শুদ্ধ কুরআন তেলাওয়াত | সূরা ফাতিহা শুদ্ধ উচ্চারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

শুদ্ধ কুরআন তেলাওয়াত | সূরা ফাতিহা শুদ্ধ উচ্চারণ

     শুদ্ধ কুরআন তেলাওয়াত

    শুদ্ধ কুরআন তেলাওয়াত

    আল-কোরআন এসেছে বিশ্ব মানবতাকে সঠিক পথের সন্ধান দেয়ার জন্য।
    আল্লাহ তায়ালা বলেছেন, ‘রমজান মাসে, কোরআন নাযিল করা হয়েছে যাতে মানুষের হিদায়াতস্বরূপ এবং সুস্পষ্ট নিদের্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে।’
    (সূরা আল-বাকারা-১৮৫)
    ★হিদায়াতের এই কিতাব আল-কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। (আল-হাদিস)
    শুদ্ধ কুরআন তেলাওয়াত এজন্য খুব জরুরী শুদ্ধ কোরআন তেলওয়াত ছাড়া নামাজ সহীহ হয় না।

    সূরা ফাতিহা শুদ্ধ উচ্চারণ

    সূরা ফাতিহা শুদ্ধ উচ্চারণ

    সূরা ফাতিহা শুদ্ধ উচ্চারণ আপনাদের জন্য দিলাম। যাদের প্রয়োজন আমাদের ওয়েবসাইট হতে দেখে নিতে পারেন। 

    আল-ফাতিহা

    بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

    উচ্চারণ : বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।

    অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

    الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

    উচ্চারণ : আলহামদু লিল্লাহি রব্বিল আ -লামি-ন।

    অনুবাদ : যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

    الرَّحْمَٰنِ الرَّحِيمِ

    উচ্চারণ : আররহমা-নির রাহি-ম।

    অনুবাদ : যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।

    مَالِكِ يَوْمِ الدِّينِ

    উচ্চারণ : মা-লিকি ইয়াওমিদ্দি-ন।

    অনুবাদ : বিচার দিনের একমাত্র অধিপতি।

    إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

    উচ্চারণ : ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন

    অনুবাদ : আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

    اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

    উচ্চারণ : ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম

    অনুবাদ : আমাদের সরল পথ দেখাও।

    صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

    উচ্চারণ : সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।

    অনুবাদ : সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে

    Tags: শুদ্ধ কুরআন তেলাওয়াত,সূরা ফাতিহা শুদ্ধ উচ্চারণ

    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url