স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন | স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ভাবসম্প্রসারণ | ভাবসম্প্রসারণ

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন | স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ভাবসম্প্রসারণ | ভাবসম্প্রসারণ

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন
 

ভাব - সম্প্রসারণ : স্বাধীনতা একক ও ঐক্যবদ্ধ মানবিক সত্তা , যা কোনােকিছুর সাথে তুলনীয় নয় । তাই জাতীয় জীবনে স্বাধীনতা অর্জন করা এক অবিস্মরণীয় ঘটনা । কিন্তু অর্জিত এই স্বাধীনতা যথার্থ ও সুসংবদ্ধভাবে রক্ষা করা অত্যন্ত কঠিন । কেননা স্বাধীনতা রক্ষা করতে পারা মানে টিনে থাকা এবং বিজয়ী হওয়া , যা আরও বেশি কষ্টকর , শ্রমসাপেক্ষ ও ত্যাগসাপেক্ষ অর্থাৎ কঠোর সাধনার বিষয় । স্বাধীনতা অর্জনের জন্য দেশের মানুষ তথা জাতিকে দীর্ঘকাল আন্দোলন ও সংগ্রাম করতে হয় । পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ আধমরা মানুষকে স্বাধীন সুফল সম্পর্কে ধারণা দিয়ে জাগিয়ে তুলতে হয় , স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করতে হয় । অনেক রকম বাধার মুখােমুখি হয়ে প্রতিবাদ ও নিজেদের অধিক আদায়ে আন্দোলন করতে হয় । তাতে দিতে হয় রক্ত , উৎসর্গ করতে হয় জীবন । প্রয়ােজনে যুদ্ধ করে মৃত্যু , ধ্বংস ও ত্যাগের মাধ্যমে অর্জন করতে স্বাধীনতা । স্বাধীনতা অর্জিত হলেই দেশবাসী তথা জাতির দায়িত্ব শেষ হয়ে যায় না । কেননা এর পরই স্বাধীনতা রক্ষার কঠিন দায়িত্ব পালনে আত্মনি =ে করতে হয় । সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমেই সামরিক ও বেসামরিক প্রশাসনে সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি , যা খুবই কঠিন । তারপর পুনর্ব ও পুনর্গঠনের কাজ , যা শ্রমসাপেক্ষ ও কষ্টকর । এর সাথে সক্রিয় হতে হয় উন্নত ও শক্তিশালী দেশগুলাের সমর্থন ও স্বীকৃতি আদায় , অনুদান এবং ঋণসহা = আদায়ের মাধ্যমে দেশগঠনের পরবর্তী ধাপ সফল করার কার্যক্রমে । সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের ভেতরে - বাইরে কিছু শত্রু থাকে । তারা দেশের ভেজা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সক্রিয় হয় । তারা পুনর্গঠন ও উন্নয়ন কাজে বাধার সৃষ্টি করে । নতুন সরকারকে নানা প্রক্রিয়ায় বিব্রত ও বিপর্যস্ত করার । করে । প্রশাসন ও সেনাবাহিনীতে বিদ্রোহ করার উস্কানি দেয় , যাতে স্বাধীন দেশ হিসেবে সেই দেশ ও জাতি দাঁড়াতে না পারে । এসব ক্ষেত্রে ধৈর্যের কার্যকর কৌশল প্রয়ােগ এমনকি শক্তি প্রয়ােগের মাধ্যমে স্বাধীনতা রক্ষা করতে হয় । শত্রুর মােকাবিলা করার পাশাপাশি দেশের নানামুখী উন্নয়নের ধারা কার্যক্রম চালিয়ে যেতে হয় । যাতে স্বাধীনতার সুফল দেশবাসীর কাছে পৌছে এবং তারা আশ্বস্ত হয় । স্বাধীনতা রক্ষা করা এবং স্বাধীনতাকে অর্থবহ করে তােলা একটি দীর্ঘ ঐকান্তিক প্রক্রিয়া । তাতে সরকারের সাথে গােটা জাতির ঐক্যবদ্ধ অং অপরিহার্য । না হলে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন হয়ে পড়বে , তেমনি স্বাধীনতাকে সত্যিকার অর্থে অর্থবহ করে তােলা আরও কঠিন হবে ।

টাগ:স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ভাবসম্প্রসারণ, ভাবসম্প্রসারণ