মাইকেল মধুসূদন দত্তের কবিতা সমগ্র | Michael madhusudan dutta poem - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

মাইকেল মধুসূদন দত্তের কবিতা সমগ্র | Michael madhusudan dutta poem

 

মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কবিতা, মাইকেল মধুসূদন দত্তের কবিতা, মাইকেল মধুসূদন দত্তের কবিতা সমগ্র, বঙ্গভূমির প্রতি কবিতা, বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের কবিতা, কবি-মাতৃভাষা কবিতা, কবি মাতৃভাষা মাইকেল মধুসূদন দত্তের কবিতা, কপোতাক্ষ নদ কবিতা, কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের কবিতা, যশের মন্দির কবিতা, যশের মন্দির মাইকেল মধুসূদন দত্তের কবিতা,

    মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কবিতা | মাইকেল মধুসূদন দত্তের কবিতা

    টাইম অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু । প্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই ? আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ট কবিতামাইকেল মধুসূদন দত্তের কবিতা, । আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

    বঙ্গভূমির প্রতি কবিতা | বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের কবিতা

    “My native Land, Good Night!” – Byron

    রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে

    সাধিতে মনের সাধ,

    ঘটে যদি পরমাদ,

    মধুহীন করো না গো তব মনঃকোকনদে।

    প্রবাসে দৈবের বশে,

    জীব-তারা যদি খসে

    এ দেহ-আকাশ হতে, – খেদ নাহি তাহে।

    জন্মিলে মরিতে হবে,

    অমর কে কোথা কবে,

    চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?

    কিন্তু যদি রাখ মনে,

    নাহি, মা, ডরি শমনে;

    মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে!

    সেই ধন্য নরকুলে,

    লোকে যারে নাহি ভুলে,

    মনের মন্দিরে সদা সেবে সর্ব্বজন; –

    কিন্তু কোন্ গুণ আছে,

    যাচিব যে তব কাছে,

    হেন অমরতা আমি, কহ, গো, শ্যামা জন্মদে!

    তবে যদি দয়া কর,

    ভুল দোষ, গুণ ধর,

    অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে! –

    ফুটি যেন স্মৃতি-জলে,

    মানসে, মা, যথা ফলে

    মধুময় তামরস কি বসন্ত, কি শরদে!

    সংকলিত

    কবি-মাতৃভাষা কবিতা | কবি মাতৃভাষা মাইকেল মধুসূদন দত্তের কবিতা

    নিজাগারে ছিল মোর অমূল্য রতন

    অগণ্য; তা সবে আমি অবহেলা করি,

    অর্থলোভে দেশে দেশে করিনু ভ্রমণ,

    বন্দরে বন্দরে যথা বাণিজ্যের তরী।

    কাটাইনু কত কাল সুখ পরিহরি,

    এই ব্রতে, যথা তপোবনে তপোধন,

    অশন, শয়ন ত্যজে, ইষ্টদেবে স্মরি,

    তাঁহার সেবায় সদা সঁপি কায় মন।

    বঙ্গকূল-লক্ষ্মী মোরে নিশার স্বপনে

    কহিলা – “হে বৎস, দেখি তোমার ভকতি,

    সুপ্রসন্ন তব প্রতি দেবী সরস্বতী।

    নিজ গৃহে ধন তব, তবে কি কারণে

    ভিখারী তুমি হে আজি, কহ ধন-পতি?

    কেন নিরানন্দ তুমি আনন্দ সদনে?

    সংকলিত

    কপোতাক্ষ নদ কবিতা | কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের কবিতা

    সতত, হে নদ তুমি পড় মোর মনে

    সতত তোমার কথা ভাবি এ বিরলে।

    সতত যেমনি লোক নিশার স্বপনে

    শোনে মায়া যন্ত্র ধ্বনি তব কলকলে

    জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে।

    বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে

    কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে

    দুগ্ধস্রোতরূপি তুমি মাতৃভূমি স্তনে।

    আর কি হে হবে দেখা যত দিন যাবে

    প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে

    বারি রূপ কর তুমি এ মিনতি গাবে

    বঙ্গজ জনের কানে সখে-সখারিতে।

    নাম তার এ প্রবাসে মজি প্রেমভাবে

    লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে।

    সংকলিত

    যশের মন্দির কবিতা | যশের মন্দির মাইকেল মধুসূদন দত্তের কবিতা

    সুবর্ণ‐দেউল আমি দেখিনু স্বপনে

    অতি‐তুঙ্গ শৃঙ্গ শিরে! সে শৃঙ্গের তলে,

    বড় অপ্রশস্ত সিঁড়ি গড়া মায়া‐বলে,

    বহুবিধ রোধে রুদ্ধ উর্দ্ধগামী জনে!

    তবুও উঠিতে তথা— সে দুর্গম স্থলে—

    করিছে কঠোর চেষ্টা কষ্ট সহি মনে

    বহু প্রাণী। বহু প্রাণী কাঁদিছে বিকেলে,

    না পারি লভিতে যত্নে সে রত্ন‐ভবনে।

    ব্যথিল হৃদয় মোর দেখি তা সবারে।—

    শিয়রে দাঁড়ায়ে পরে কহিলা ভারতী,

    মৃদু হাসি; “ওরে বাছা, না দিলে শকতি

    আমি, ও দেউলে কার সাধ্য উঠিবারে?

    যশের মন্দির ওই; ওথা যার গতি,

    অশক্ত আপনি যম ছুঁইতে রে তারে!”

    সংকলিত


    Tag: মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কবিতা, মাইকেল মধুসূদন দত্তের কবিতা, মাইকেল মধুসূদন দত্তের কবিতা সমগ্র, বঙ্গভূমির প্রতি কবিতা, বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের কবিতা, কবি-মাতৃভাষা কবিতা, কবি মাতৃভাষা মাইকেল মধুসূদন দত্তের কবিতা, কপোতাক্ষ নদ কবিতা, কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের কবিতা, যশের মন্দির কবিতা, যশের মন্দির মাইকেল মধুসূদন দত্তের কবিতা, 

    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url

     আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com