ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড় ভাবসম্প্রসারণ | ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড় | ভাবসম্প্রসারণ


 ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড় ভাবসম্প্রসারণ 

ভাব - সম্প্রসারণ : যার ধন - দৌলত আছে তিনি ধনী । কিন্তু ধনীর যদি মন ছােট হয় তাহলে সে ধনী হয়েও প্রকৃত মানুষ বলে গণ্য হবে না । যে ব্যক্তির মন উদার ও প্রশস্ত তিনিই প্রকৃত মানুষ । পার্থিব ঐশ্বর্যের অধিকারীকে সাধারণ মানুষের ওপর সাময়িক আধিপত্য বিস্তারের সুযােগ দেয় বটে , কিন্তু তা কখন থাকে । আবার অনেকেই তাকে মানুষ না বলে , পশু বলে আখ্যা দিয়ে থাকে । কিন্তু যেসব ব্যক্তি জ্ঞানী , প্রতিভাবান , চরিত্রবান এবং পবিত্র হৃদয়ের অধিকারী তাঁদের দেখলে মানুষের মাথা আপনিই নত হয়ে আসে এবং তাঁদের অন্তর অপূর্ব ভক্তিরসে সিক্ত হয়ে যায় । এসব মহৎ ব্যক্তি কখনাে মানুষের কাছে সমাদর প্রত্যাশা করেন না , কিন্তু মানুষ তাঁদের ভক্তি ও সমাদর করে এবং চিরকাল তাদের স্মরণ করে থাকে । তাই মরেও তারা এ জড় পৃথিবীতে অমর হয়ে থাকেন । পক্ষান্তরে , ঐশ্বর্যশালীর সমাদর ক্ষণস্থায়ী । মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে তার নাম চিরতরে লুপ্ত হয়ে যায় । নিজের আত্মীয়স্বজনরাও কখনাে তাদের মনের রাজ্যে তাকে আর ঠাই দিয়ে রাখে না । মরার সঙ্গে সঙ্গে তাদের নামেরও মৃত্যু হয় । আবার কেউ যদি পার্থিব ধন ঐশ্বর্যের অধিকারী হয়েও তা মানবকল্যাণে ব্যয় না করে , তাহলে তাকে বলতে হবে সে নিতান্তই ছােট মনের অধিকারী । তার দ্বারা সমাজ , দেশ ও জাতির কোনাে কল্যাণ হতে পারে না । তাই জীবদ্দশায় যেমন তাকে কেউ ভালােবাসে না , তেমনি মৃত্যুর পরও কেউ তাকে স্মরণ করে না । সুতরাং ধনসম্পত্তি , অর্থকড়ি যার আছে সে বড় নয় । তার চেয়ে বরং যে বড় মনের অধিকারী সেই আসল মানুষ । বড় মনের মানুষ ভালােবাসে । উদারভাবে , সুন্দরভাবে এবং সে ভালােবাসা নির্মল ও পবিত্র । কেবল ধন - দৌলতের মাপকাঠিতে কোনাে মানুষকে বিচার করা যায় না । দেখতে হবে ধনী ব্যক্তিটির মন কিরূপ— তার মন প্রশস্ত এবং উদার কিনা ? যদি এ ধনী ব্যক্তির মন ছােট হয় তাহলে সে প্রকৃতপক্ষে মানুষের পর্যায়ে পড়ে । পক্ষান্তরে , যে ব্যক্তির প্রচুর ধন - সম্পদ নেই , কিন্তু মন প্রশস্ত তিনিই প্রকৃত মানুষ ।

টাগ: ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড় ভাবসম্প্রসারণ, ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড়, ভাবসম্প্রসারণ