আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য ভাবসম্প্রসারণ | আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য | ভাবসম্প্রসারণ

 
আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য  ভাবসম্প্রসারণ | আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য | ভাবসম্প্রসারণ

আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য

 ভাবসম্প্রসারণ : শিক্ষার প্রকৃত উদ্দেশ্যই হলাে আত্মশক্তি অর্জন করা । আত্মশক্তি অর্জন করা প্রতিটা মানুষের কর্তব্য । যে ব্যক্তির কোনাে আত্মশক্তি নেই সে পরনির্ভরশীল । মানুষের বিভিন্ন মানবীয় ও মহৎ গুণাবলির মধ্যে আত্মশক্তি অন্যতম । কেউ আত্মশক্তিকে যথাযথভাবে ব্যবহার করতে পারে , আবার কেউ পারে না । আত্মশক্তির বলে মানুষ নিজের শক্তির ওপর নির্ভরশীল হয়ে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে ও কাজকর্ম করতে পারে । আত্মশক্তি না থাকলে মানুষ নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে । তখন সামান্য কাজেও তাকে অন্যের সাহায্যের অপেক্ষায় বসে থাকতে হয় । আত্মশক্তি মানুষের মাঝে গুপ্তধনের মতােই অজ্ঞাতভাবে থাকে । আত্মশক্তি মানুষের একটি সুপ্ত প্রতিভা । শিক্ষার মাধ্যমেই এটা একজন মানুষের অন্তরে পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে । যে শিক্ষা মানুষকে তার আত্মপ্রত্যয়ে উজ্জীবিত করে না , সে শিক্ষা প্রকৃত শিক্ষা নয় । কারণ শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে মানুষের এ সুপ্ত প্রতিভাকে পরিপূর্ণভাবে বিকশিত করা । শিক্ষা মানুষকে আত্মবিশ্বাস প্রসারে সাহায্য করে । আত্মবিশ্বাস আত্মশক্তিরই নামান্তর । মানুষকে সুন্দর , সমৃদ্ধ ও সুখী জীবন লাভ করার জন্য অনেক দুঃখ - কষ্ট সহ্য করতে হয় , অনেক বাধা অতিক্রম করতে হয় এবং অনেক প্রতিকূল অবস্থার সঙ্গে সংগ্রাম করতে হয় । আত্মশক্তি না থাকলে মানুষ এ সংগ্রামে বিজয়ী হতে পারে না । আত্মশক্তি দ্বারা মানুষ নিজের দোষ - গুণ , ভালাে - মন্দ বুঝতে পারে । নিজের ক্ষমতা সম্বন্ধে আস্থাশীল হয় ; জীবনের চরম ও পরম সত্য লাভ করতে সমর্থ হয় । নিজেকে বুঝতে , শিখতে এবং প্রয়ােজনীয় ব্যবস্থা নিতে পারে । শিক্ষা জীবনকে সুন্দর , সুচারু এবং আত্মনির্ভরশীলরূপে গড়ে তােলে । এতে জীবন সার্থক হয় । হাদিসে আছে , “ যে শিক্ষা গ্রহণ করে , তার মৃত্যু নেই । ” মূলকথা হলাে , মানুষকে আত্মশক্তি অর্জন করতে হলে শিক্ষিত হতে হবে , শিক্ষা গ্রহণ করতে হবে । সুতরাং শিক্ষার মাধ্যমে মানুষ যাতে আত্মবিশ্বাসে বলীয়ান হয় সেদিকে লক্ষ রাখা প্রয়ােজন । আর নিজেকে জানা , নিজের ক্ষমতা - অক্ষমতা , নিজের শক্তি - দুর্বলতা সম্বন্ধে সম্যক উপলব্ধি করতে পারা শিক্ষার উদ্দেশ্য । আত্মশক্তি মানুষের একটি সুপ্ত প্রতিভা , শিক্ষার মাধ্যমে প্রতিটি মানুষের অন্তরে যাতে আত্মশক্তি বিকশিত হয় সে ব্যবস্থা করা প্রয়ােজন । কারণ আত্মশক্তিহীন মানুষ পরমুখাপেক্ষী , যা কাম্য নয় ।

টাগ: আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য  ভাবসম্প্রসারণ, আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্যউদ্দেশ্যে, ভাবসম্প্রসারণ