স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন | স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ভাবসম্প্রসারণ | ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন | স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ভাবসম্প্রসারণ | ভাবসম্প্রসারণ

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন | স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ভাবসম্প্রসারণ | ভাবসম্প্রসারণ

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন
 

ভাব - সম্প্রসারণ : স্বাধীনতা একক ও ঐক্যবদ্ধ মানবিক সত্তা , যা কোনােকিছুর সাথে তুলনীয় নয় । তাই জাতীয় জীবনে স্বাধীনতা অর্জন করা এক অবিস্মরণীয় ঘটনা । কিন্তু অর্জিত এই স্বাধীনতা যথার্থ ও সুসংবদ্ধভাবে রক্ষা করা অত্যন্ত কঠিন । কেননা স্বাধীনতা রক্ষা করতে পারা মানে টিনে থাকা এবং বিজয়ী হওয়া , যা আরও বেশি কষ্টকর , শ্রমসাপেক্ষ ও ত্যাগসাপেক্ষ অর্থাৎ কঠোর সাধনার বিষয় । স্বাধীনতা অর্জনের জন্য দেশের মানুষ তথা জাতিকে দীর্ঘকাল আন্দোলন ও সংগ্রাম করতে হয় । পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ আধমরা মানুষকে স্বাধীন সুফল সম্পর্কে ধারণা দিয়ে জাগিয়ে তুলতে হয় , স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করতে হয় । অনেক রকম বাধার মুখােমুখি হয়ে প্রতিবাদ ও নিজেদের অধিক আদায়ে আন্দোলন করতে হয় । তাতে দিতে হয় রক্ত , উৎসর্গ করতে হয় জীবন । প্রয়ােজনে যুদ্ধ করে মৃত্যু , ধ্বংস ও ত্যাগের মাধ্যমে অর্জন করতে স্বাধীনতা । স্বাধীনতা অর্জিত হলেই দেশবাসী তথা জাতির দায়িত্ব শেষ হয়ে যায় না । কেননা এর পরই স্বাধীনতা রক্ষার কঠিন দায়িত্ব পালনে আত্মনি =ে করতে হয় । সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমেই সামরিক ও বেসামরিক প্রশাসনে সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি , যা খুবই কঠিন । তারপর পুনর্ব ও পুনর্গঠনের কাজ , যা শ্রমসাপেক্ষ ও কষ্টকর । এর সাথে সক্রিয় হতে হয় উন্নত ও শক্তিশালী দেশগুলাের সমর্থন ও স্বীকৃতি আদায় , অনুদান এবং ঋণসহা = আদায়ের মাধ্যমে দেশগঠনের পরবর্তী ধাপ সফল করার কার্যক্রমে । সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের ভেতরে - বাইরে কিছু শত্রু থাকে । তারা দেশের ভেজা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সক্রিয় হয় । তারা পুনর্গঠন ও উন্নয়ন কাজে বাধার সৃষ্টি করে । নতুন সরকারকে নানা প্রক্রিয়ায় বিব্রত ও বিপর্যস্ত করার । করে । প্রশাসন ও সেনাবাহিনীতে বিদ্রোহ করার উস্কানি দেয় , যাতে স্বাধীন দেশ হিসেবে সেই দেশ ও জাতি দাঁড়াতে না পারে । এসব ক্ষেত্রে ধৈর্যের কার্যকর কৌশল প্রয়ােগ এমনকি শক্তি প্রয়ােগের মাধ্যমে স্বাধীনতা রক্ষা করতে হয় । শত্রুর মােকাবিলা করার পাশাপাশি দেশের নানামুখী উন্নয়নের ধারা কার্যক্রম চালিয়ে যেতে হয় । যাতে স্বাধীনতার সুফল দেশবাসীর কাছে পৌছে এবং তারা আশ্বস্ত হয় । স্বাধীনতা রক্ষা করা এবং স্বাধীনতাকে অর্থবহ করে তােলা একটি দীর্ঘ ঐকান্তিক প্রক্রিয়া । তাতে সরকারের সাথে গােটা জাতির ঐক্যবদ্ধ অং অপরিহার্য । না হলে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন হয়ে পড়বে , তেমনি স্বাধীনতাকে সত্যিকার অর্থে অর্থবহ করে তােলা আরও কঠিন হবে ।

টাগ:স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ভাবসম্প্রসারণ, ভাবসম্প্রসারণ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com