কৃমির ঔষধের নাম কি পার্শপ্রতিক্রিয়া কি | Krimir osudher name ki side effects ki

Monjurul Hasan Manik
0


    কৃমির ঔষধের নাম | কৃমির ঔষধ এর নাম কি

    আসসালামুআলাইকুম। আশাকরি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। timeofbd.com এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

    আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কৃমির ঔষধের নাম কি। তাই আজ আমরা আমরা আপনাদের মাঝে ব্যাথার ঔষধ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করবো।

    কৃমির ওষধু | কৃমির ঔষধের নাম কি

    ☠️☠️ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষুধ গ্রহন করবেন না। ☠️☠️


    প্রিয় পাঠক-পাঠিকাবৃন্দ এখানে আমরা আপনাদের ঔষধ বা রোগের ঔষধগুলোর ব্যাপারে প্রাথমিক ধারণা দিচ্ছি। আপনার মূল সমস্যা জানার জন্য অবশ্যই আপনাকে রেজিস্টার চিকিৎসকের কাছে যেতে হবে। রোগ সম্পর্কে সম্পূর্ন না জেনে শুধুমাত্র সাইট থেকে প্রাথমিক ধারণা নিয়ে কোনো ঔষধ গ্রহন করে আপনার শারীরিক কোনো সমস্যা হলে timeofbd.com এর কোনো অ্যাডমিন দায়ী নয়। 


    কৃমির ওষুধের নাম কি

    ওষুধের নামঃ কৃমির ওষুধ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। স্কুল বা কলেজে যে কৃমির ওষুধ গুলো দেওয়া হয় অথবা সরকারি হাসপাতালে কিংবা সরকারি ফার্মেসিতে কৃমির ওষুধ গুলো দেওয়া হয় সেগুলো সরকারি কৃমির ওষুধ বলে আমরা জানি। এই কৃমির ঔষধগুলো রেজিস্টার্ড ডাক্তারদের প্রেসক্রিপশন কিংবা ব্যবহার করতে দেয়ার অনুমতি দেওয়া নেই। এগুলো আপনি শুধুমাত্র সরকারি হাসপাতাল বা ফার্মেসিতে পেয়ে যাবেন। আর প্রতিবছর সরকার এগুলো স্কুল-কলেজে ফ্রি দিয়ে থাকে। আপনি সেখান থেকে এগুলো পেয়ে যাবেন।

    আর আপনি যদি ফার্মাসিউটিক্যালস কৃমির ওষুধ সেবন করতে চান তাহলে ফার্মাসিউটিক্যালস কৃমির ওষুধের গ্রুপ হল আলবেনডাজল। আপনি আলবেনডাজল জাতীয়  ওষুধ কৃমির জন্য ব্যবহার করতে পারেন। আলবেনডাজল জাতীয় ওষুধ সাধারণত দুইটি ফরম্যাটে পাওয়া যায়। আলবেনডাজল সাসপেনশন এবং আলবেনডাজল ট্যাবলেট। আলবেনডাজল সাসপেনশন 2-12 বছরের শিশুদের জন্য। আলবেনডাজল ট্যাববলেট 12 বছরের অধিক বয়সিরা সেবন করতে পারেন। আলবেনডাজল একটি চুষে খাওয়ার ট্যাবলেট।

    পার্শপ্রতিক্রিয়াঃ আলবেনডাজল জাতীয় ঔষধ সেবনের ফলে হালকা 
    মাথাব্যাথা ও হজমের গোলযোগ দেখা দিতে পারে। তাই আলবেনডাজল জাতীয় ওষুধ কোন কিছু খাবার কমপক্ষে 1 ঘণ্টা পরে সেবন করা উচিত এবং ওষুধ সেবন করার পর কমপক্ষে 1 ঘন্টা পর্যন্ত কিছু খাওয়া যাবে না।

    যাদের ক্ষেত্রে গ্রহন করা যাবেনাঃ গর্ভাবস্থায় অতিরিক্ত সমস্যা না হলে আলবেনডাজল জাতীয় ওষুধ সেবন না করাই ভালো। যাদের আলবেনডাজল জাতীয় ঔষধের কোন উপাদানের প্রতি শারীরিক সংবেদনশীলতা রয়েছে তারা এ ধরনের ওষুধ সেবন থেকে বিরত থাকুন।

    ট্যাগঃ কৃমির ঔষধ, কৃমির ঔষধ এর নাম, কৃমির ওষধু, কৃমির ঔষধের নাম কি, কৃমির ওষুধের নাম কি।

    Post a Comment

    0Comments

    প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

    Post a Comment (0)