ইন্টারকাইনেসিস বলতে কী বুঝ | ক্রসিংওভার কিভাবে বৈচিত্র্য সৃষ্টি করে | মাইটোসিস ও মিয়ােসিস কোষ বিভাজন কোথায় ঘটে

Safwan Alam
0

 
ইন্টারকাইনেসিস বলতে কী বুঝ | ক্রসিংওভার কিভাবে বৈচিত্র্য সৃষ্টি করে | মাইটোসিস ও মিয়ােসিস কোষ বিভাজন কোথায় ঘটে

ইন্টারকাইনেসিস বলতে কী বুঝ 

 উত্তর : মিয়ােসিস বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তী সময়কে ইন্টারকাইনেসিস বলা হয় । এ সময় প্রয়ােজনীয় RNA , প্রােটিন সংশ্লেষিত হয় । তবে DNA এর প্রতিলিপি সৃষ্টি হয় না । 

 ক্রসিংওভার কিভাবে বৈচিত্র্য সৃষ্টি করে  


উত্তর : মিয়ােসিস কোষ বিভাজনের প্রথম প্রােফেজে একজোড়া হােমােলােগাস ক্রোমােসােমের দুটি নন - সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে তাকে ক্রসিংওভার বলে । ক্রসিংওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়ের ফলে জিনের বিনিময় ঘটে । এতে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যেরও পরিবর্তন ঘটে ফলে জীবজগতে জীবের মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয় । 

মাইটোসিস ও মিয়ােসিস কোষ বিভাজন কোথায় ঘটে

 উত্তর : মাইটোসিস ঘটে উন্নত নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে । উদ্ভিদের বর্ধনশীল অংশ এ প্রক্রিয়ায় বিভাজিত হয় । প্রাণীর স্নায়ুকোষ ব্যতীত সকল দেহকোষও এ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে থাকে । অপরদিকে মায়ােসিস ঘটে নিম্নশ্রেণির জীবের জাইগােটে এবং উচ্চ শ্রেণির জীবের জনন মাতৃকোষে । 

টাগঃ ইন্টারকাইনেসিস বলতে কী বুঝ, ক্রসিংওভার কিভাবে বৈচিত্র্য সৃষ্টি করে, মাইটোসিস ও মিয়ােসিস কোষ বিভাজন কোথায় ঘটে

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)