখে অস্থিরতা

    এ কোন ঘাতকের বেশে তুমি দাড়িয়েছে?

    ঘাতক হওয়া তােমাকে মানায় না

    তুমি বরং প্রেমিক হও

    সামনে দাঁড়িয়ে না, পাশে এসাে না

    তুমি নীরার ছায়ায় মুখ চুম্বন করাে।

    জন্ম হয় না, মৃত্যু হয় না কবিতা | জন্ম হয় না মৃত্যু হয় না সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা


    আমার ভালােবাসার কোনাে জন্ম হয় না

    মৃত্যু হয় না-

    কেননা আমি অন্যরকম ভালােবাসার হীরের গয়না

    শরীরে নিয়ে জন্মেছিলাম।

    আমার কেউ নাম রখেনি, তিনটে

    চারটে ছদ্মনামে

    আমার ভ্রমণ মর্ত্যধীমে,

    আগুন দেখে আলাে ভেবেছি, আলােয় আমার

    হাত পুড়ে যায়

    অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণিমায়ায়

    অন্ধকারে মিশে থেকেছি

    কেউ আমাকে শিরােপা দেয়, কেউ দু'চোখে হাজার ছি ছি

    তবুও আমার জন্ম কবচ, ভালােবাসাকে ভালােবেসেছি

    আমার কোনাে ভয় হয় না।

    আমার ভালােবাসার কোনাে জন্ম হয় না, মৃত্যু হয় না।।

    গদ্যছন্দে মনােবেদনা কবিতা | গদ্যছন্দে মনোবেদনা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা



    ভেবেছিলাম নিচু করবাে না মাথা, তবুও ভেতরের এক কুত্তার

    বাচ্চা
    মাঝে মাঝে মসৃণ পায়ের কাছে ঘষতে চায় মুখ, জানি তাে

    অসীমে
    ভাসিয়েছি আমার আত্মার শাদা পায়রা দূত, বলেছি মৃত্যুর

    চেয়েও সাচ্চা
    মানুষের মতাে বেঁচে থঅকা- তবু তার দু'একটা পালক খসে জ্যোস্নায় মনখারাপ হিমে।

    মাঝে মাঝে গদি মােড়া চেয়ারে বসলেও ব্যথা করে পশ্চাৎদেশে,

    আমি জানি
    আচম্বিতে পেয়ালা পিরীচ ভেঙে উঠে দাঁড়ানাে উচিত ছিল আমার জানলার বাইরে থেকে নিয়তি চোখ মারে, শীর্ণ হাতে দেয়
    হাতছানি

    আমি মনকে চোখ ঠেরে অন্যমনস্ক হই, ইস্ত্রি ঠিক রাখি জামার।
    এ-সব ইয়ার্কি আর কদ্দিন হে? শুধু বেঁচে থাকতেই হালুয়া

    টাইট করে দিচ্ছে
    অথচ কথা ছিল, সব মানুষের জন্য এই পৃথিবী সুসহ দেখে
    যাবাে,
    ঠিক যে-রকম
    প্রত্যেক মৌমাছির আছে নিজস্ব খুপরি, কিন্তু যার যখন ইচ্ছে



    Tag: সুনীল গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা সমগ্র, Sunil gangopadhyay best poem, আমার কৈশােরে কবিতা, আমার কৈশোরে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, জন্ম হয় না, মৃত্যু হয় না কবিতা, জন্ম হয় না মৃত্যু হয় না সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, গদ্যছন্দে মনােবেদনা কবিতা, গদ্যছন্দে মনোবেদনা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা,