শুদ্ধ সালাম | সালামের জবাব

Govt Education Blog
0

 শুদ্ধ সালাম 

শুদ্ধ সালাম | সালামের জবাব

শুদ্ধ সালাম, প্রিয় পাঠক আজকে আপনাদের জানাবো শুদ্ধ সালাম সম্পর্কে। আশা করি আর্টিকেল টি সম্পূর্ণ পড়বেন। 

'আসসালামু আলাইকুম’-এর অর্থ কী? আপনার জানতে চাওয়া কাঙ্খিত উত্তরটি এক কথায় দিয়ে শেষ করা যায়, তা হল:- "আস-সালামু আলাইকুম" আরবি (اَلسَّلَامُ عَلَيْكُمْ) এর অর্থ হল:- "আপনার ওপর শান্তি বর্ষিত হোক"। আর সালামের পূর্নাঙ্গ বাক্যাংশটি হলো "আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু" (ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ) এর বাংলা অর্থ হল:- আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।

সালামের জবাব

"ওয়ালাইকুমুস-সালাম" আরবি ( وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ) যার অর্থ "আপনার উপর ও শান্তি বর্ষিত হোক" শুধুমাত্র এতটুকু বললেই সালামের জবাব দেয়া হয়ে যাবে, কিন্তু "ওয়া-আলাইকুমুস সালাম ওয়া-রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু" আরবি (وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ) অর্থ "আপনার উপর ও শান্তি এবং আল্লাহর করুণা ও নিয়ামতসমূহ বর্ষিত হোক" বললে সালামের জবাবটা পরিপূর্ণরুপে প্রদান করা হয়।

Tags: শুদ্ধ সালাম, সালামের জবাব

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)