সমস্ত পাথর হলে মহামূল্য মণি মণির কদর কিছু হত না কখনি ভাবসম্প্রসারণ | সমস্ত পাথর হলে মহামূল্য মণি মণি ভাবসম্প্রসারণ | সমস্ত পাথর হলে মহামূল্য মণি মণির কদর কিছু হত না কখনি

সমস্ত পাথর হলে মহামূল্য মণি মণির কদর কিছু হত না কখনি ভাবসম্প্রসারণ | সমস্ত পাথর হলে মহামূল্য মণি মণি ভাবসম্প্রসারণ | সমস্ত পাথর হলে মহামূল্য মণি মণির কদর কিছু হত না কখনি

 

সমস্ত পাথর হলে মহামূল্য মণি

 মণির কদর কিছু হত না কখনি 

ভাব - সম্প্রসারণ : আমাদের কাছে যা কিছু মহামূল্যবান তা যদি সহজলভ্য এবং পরিমাণে যথেষ্ট হতাে , তাহলে সেগুলাের কদর থাকত না । মণিমুক্তা অতি মূল্যবান ধাতব পদার্থস্বরূপ মানব সংসারে চিহ্নিত । এ জাতীয় পাথরের দুর্লভতা ও ব্যতিক্রমী বৈশিষ্ট্যই এদেরকে সমুজ্জ্বল করে তােলে সবার মাঝে । সহজলভ্য নয় বলেই অন্যান্য পাথর থেকে এদের কদর এত বেশি । অন্যভাবে বলা যায় , পৃথিবীর সব পাথরই যদি মণিমুক্তা হতাে , তবে এর মতাে কদরও থাকত না । ভালাে - মন্দ , সুখ - দুঃখ নিয়েই এ পৃথিবী । সমগ্র দুঃখের উপস্থিতি মানবমনে সুখের মহিমার উপলব্ধি জাগায় , তেমনি সাধারণের মাঝে গুণী প্রতিভাধরের কদর আলাদাভাবে অনুভূত হয় । প্রতিভা মনের মাঝে উৎকৃষ্টভাবে উন্মােচিত এমন গুণী মানুষের সংখ্যা জগতে অপরিমেয় নয় বলেই তারা আমাদের কাছে এত শ্রদ্ধেয় । স্বকীয়তা আর কিছুটা দুর্লভতাই মানুষের মাঝে তাদের ভাবমূর্তিতে এ শ্রদ্ধার উৎস বলে চিহ্নিত । দেশ , সমাজের প্রতিটি ক্ষেত্রেই দুর্লভ এবং দুষ্প্রাপ্য বস্তুর মূল্য ও কদর শুধু এ কারণেই । বৈচিত্র্যময় পৃথিবীতে সব মানুষের অধিকার নীতিগতভাবে সমান হলেও আন্তরিক পরিশ্রমের ফলে একজন মানুষ আত্মিক শক্তির বিকাশ ঘটিয়ে অর্জন করে নিতে পারে স্বকীয়তা ; যা পরবর্তীতে জগতের চিরাচরিত নিয়মেই তাঁকে করে তােলে সাধারণের মাঝে অসাধারণ । আর এ নিয়ম মানব সাধারণেরই তৈরি যারা এখনও অর্জন করতে পারেনি দুর্লভতার স্পর্শ অথবা যাদের অবস্থান স্বকীয়তা অর্জনের সাধনার পথে কর্মক্লান্ত পথিকরূপে । মণিকে আমরা কদর করি কেননা সেটি দুর্লভ , বৈচিত্র্যময় এবং অসাধারণ গুণাবলির অধিকারী । কদর পাওয়ার জন্য মানুষকে করতে হয় অসাধ্য সাধন , মহৎ কর্ম ; হতে হয় মহৎ গুণাবলির অধিকারী ।

টাগ: সমস্ত পাথর হলে মহামূল্য মণি মণির কদর কিছু হত না কখনি ভাবসম্প্রসারণ, সমস্ত পাথর হলে মহামূল্য মণি মণি ভাবসম্প্রসারণ, সমস্ত পাথর হলে মহামূল্য মণি মণির কদর কিছু হত না কখনি