প্রােটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন | জেনেটিক কোড বলতে কী বুঝ | ঝিল্লিবদ্ধ ও ঝিল্লিবিহীন অণুর নাম লিখ | নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন

Safwan Alam
0

 
প্রােটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় | জেনেটিক কোড বলতে কী বুঝ | ঝিল্লিবদ্ধ ও ঝিল্লিবিহীন অণুর নাম লিখ |   নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন

প্রােটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন


উত্তর : কোষের অভ্যন্তরে স্বচ্ছ , আঠালাে এবং জেলির ন্যায় অর্ধতরল , কলয়ডাল ধৰ্মী সজীব পদার্থকে প্রােটোপ্লাজম বলে । প্রােটোপ্লাজমই কোষের তথা দেহের সকল মৌলিক কার্যাদি সম্পন্ন করে থাকে । এজন্যই প্রােটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় । 

জেনেটিক কোড বলতে কী বুঝ 

উত্তর : কোড অর্থ হলাে গােপন সংকেত বা গােপন বার্তা । আমরা জানি যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য এক বংশধর থেকে পরবর্তী বংশ ধরে স্থানান্তরিত হয় । এক ধরনের কোড তথা গােপন সংকেতের মাধ্যমে বৈশিষ্ট্যের এই স্থানান্তর ঘটে থাকে । জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোডকে বলা হয় জেনেটিক কোড । DNA তে এই কোড অবস্থিত । 

 ঝিল্লিবদ্ধ ও ঝিল্লিবিহীন অণুর নাম লিখ 

উত্তর : ঝিল্লিবম্ব ও ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলাের নাম নিচে দেওয়া হলাে ঝিল্লিবম্ব অঙ্গাণু : মাইটোকন্ড্রিয়া , প্লাস্টিড , গলজিবস্তু , ভেসিকল , ন মসৃণ ও অমৃসণ এন্ডােপ্লাজমিক রেটিকুলাম , সিলিয়া ও ফ্লাজেলা , লাইসােসােম ইত্যাদি । ঝিল্লিবিহীন অঙ্গাণু : রাইবােজোম , মাইক্রোটিউবিউল , মাইক্রোফিলামেন্ট , সেন্ট্রিওল ( প্রাণীকোষ ) ইত্যাদি 


নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন 


উত্তর : নিউক্লিয়াস কোষের যাবতীয় কার্যাবলি যেমন , কোষের গঠনগত ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণ , RNA ও রাইবােজোম গঠন , প্রােটিন সংশ্লেষণ , বংশগতির স্থানান্তর , বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক ক্রোমােসােম ধারণ , কোষ বিভাজনে অংশ গ্রহণ সবই নিয়ন্ত্রণ করে । তাই জীবকোষের সার্বিক কার্য সম্পাদনে জড়িত বলে নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলে ।

টাগ: প্রােটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় | জেনেটিক কোড বলতে কী বুঝ,ঝিল্লিবদ্ধ ও ঝিল্লিবিহীন অণুর নাম লিখ,নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)