হেলাল হাফিজের কবিতা সমগ্র | Helal Hafiz poem

Educational help
0

 

হেলাল হাফিজের শ্রেষ্ঠ কবিতা, হেলাল হাফিজের কবিতা, হেলাল হাফিজের কবিতা সমগ্র, অনির্ণীত নারী কবিতা, অনির্ণীত নারী হেলাল হাফিজের কবিতা , অন্যরকম সংসার কবিতা, অন্যরকম সংসার হেলাল হাফিজের কবিতা, অস্ত্র সমর্পণ কবিতা, অস্ত্র সমর্পণ হাফিজের কবিতা, আমার কী এসে যাবে কবিতা,  আমার কী এসে যাবে হেলাল হাফিজের কবিতা, তোমাকেই চাই কবিতা, তোমাকেই চাই হেলাল হাফিজের কবিতা,

    হেলাল হাফিজের শ্রেষ্ঠ কবিতা | হেলাল হাফিজের কবিতা

    টাইম অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু । প্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই ? আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম হেলাল হাফিজের শ্রেষ্ট কবিতাহেলাল হাফিজের কবিতা, । আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

    অনির্ণীত নারী কবিতা | অনির্ণীত নারী হেলাল হাফিজের কবিতা 

    অনির্ণীত নারী

    নারী কি নদীর মতো
    নারী কি পুতুল,
    নারী কি নীড়ের নাম
    টবে ভুল ফুল।
     
    নারী কি বৃক্ষ কোনো
    না কোমল শিলা,
    নারী কি চৈত্রের চিতা
    নিমীলিত নীলা।

    অন্যরকম সংসার কবিতা | অন্যরকম সংসার হেলাল হাফিজের কবিতা 

    অন্যরকম সংসার

    এই তো আবার যুদ্ধে যাবার সময় এলো
    আবার আমার যুদ্ধে খেলার সময় হলো
    এবার রানা তোমায় নিয়ে আবার আমি যুদ্ধে যাবো
    এবার যুদ্ধে জয়ী হলে গোলাপ বাগান তৈরী হবে।
     
    হয় তো দু’জন হারিয়ে যাবো ফুরিয়ে যাবো
    তবুও আমি যুদ্ধে যাবো তবু তোমায় যুদ্ধে নেবো
    অন্যরকম সংসারেতে গোলাপ বাগান তৈরী করে
    হারিয়ে যাবো আমরা দু’জন ফুরিয়ে যাবো।
     
    স্বদেশ জুড়ে গোলাপ বাগান তৈরী করে
    লাল গোলাপে রক্ত রেখে গোলাপ কাঁটায় আগুন রেখে
    আমরা দু’জন হয় তো রানা মিশেই যাবো মাটির সাথে।
     
    মাটির সথে মিশে গিয়ে জৈবসারে গাছ বাড়াবো
    ফুল ফোটাবো, গোলাপ গোলাপ স্বদেশ হবে
    তোমার আমার জৈবসারে। তুমি আমি থাকবো তখন
    অনেক দূরে অন্ধকারে, অন্যরকম সংসারেতে।


    অস্ত্র সমর্পণ কবিতা | অস্ত্র সমর্পণ হাফিজের কবিতা

    অস্ত্র সমর্পণ

    মারণাস্ত্র মনে রেখো ভালোবাসা তোমার আমার।
    নয় মাস বন্ধু বলে জেনেছি তোমাকে, কেবল তোমাকে।
    বিরোধী নিধন শেষে কতোদিন অকারণে
    তাঁবুর ভেতরে ঢুকে দেখেছি তোমাকে বারবার কতোবার।
     
    মনে আছে, আমার জ্বালার বুক
    তোমার কঠিন বুকে লাগাতেই গর্জে উঠে তুমি
    বিস্ফোরণে প্রকম্পিত করতে আকাশ, আমাদের ভালবাসা
    মুহূর্তেই লুফে নিত অত্যাচারী শত্রুর নি:শ্বাস।
     
    মনে পড়ে তোমার কঠিন নলে তন্দ্রাতুর কপালের
    মধ্যভাগ রেখে, বুকে রেখে হাত
    কেটে গেছে আমাদের জঙ্গলের কতো কালো রাত!
    মনে আছে, মনে রেখো
    আমাদের সেই সব প্রেম-ইতিহাস।
     
    অথচ তোমাকে আজ সেই আমি কারাগারে
    সমর্পণ করে, ফিরে যাচ্ছি ঘরে
    মানুষকে ভালোবাসা ভালোবাসি বলে।
     
    যদি কোনোদিন আসে আবার দুর্দিন,
    যেদিন ফুরাবে প্রেম অথবা হবে না প্রেম মানুষে মানুষে
    ভেঙে সেই কালো কারাগার
    আবার প্রণয় হবে মারণাস্ত্র তোমার আমার।

    আমার কী এসে যাবে কবিতা | আমার কী এসে যাবে হেলাল হাফিজের কবিতা 

    আমার কী এসে যাবে

    আমি কি নিজেই কোন দূর দ্বীপবাসী এক আলাদা মানুষ?
    নাকি বাধ্যতামূলক আজ আমার প্রস্থান,
    তবে কি বিজয়ী হবে সভ্যতার অশ্লীল স্লোগান?
     
    আমি তো গিয়েছি জেনে প্রণয়ের দারুণ আকালে
    নীল নীল বনভূমি ভেতরে জন্মালে
    কেউ কেউ চলে যায়, চলে যেতে হয়
    অবলীলাক্রমে কেউ বেছে নেয় পৃথক প্লাবন,
    কেউ কেউ এইভাবে চলে যায় বুকে নিয়ে ব্যাকুল আগুন।
     
    আমার কী এসে যাবে, কিছু মৌল ব্যবধান ভালোবেসে
    জীবন উড়ালে একা প্রিয়তম দ্বীপের উদ্দেশ্যে।
     
    নষ্ট লগ্ন গেলে তুমিই তো দীর্ঘশ্বাস ছেড়ে
    সুকঠিন কংক্রিটে জীবনের বাকি পথ হেঁটে যেতে যেতে
    বারবার থেমে যাবে জানি
    ‘আমি’ ভেবে একে-তাকে দেখে।
    তুমিই তো অসময়ে অন্ধকারে
    অন্তরের আরতির ঘৃতের আগুনে পুড়বে নির্জনে।
     
    আমাকে পাবে না খুঁজে, কেঁদে-কেটে, মামুলী ফাল্‌গুনে।

    তোমাকেই চাই কবিতা | তোমাকেই চাই হেলাল হাফিজের কবিতা

    তোমাকেই চাই

    আমি এখন অন্য মানুষ ভিন্ন ভাবে কথা বলি
    কথার ভেতর অকথিত অনেক কথা জড়িয়ে ফেলি
    এবং চলি পথ বেপথে যখন তখন।
     
    আমি এখন ভিন্ন মানুষ অন্যভাবে কথা বলি
    কথার ভেতর অনেক কথা লুকিয়ে ফেলি,
    কথার সাথে আমার এখন তুমুল খেলা
    উপযুক্ত সংযোজনে জীর্ণ-শীর্ণ শব্দমালা
    ব্যঞ্জনা পায় আমার হাতে অবলীলায়,
    ঠিক জানি না পারস্পরিক খেলাধূলায়
    কখন কে যে কাকে খেলায়।
     
    অপুষ্টিতে নষ্ট প্রাচীন প্রেমের কথা যত্রতত্র কীর্তন আমার
    মাঝে মধ্যে প্রণয় বিহীন সভ্যতাকে কচি প্রেমের পত্র লিখি
    যেমন লেখে বয়ঃসন্ধি-কালের মানুষ নিশীথ জেগে।
     
    আমি এখন অন্য মানুষ ভিন্নভাবে চোখ তুলে চাই
    খুব আলাদা ভাবে তাকাই
    জন্মাবধি জলের যুগল কলস দেখাই,
    ভেতরে এক তৃতীয় চোখ রঞ্জনালোয় কর্মরত
    সব কিছু সে সঠিকভাবে সবটা দেখে এবং দারুণ প্রণয় কাতর।
     
    আমি এখন আমার ভেতর অন্য মানুষ গঠন করে সংগঠিত,
    বীর্যবান এক ভিন্ন গোলাপ এখন কসম খুব প্রয়োজন।



    Tag: হেলাল হাফিজের শ্রেষ্ঠ কবিতা, হেলাল হাফিজের কবিতা, হেলাল হাফিজের কবিতা সমগ্র, অনির্ণীত নারী কবিতা, অনির্ণীত নারী হেলাল হাফিজের কবিতা , অন্যরকম সংসার কবিতা, অন্যরকম সংসার হেলাল হাফিজের কবিতা, অস্ত্র সমর্পণ কবিতা, অস্ত্র সমর্পণ হাফিজের কবিতা, আমার কী এসে যাবে কবিতা,  আমার কী এসে যাবে হেলাল হাফিজের কবিতা, তোমাকেই চাই কবিতা, তোমাকেই চাই হেলাল হাফিজের কবিতা, 

    Post a Comment

    0Comments

    প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

    Post a Comment (0)