জাল কহে পঙ্ক আমি উঠাব না আর জেলে কহে মাছ তবে পাওয়া হবে ভার ভাবসম্প্রসারণ | জাল কহে পঙ্ক আমি উঠাব না আর জেলে কহে মাছ তবে পাওয়া হবে ভার | জাল কহে পঙ্ক আমি উঠাব না আর ভাবসম্প্রসারণ

 
জাল কহে পঙ্ক আমি উঠাব না আর জেলে কহে  মাছ তবে পাওয়া হবে ভার ভাবসম্প্রসারণ | জাল কহে পঙ্ক আমি উঠাব না আর  জেলে কহে  মাছ তবে পাওয়া হবে ভার | জাল কহে পঙ্ক আমি উঠাব না আর   ভাবসম্প্রসারণ

জাল কহে পঙ্ক আমি উঠাব না আর 
  জেলে কহে  মাছ তবে পাওয়া হবে ভার 

 ভাব - সম্প্রসারণ : সাধনা ছাড়া জীবনে কোনাে কিছুরই সফলতা আশা করা ঠিক নয় । উদ্দেশ্য সফল করতে হলে সাধনার প্রয়ােজন । মাছ পানির নিচে বাস করে । মাছ ধরার জন্য জেলে পানির নিচে জাল ফেলে টানতে থাকলে কাদামাটির সঙ্গে মাছ ডাঙ্গায় উঠে আসে । কাদামাটি থেকে মাছ তুলতে জেলেকে অনেক পরিশ্রম করতে হয় । কিন্তু কষ্ট না করলে কোনাে কাজে সফলতা অর্জন হয় না । পানি থেকে মাছ ধরা কষ্টকর , পানির বাধা , পাকের বােঝাকে অতিক্রম করে মাছ ধরা সম্ভবপর হয় । মহৎ সাফল্য সাধনাসাপেক্ষ । সুখ লাভ করতে হলে কষ্টকে বরণ করে নিতে হয় । এ পৃথিবীতে মানুষকে কাজ করে বেঁচে থাকতে হয় । কাজ দ্বারাই মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করে । জীবনের যত সাধ , আশা আকাঙ্ক্ষা , তা পূরণ হয় কাজের মাধ্যমেই । পরিশ্রম ছাড়া কখনাে লক্ষ্য অর্জন সম্ভব নয় । জীবনটাই হচ্ছে সংগ্রাম । প্রতি মুহূর্তে এখানে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় । অস্তিত্বের সংগ্রামে লিপ্ত মানুষ বেঁচে থাকার প্রয়ােজনে কাজ করে যায় । জড়তা জীবন নয় , চলমানতাই জীবন । কাজের মাধ্যমেই জীবনের গতি সঞ্চার হয় । পঙ্ক নির্মূল করতে না পারলে যেমন মাছ পাওয়া যায় না , তেমনি পরিশ্রম ছাড়া কোনাে ফল আশা করা সম্ভব নয় । এ জীবনে বহু ঘাত - প্রতিঘাত , চড়াই - উতরাই আছে । হাসিমুখে আমাদেরকে তা বরণ করে নিতে হবে । কাজের মধ্য দিয়েই পাড়ি দিতে হবে বন্ধুর পথ । দুঃখ , জ্বালা - যন্ত্রণার ভয়ে কেউ যদি অগ্রগমনে গতি হারায় , তাহলে জীবনযুদ্ধে বিজয়ী হওয়া কঠিন । বিজয়ী না হওয়ার মানে আকাঙ্ক্ষিত ফল লাভ না করা । সুতরাং , যেকোনাে কাজ যত কঠিনই হােক বজ্রকঠিন শপথ নিয়ে সংসার রণাঙ্গনে জয়লাভের অপার বাসনায় উদ্বুদ্ধ হতে হবে । তবেই কাঙ্ক্ষিত সম্পদ লাভ সম্ভব হবে ; অন্যথায় নয় । জেলে নদীতে জাল ফেলে মাছ পাওয়ার অভিলাষে ; কিন্তু মাছ পেতে হলে মাছের সাথে পঙ্কও উঠাতে হবে । পঙ্ক ছাড়া জেলে মাছ পাওয়ার আশা করতে পারে না । যদি করে তবে তা বাতুলতা মাত্র । তেমনি সংসারে সফলতা লাভের আকাঙ্ক্ষায় অবশ্যই পরিশ্রম ও সাধনা করা অত্যাবশ্যক , তাকে জেলের মতােই দুঃখ - কষ্টরূপ পঙ্ক নির্মূল করতে হবে । পঙ্ক নির্মূল না করতে পারলে যেমন মাছ পাওয়া যাবে না , বিনা পরিশ্রমে ফললাভ করা যায় না । তাই বলা হয় , কষ্ট না করলে কেষ্ট মেলে না । 

টাগঃ জাল কহে পঙ্ক আমি উঠাব না আর জেলে কহে  মাছ তবে পাওয়া হবে ভার ভাবসম্প্রসারণ, জাল কহে পঙ্ক আমি উঠাব না আর  জেলে কহে  মাছ তবে পাওয়া হবে ভার, জাল কহে পঙ্ক আমি উঠাব না আর   ভাবসম্প্রসারণ