সাহিত্য জাতির দর্পণস্বরূপ | সাহিত্য জাতির দর্পণস্বরূপ ভাবসম্প্রসারণ | ভাবসম্প্রসারণ

সাহিত্য জাতির দর্পণস্বরূপ |  সাহিত্য জাতির দর্পণস্বরূপ ভাবসম্প্রসারণ | ভাবসম্প্রসারণ

 সাহিত্য জাতির দর্পণস্বরূপ 

ভাব - সম্প্রসারণ : মানুষ , জাতি তথা সভ্যতার বিকাশে সর্বাপেক্ষা অবদান সাহিত্যের । সাহিত্যের মধ্যেই প্রতিফলিত হয় জাতির সংস্কৃতি , সময় সভ্যতা । যে জাতির সাহিত্য যত বেশি সমূদ্ধ , সে জাতি তত উন্নত । কারণ সাহিত্য জাতির প্রতিনিধিত্ব করে । সাহিত্য একটি জাতির জীবনে , কথা বলে । সাহিত্য জীবনেরই প্রতিচ্ছবি । একটি জাতি কী , তা তার সাহিত্য - সংস্কৃতিই বলে দেয় । সাহিত্যই হচ্ছে একটি জাতির জীবনসঙ্গ । দলিল । সাহিত্যই জাতীয় জীবনের প্রতিচ্ছবি । সাহিত্য যেহেতু জীবনের কথা বলে , সুতরাং আগে জীবন , তারপর সাহিত্য । সাহিত্য কেবল একটি জাতির বর্তমান চিন্তা - ভাবনাকেই চিত্রায়িত কত না ; বরং সাহিত্য একটি জাতির অতীত , বর্তমান ও ভবিষ্যৎকেও উচ্চারণ করে । প্রত্যেক জাতির চাওয়া - পাওয়া , তাদের প্রত্যাশা , গড়ে ওঠা , হে ওঠার রূপায়ণের দায়িত্ব পড়ে সে জাতির কবি - সাহিত্যিকদের ওপর । তারা নানাভাবে শিল্পসম্মতভাবে তাদের দায়িত্ব পালন করে থাকেন । সাহিত্য বলতে আমরা সমাজে মানুষের সুখ - দুঃখ , প্রীতি - বিশ্বাস , ন্যায় - নিষ্ঠা ইত্যাদির বাস্তব রূপায়ণ বুঝি , যা দেশ - জাতির হৃদয়ের কথা বলে । সে ধরনের সাহিত্য যে দেশে যত শক্তিশালী , সে জাতির জীবনবােধ তত গভীর । পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যের দিকে তাকালে আমরা দেখতে পাই যে , সে সাহিত্যে উচ্চকিত হয়েছে জাতির মুক্তি ও প্রগতির বার্তা । সাহিত্যে থাকে জাতীয় জীবনের ঐতিহ্য , সংস্কৃতি , বীরত্ব ও সভ্যতার আভাস সাহিত্যে জাতীয় জীবনের অতীত ঐতিহ্য , বর্তমান সংকট এবং ভবিষ্যৎ প্রত্যাশার রূপায়ণ থাকে বিধায় সাহিত্যই জাতীয় জীবনের দর্পণ , যার মাঝে খুঁজে পাওয়া যায় জাতির সর্বসত্তাকে । সাহিত্যের মধ্যেই নিহিত সমাজের বাস্তব প্রতিরূপ । আর সাহিত্য পাঠের মাধ্যমেই সব বিষয়ে ধারণা পাওয়া সম্ভব । কেননা সবকিছুকে ধারণ করতে পারে একমাত্র সাহিত্য ।

টাগ: সাহিত্য জাতির দর্পণস্বরূপ |  সাহিত্য জাতির দর্পণস্বরূপ ভাবসম্প্রসারণ | ভাবসম্প্রসারণ