নির্মলেন্দু গুণের কবিতা সমগ্র | Nirmalendu goon poem

Educational help
0

 

নির্মলেন্দু গুণের শ্রেষ্ঠ কবিতা, নির্মলেন্দু গুণের কবিতা, নির্মলেন্দু গুণের কবিতা সমগ্র, এবারই প্রথম তুমি কবিতা, এবারই প্রথম তুমি নির্মলেন্দু গুণের কবিতা, আমি বিষ খাচ্ছি অনন্ত কবিতা, আমি বিষ খাচ্ছি অনন্ত নির্মলেন্দু গুণের কবিতা,

    নির্মলেন্দু গুণের শ্রেষ্ঠ কবিতা | নির্মলেন্দু গুণের কবিতা

    টাইম অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু । প্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই ? আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম নির্মলেন্দু গুণের শ্রেষ্ট কবিতানির্মলেন্দু গুণের কবিতা, । আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

    এবারই প্রথম তুমি কবিতা | এবারই প্রথম তুমি নির্মলেন্দু গুণের কবিতা


    ভুলে যাও তুমি পূর্বেও ছিলে মনে করাে এই বিশ্ব নিখিলে এবারই প্রথম তুমি।

    এর আগে তুমি কোথাও ছিলে না ছিলে না আকাশে, নদী জলে ঘাসে ছিলে না পাথরে ঝর্ণার পাশে। এবারই প্রথম তুমি।

    এর আগে তুমি কিছুতে ছিলে না। ফুলেও ছিলে না, ফলেও ছিলে না নাকে মুখে চোখে চুলেও ছিলে না। এবারই প্রথম তুমি।

    এর আগে তুমি এখানে ছিলে না এর আগে তুমি সেখানে ছিলে না এর আগে তুমি কোথাও ছিলে না। এবারই প্রথম তুমি।ঈ

    রাতের পুণ্য লগনে ছিলে না নীল নবঘন গগনে ছিলে না। এবারই প্রথম তুমি।

    এর আগে তুমি তুমিও ছিলে না।

    আমি বিষ খাচ্ছি অনন্ত কবিতা | আমি বিষ খাচ্ছি অনন্ত নির্মলেন্দু গুণের কবিতা

    - আমি বিষ খাচ্ছি, অনন্ত

    আমি বিষ খাচ্ছি অনন্ত, আমি বিষ খাচ্ছি।

    তুই একটু অপেক্ষা কর।

    বাইরে এমন চাদ, এমন জ্যোৎস্না,

    তাের বুঝি ভালাে লাগছে না,

    কী যে ভালাে লাগছে আমার!

    অনন্ত, তুই তার কিছুই জানলি নে,

    কিচ্ছু জানলি নে। বড় সুখ, বড় ব্যথা ।তুই যে ফিরতে বলিস,

    কোথা যাবি?

    ঘর কোথা? কোথা পাবি এরকম

    পল্লবিত বিষের ভান্ডার?

    কোথাও পাবিনা।চলে যাসনে অনন্ত, শােণ, এই দ্যাখ

    আর মাত্র একটি গেলাস...

    আর মাত্র একটি চুমুক।

    এ-চুমুকে নেশা হবে, তারপর,তারপর,

    আমরা দু'জনে মিলে ফিরে যাবাে।

    সত্যি ফিরে যাবাে ।ঘরে বুঝি খুব শান্তি? খুব ভালােবাসা?

    সেই ভালাে, একটু তাড়াতাড়ি পা চালা,

    অনন্ত, একটু তাড়াতাড়ি চল...



    Tag: নির্মলেন্দু গুণের শ্রেষ্ঠ কবিতা, নির্মলেন্দু গুণের কবিতা, নির্মলেন্দু গুণের কবিতা সমগ্র, এবারই প্রথম তুমি কবিতা, এবারই প্রথম তুমি নির্মলেন্দু গুণের কবিতা, আমি বিষ খাচ্ছি অনন্ত কবিতা, আমি বিষ খাচ্ছি অনন্ত নির্মলেন্দু গুণের কবিতা, 

    Post a Comment

    0Comments

    প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

    Post a Comment (0)