মঙ্গল করিবার শক্তিই ধন বিলাস ধন নহে | মঙ্গল করিবার শক্তিই ধন বিলাস ধন নহে ভাবসম্প্রসারণ | ভাবসম্প্রসারণ

Safwan Alam
0

মঙ্গল করিবার শক্তিই ধন বিলাস ধন নহে | মঙ্গল করিবার শক্তিই ধন বিলাস ধন নহে ভাবসম্প্রসারণ | ভাবসম্প্রসারণ

মঙ্গল করিবার শক্তিই ধন বিলাস ধন নহে

ভাব - সম্প্রসারণ : প্রচুর সম্পদের অধিকারী হয়ে বিলাসী  জীবন যাপন করলেই ধনের অধিকারী বলে গণ্য হওয়া যায় না । পরােপকার , অন্যের মঙ্গল করার ও সাহস যার আছে সেই প্রকৃত ধনের অধিকারী । মানুষ ধনার্জন করে , সম্পদের পাহাড় গড়ে তােলে , কিন্তু ধনের প্রকৃত তাৎপর্য সে জানে না । সাধারণভাবে বলা যায় , যে ধন - সম্পদ সকলের সুখ - স্বাচ্ছন্দ্যে লাগে সে ধনই প্রকৃত সম্পদ । যা বিলাস - ব্যসনে ব্যয়িত হয় , অন্যের বা সমাজের উন্নয়নে লাগে না সে ধনের কোনাে মূল্য নেই । ধনের সার্থকতা এর সদ্ব্যবহারে । কিন্তু দেখা যায় , সমাজের অধিকাংশ ধনী ব্যক্তিই বিলাসিতায় গা ভাসিয়ে দিয়ে অর্থ ব্যয় করে থাকে । ফলে বিপুল পরিমাণে অপব্যবহার ও অপব্যয় হচ্ছে ধনের । ধনের সত্যিকার মূল্যায়ন হবে তখনই যখন তা জনসাধারণের কল্যাণ সাধনে ব্যয় হবে । সমাজে অর্থ উপার্জন অনেকেই করে । সেই অর্থ বিলাস - ব্যসনে ব্যয়ও করে থাকে । প্রকৃতপক্ষে তা অর্থের অপব্যবহার মাত্র । বিলাসিতায় ব্যয়িত সুখ বিশেষ খেয়াল চরিতার্থ করে বটে , কিন্তু এর দ্বারা বিন্দুমাত্র পরােপকার সাধিত হয় না । ধন দুস্থ মানবতার সেবায় , জ্ঞান - বিজ্ঞানের প্রসারতা সম্বনে , জগতে মঙ্গল করার শক্তি জোগায় । মঙ্গল করার শক্তির উৎস হিসেবে ধনের প্রয়ােজন অপরিহার্য । শুধু নিজের আরাম - আয়েশের জন্য বা অন্য কোনাে বিশেষ খেয়াল চরিতার্থ করার জন্য অর্থ ব্যয় করলে তা নিছক স্বার্থপরতা ছাড়া কিছুই নয় । কাজেই মানুষের মঙ্গলের জন্য ব্যয়িত অর্থই যথার্থ ধন । তবে প্রকৃত অর্থে সম্পদকে সুপরিকল্পিতভাবে সমাজের ও অর্থহীনদের জন্য ব্যয় করা খুবই কঠিন ; অর্থ উপার্জন যত সহজ , সদ্ব্যবহার তত সহজ নয় । তাই বলা হয়- “ মঙ্গল করিবার শক্তিই ধন , বিলাস ধন নহে । ” অপরের মঙ্গল কামনা না করলে , অপরের বিপদে সাহায্য না করলে সে প্রকৃত সম্পদের অহংকার করতে পারে না ; বরং অর্থ তার জন্য অনর্থ ডেকে আনতে পারে ।
টাগ: মঙ্গল করিবার শক্তিই ধন বিলাস ধন নহে, মঙ্গল করিবার শক্তিই ধন বিলাস ধন নহে ভাবসম্প্রসারণ, ভাবসম্প্রসারণ

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)