করোনা নমুনা সংগ্রহে অনিয়ম হচ্ছে বলে অনেকের দাবী - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

করোনা নমুনা সংগ্রহে অনিয়ম হচ্ছে বলে অনেকের দাবী

করোনা নমুনা সংগ্রহে অনিয়ম হচ্ছে বলে অনেকের দাবী

কভিড ১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের বিড়ম্বনার শিকারে জানান রোগী তার খুব্ধ প্রতিক্রিয়া।
করোনা উপসর্গ আর মানুষিক  অস্থিরতার মধ্যে কভিড পরীক্ষা করাতে এসে দীর্ঘ সুদ্রিতা ও অব্যবস্থাপনার কারনে অধিকাংশ সেবা প্রত্তাশির বিস্তর অভিযোগ।

নমুনা দেয়ার পরেও নির্ধারিত সময়ে ফলাফল না পেয়ে
অভিযোগ করে।
পরপর ৩ বার লিখিত অভিযোগ  দিয়েও কাজ হয়নি উলটো বিড়ম্বনার শিকার হয়েছেন অনেকেই।

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে,
আগে ২০০ জনের নমুনা পরীক্ষা করা হলেও সম্প্রতি সেই সংখ্যা নেমে এসেছে ৫০ এ।
শুক্রবার সকালে নমুনা সংগ্রহের জন্য ৪০ জন যে টোকেন দিলেও
৩৪ জনের নমুনা নিয়েই নমুনা সংগ্রহ বন্ধ করে দেয় কর্তৃকপক্ষ।

এ ঘটনায় নমুনা দিতে আসা এক রোগী
প্রতিবাদ জানালে,
তার উপর চরাউ হন কর্তব্যরত আনসার সদস্যরা।
 ঘটনার ছবি তুলতে গেলে তাকেও নাজেহাল করা হয়, ভেঙে ফেলা হয়
চিত্র সাংবাদিক এর কেমেরার ফিল্টার।

তবে পুলিশের দাবি বাকবিতণ্ডা হলেও সেটা মিটমাট করে দিয়েছেন তারা
অপর দিকে
দায়ি দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুসিয়ারি দিয়েছেন  হাসপাতাল
কর্তৃকপক্ষ।

সেবা প্রত্তাশিত দের অভিযোগ,  না না ধরোনের বিড়ম্বনার  শিকার হতে হয় তাদের।

টাইম অফ বিডি /আরিয়াত জাহান মরিয়ম
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com