ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড় ভাবসম্প্রসারণ | ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড় | ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড় ভাবসম্প্রসারণ | ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড় | ভাবসম্প্রসারণ


 ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড় ভাবসম্প্রসারণ 

ভাব - সম্প্রসারণ : যার ধন - দৌলত আছে তিনি ধনী । কিন্তু ধনীর যদি মন ছােট হয় তাহলে সে ধনী হয়েও প্রকৃত মানুষ বলে গণ্য হবে না । যে ব্যক্তির মন উদার ও প্রশস্ত তিনিই প্রকৃত মানুষ । পার্থিব ঐশ্বর্যের অধিকারীকে সাধারণ মানুষের ওপর সাময়িক আধিপত্য বিস্তারের সুযােগ দেয় বটে , কিন্তু তা কখন থাকে । আবার অনেকেই তাকে মানুষ না বলে , পশু বলে আখ্যা দিয়ে থাকে । কিন্তু যেসব ব্যক্তি জ্ঞানী , প্রতিভাবান , চরিত্রবান এবং পবিত্র হৃদয়ের অধিকারী তাঁদের দেখলে মানুষের মাথা আপনিই নত হয়ে আসে এবং তাঁদের অন্তর অপূর্ব ভক্তিরসে সিক্ত হয়ে যায় । এসব মহৎ ব্যক্তি কখনাে মানুষের কাছে সমাদর প্রত্যাশা করেন না , কিন্তু মানুষ তাঁদের ভক্তি ও সমাদর করে এবং চিরকাল তাদের স্মরণ করে থাকে । তাই মরেও তারা এ জড় পৃথিবীতে অমর হয়ে থাকেন । পক্ষান্তরে , ঐশ্বর্যশালীর সমাদর ক্ষণস্থায়ী । মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে তার নাম চিরতরে লুপ্ত হয়ে যায় । নিজের আত্মীয়স্বজনরাও কখনাে তাদের মনের রাজ্যে তাকে আর ঠাই দিয়ে রাখে না । মরার সঙ্গে সঙ্গে তাদের নামেরও মৃত্যু হয় । আবার কেউ যদি পার্থিব ধন ঐশ্বর্যের অধিকারী হয়েও তা মানবকল্যাণে ব্যয় না করে , তাহলে তাকে বলতে হবে সে নিতান্তই ছােট মনের অধিকারী । তার দ্বারা সমাজ , দেশ ও জাতির কোনাে কল্যাণ হতে পারে না । তাই জীবদ্দশায় যেমন তাকে কেউ ভালােবাসে না , তেমনি মৃত্যুর পরও কেউ তাকে স্মরণ করে না । সুতরাং ধনসম্পত্তি , অর্থকড়ি যার আছে সে বড় নয় । তার চেয়ে বরং যে বড় মনের অধিকারী সেই আসল মানুষ । বড় মনের মানুষ ভালােবাসে । উদারভাবে , সুন্দরভাবে এবং সে ভালােবাসা নির্মল ও পবিত্র । কেবল ধন - দৌলতের মাপকাঠিতে কোনাে মানুষকে বিচার করা যায় না । দেখতে হবে ধনী ব্যক্তিটির মন কিরূপ— তার মন প্রশস্ত এবং উদার কিনা ? যদি এ ধনী ব্যক্তির মন ছােট হয় তাহলে সে প্রকৃতপক্ষে মানুষের পর্যায়ে পড়ে । পক্ষান্তরে , যে ব্যক্তির প্রচুর ধন - সম্পদ নেই , কিন্তু মন প্রশস্ত তিনিই প্রকৃত মানুষ ।

টাগ: ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড় ভাবসম্প্রসারণ, ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড়, ভাবসম্প্রসারণ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com