বাংলাদেশেই তৈরী হবে করোনা ভ্যাক্সিন- প্রানী দেহে ভ্যাক্সিন এর কার্যক্ষমতা শত ভাগ দাবি গ্লোব -বায়টিক লিমিটেড এর চেয়ারম্যান এর

Admin
0

প্রানীর উপর সফলতার দাবি,
           এবার মানব দেহে ক্লিনিক্যাল  ট্রায়াল।

মহামারী করোনা ভাইরাস ৬ মাস পার করেছে সংক্রমণ ও  মৃত্যুর ভয়ানক পরিস্থিতি  সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ সহ গোটা পৃথিবী।

এই সময় করোনা ভাইরাসের ভেক্সিন আবিষ্কারের দাবি করেছেন বাংলাদেশীয়  প্রতিষ্ঠান গ্লোব -বায়টিক লিমিটেড।

রাজধানীতে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা জানান,
প্রথম ধাপে তিনটি খরগোশের শরীরে এই ভেক্সিন প্রয়োগ করে এন্টিবডি পাওয়া গেছে বলে দাবি কিরেছেন এই প্রতিষ্ঠান টি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আরও একবার প্রানী দেহে ভেক্সিন টি প্রয়োগের পর, মানব দেহে ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে।
এর জন্য ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে বলে জানান তারা,

সেজন্য যথাযথ কর্তৃকপক্ষের কাছে অনুমতি চাওয়া হবে।
করোনা ভাইরাসের ভেক্সিনের কার্যকারীতা পরিক্ষার জন্য সরকারের সার্বাধিক সহযোগীতা কামোনা করেছেন গ্লোব -বায়টিক লিমিটেড  প্রতিষ্ঠান টি।

টাইম অফ বিডি/ আরিয়াত জাহান মরিয়ম

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)