কামিনী রায়ের কবিতা সমগ্র | Kamini Roy poem

Educational help
0

 

কামিনী রায়ের শ্রেষ্ঠ কবিতা, কামিনী রায়ের কবিতা, কামিনী রায়ের কবিতা সমগ্র, পাছে লোকে কিছু বলে কবিতা, পাছে লোকে কিছু বলে কামিনী রায়ের কবিতা , কত ভালবাসি কবিতা, কত ভালোবাসি কামিনী রায়ের কবিতা, এরা যদি জানে কবিতা, এরা যদি জানে কামিনী রায়ের কবিতা,

কামিনী রায়ের শ্রেষ্ঠ কবিতা | কামিনী রায়ের কবিতা

টাইম অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু । প্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই ? আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম কামিনী রায়ের শ্রেষ্ট কবিতাকামিনী রায়ের কবিতা, । আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

    পাছে লোকে কিছু বলে কবিতা | পাছে লোকে কিছু বলে কামিনী রায়ের কবিতা 

    করিতে পারি না কাজ

    সদা ভয় সদা লাজ

    সংশয়ে সংকল্প সদা টলে,-

    পাছে লোকে কিছু বলে।

    আড়ালে আড়ালে থাকি

    নীরবে আপনা ঢাকি,

    সম্মুখে চরণ নাহি চলে

    পাছে লোকে কিছু বলে।

    হৃদয়ে বুদবুদ মত

    উঠে চিন্তা শুভ্র কত,

    মিশে যায় হৃদয়ের তলে,

    পাছে লোকে কিছু বলে।

    কাঁদে প্রাণ যবে আঁখি

    সযতনে শুকায়ে রাখি;-

    নিরমল নয়নের জলে,

    পাছে লোকে কিছু বলে।

    একটি স্নেহের কথা

    প্রশমিতে পারে ব্যথা,-

    চলে যাই উপেক্ষার ছলে,

    পাছে লোকে কিছু বলে।

    মহৎ উদ্দেশ্য যবে,

    এক সাথে মিলে সবে,

    পারি না মিলিতে সেই দলে,

    পাছে লোকে কিছু বলে।

    বিধাতা দেছেন প্রাণ

    থাকি সদা ম্রিয়মাণ;

    শক্তি মরে ভীতির কবলে,

    পাছে লোকে কিছু বলে।

    সংকলিত

    কত ভালবাসি কবিতা | কত ভালোবাসি কামিনী রায়ের কবিতা

    জড়ায়ে মায়ের গলা শিশু কহে আসি,-

    “মা, তোমারে কত ভালোবাসি!”

    “কত ভালবাস ধন?” জননী শুধায়।

    “এ-ত।” বলি দুই হাত প্রসারি’ দেখায়।

    “তুমি মা আমারে ভালবাস কতখানি?”

    মা বলেন “মাপ তার আমি নাহি জানি।”

    “তবু কতখানি, বল।”

    “যতখানি ধরে

    তোমার মায়ের বুকে।”

    “নহে তার পরে?”

    “তার বাড়া ভালবাসা পারি না বাসিতে।”

    “আমি পারি।” বলে শিশু হাসিতে হাসিতে!

    সংকলিত

    স্মৃতিচিহ্ন কবিতা | স্মৃতিচিহ্ন কামিনী রায়ের কবিতা

    ওরা ভেবেছিল মনে আপনার নাম

    মনোহর হর্ম্মরূপে বিশাল অক্ষরে

    ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে

    রেখে যাবে ! মূঢ় ওরা, ব্যর্থ মনস্কাম।

    প্রস্তর খসিয়াছে ভূমে প্রস্তরের পরে,

    চারিদিকে ভগ্নস্তূপ, তাহাদের তলে

    লুপ্ত স্মৃতি ; শুষ্ক তৃণ কাল-নদী-জলে

    ভেসে যায় নামগুলি, কেবা রক্ষা করে!

    মানব হৃদয় ভুমি করি অধিকার,

    করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন,

    দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল

    প্রস্তরের এত বোঝা জড় করিবার ;

    তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন

    কাল স্রোতে ধৌত নাম নিত্যসমুজ্জ্বল।

    সংকলিত

    এরা যদি জানে কবিতা | এরা যদি জানে কামিনী রায়ের কবিতা 

    এদেরও তো গড়েছেন নিজে ভগবান্ ,

    নবরূপে দিয়েছেন চেতনা ও প্রাণ ;

    সুখে দুঃখে হাঁসে কাঁদে স্নেহে প্রেমে গৃহ বাঁধে

    বিধে শল্যসম হৃদে ঘৃণা অপমান,

    জীবন্ত মানুষ এরা মায়ের সন্তান।।

    এরা যদি আপনারে শেখে সম্মানিতে,

    এরা দেশ-ভক্ত রূপে জন্মভূমি-হিতে

    মরণে মানিবে ধর্ম বাক্য নহে — দিবে কর্ম ;

    আলস্য বিলাস আজো ইহাদের চিতে

    পারেনি বাঁধিতে বাসা, পথ ভুলাইতে ।।

    এরা হতে পারে দ্বিজ—যদি এরা জানে,

    এরা কি সভয় সরি’ রহে ব্যবধানে ?

    এরা হতে পারে ,বীর, এরা দিতে পারে শির,

    জননীর, ভগিনীর, পত্নীর সম্মানে,

    ভবিষ্যের মঙ্গলের স্বপনে ও ধ্যানে ।

    এরা যদি জানে।।

    উচ্চ কূলে জন্ম ব’লে কত দিন আর

    ভাই বিপ্র রবে তব এই অহংকার ?

    কৃতান্ত সে কুলীনের রাখে না তো মান,

    তার কাছে দ্বিজ শূদ্র পারীয়া সমান ।

    তার স্পর্শে যেই দিন পঞ্চভূতে দেহ লীন

    বাহ্মণে চণ্ডালে রহে কত ব্যবধান ?

    সংকলিত


    Tag: কামিনী রায়ের শ্রেষ্ঠ কবিতা, কামিনী রায়ের কবিতা, কামিনী রায়ের কবিতা সমগ্র, পাছে লোকে কিছু বলে কবিতা, পাছে লোকে কিছু বলে কামিনী রায়ের কবিতা , কত ভালবাসি কবিতা, কত ভালোবাসি কামিনী রায়ের কবিতা, এরা যদি জানে কবিতা, এরা যদি জানে কামিনী রায়ের কবিতা, 

    Post a Comment

    0Comments

    প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

    Post a Comment (0)