সবলের পরিচয় আত্মপ্রসারে আর দুর্বলের স্বস্তি আত্মগােপনে ভাব সম্প্রসারণ | সবলের পরিচয় আত্মপ্রসারে আর দুর্বলের স্বস্তি আত্মগােপনে | ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

সবলের পরিচয় আত্মপ্রসারে আর দুর্বলের স্বস্তি আত্মগােপনে ভাব সম্প্রসারণ | সবলের পরিচয় আত্মপ্রসারে আর দুর্বলের স্বস্তি আত্মগােপনে | ভাবসম্প্রসারণ

 সবলের পরিচয় আত্মপ্রসারে আর দুর্বলের স্বস্তি আত্মগােপনে 

সবলের পরিচয় আত্মপ্রসারে আর দুর্বলের স্বস্তি আত্মগােপনে ভাব সম্প্রসারণ | সবলের পরিচয় আত্মপ্রসারে আর দুর্বলের স্বস্তি আত্মগােপনে | ভাবসম্প্রসারণ

ভাব - সম্প্রসারণ : মানবজীবন কণ্টকাকীর্ণ । চলার পথ ফুলে ফুলে আস্তীর্ণ নয় ; বরং তা উপল বিছানাে । সে পথে চলতে হবে আত্মপ্রত্যয় নিয়ে যে অপরাগতার দোহাই দেয় সে বস্তুত জীবন থেকে আত্মগােপন করে । মানবজীবনের প্রতি পদে রয়েছে বাধা । এ বাধা অতিক্রম করার চেষ্টা এবং অতিক্রম করার নামই সংগ্রাম । মনােবিজ্ঞানী ফ্রয়েড বলেছেন , “ মানব জীবনের দুটি দিক , একটি হচ্ছে মানুষ স্বভাবতই ভােগবাদী , অপরটি হচ্ছে মানুষ স্বভাবতই অস্তিবাদী । ” এই অস্তিত্ব রক্ষার সংগ্রামই হলাে জীবনসংগ্রাম । যারা মনে এবং দেহে সবল , যারা আত্মপ্রত্যয়ী , আত্মপ্রতিষ্ঠায় চড়েছে হিমালয় পর্বতে , পাড়ি দিয়েছে মহাসাগর , হাত বাড়িয়েছে মহাশূন্যে তারাইতাে প্রকৃত সংগ্রামী । জমি কর্ষণ আর অন্ধকার অভ্যন্তরের কয়লা খনি থেকে শুরু করে পারমাণবিক চুল্লিতে যাদের অক্লান্ত পরিশ্রম তারাই মানুষ , তারাই সংগ্রামী যিনি সবল তিনি আত্মপ্রকাশ করেন তার এই সংগ্রাম দিয়ে । আর যারা দুর্বল , ভীরু , কাপুরুষ তারা থাকে আত্মগােপন করে । তারা সংগ্রামের পথ বেছে নিতে ভয় পায় , পৃথিবীর যেকোনাে বাধাই তাদের কাছে বিভীষিকাময় । তারা তাদের অস্তিত্ব রক্ষার্থেও ভিতু । যে কারণে তাদের সাফল্য জীবন থেকে দূরে সরে যায় । এ জগতে জীবনসংগ্রামের রণতূর্য বাজিয়ে যারা আপন ভাগ্যকে নিজের আয়ত্তে অধিকার করেছেন তারা আজ সকলের কাছে বরেণ্য । উদাহরণ হিসেবে যাদের নাম করা যায় তাঁরা হলেন— কাজী নজরুল ইসলাম , নেতাজি সুভাষ বসু , ম্যাক্সিম গাের্কি কামাল আতাতুর্ক প্রমুখ ব্যক্তিবর্গ । এরকম হাজারাে গুণীর কথা উল্লেখ করা যেতে পারে । যারা আছেন আমাদের অগ্রপথিক হয়ে , আর যার ইতিহাসের পাতায় নেই , তাঁরা আছেন আমাদের হৃদয়ের পাতায় । সাম্যের কবি নজরুল বলেছেন “ গাহি তাহাদের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান । শ্রম - কিণাঙ্ক - কঠিন যাদের নির্দয় মুঠি - তলে এস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে । ” পক্ষান্তরে , দুর্বল ব্যক্তি মনে করে আত্মগােপনের মাধ্যমে তার কাঙ্ক্ষিত মুক্তি আসবে ; অথচ তা আসার নয় । কারণ মুক্তি তপস্যার ফল ; তা আপন হাতে ছিনিয়ে আনতে হয় । তাদের ভীরু মানসিকতা তাদের পিছিয়ে রাখে । ফলে তারা কাঙ্ক্ষিত সাফল্য লাভে ব্যর্থ হয় ; জীবন থেকে পালাতে গিয়ে জীবন থেকে অকালেই ঝরে যায় । সুতরাং মানবজীবন হতে হবে আত্মপ্রত্যয়ী , বলিষ্ঠ , শ্রমােন্মুখ । কঠিন সংগ্রামে যারা জীবনকে মুঠিতলে নিয়ে এগিয়ে যান বীরদর্পে তারা অমর হয়ে এ পৃথিবীতে বেঁচে থাকেন । বেঁচে থাকেন মানুষের হৃদয়ে । বস্তুত মানবজীবন সংগ্রামের জীবন । এ সংগ্রামের মাধ্যমেই সে আত্মপ্রতিষ্ঠা পায় ; নিজের অস্তিত্বকে করে অক্ষয় - অব্যয় । আর জীবন থেকে পালানাের ইচ্ছা যাদের তারা দুর্বল ; তারা ধুকে ধুকে মরে সর্বত্র । অতএব জীবনের প্রত্যয় হতে হবে সংগ্রাম । এই সংগ্রামই মানুষকে বাঁচিয়ে রাখে ।
টাগ: সবলের পরিচয় আত্মপ্রসারে আর দুর্বলের স্বস্তি আত্মগােপনে ভাব সম্প্রসারণ,সবলের পরিচয় আত্মপ্রসারে আর দুর্বলের স্বস্তি আত্মগােপনে, ভাবসম্প্রসারণ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com