মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ভাবসম্প্রসারণ | মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন | মন্ত্রের সাধন ভাবসম্প্রসারণ

Safwan Alam
0

 
মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ভাবসম্প্রসারণ | মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন | মন্ত্রের সাধন ভাবসম্প্রসারণ

মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন 

ভাব - সম্প্রসারণ : সফলতা অর্জন করতে হলে জীবনে প্রচুর সাধনার প্রয়ােজন । কাক্ষিত লক্ষ্য অর্জন মানবজীবনের প্রধান কাজ । তা সফল করতে হলে অবশ্যই নিজেকে উৎসর্গ করতে হবে । প্রতিটি মানুষই জীবনে অনেক অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে । আশায় বুক বাঁধে এই ভেবে যে , জীবনে সে অনেক বড় হবে , মানুষের মতাে মানুষ হবে । কিন্তু জীবনের চলার পথ বড়ই কণ্টকাকীর্ণ । তাই কোনাে কাজে সফলতা লাভ সহজ ব্যাপার নয় । বন্ধুর পথকে পায়ে ঠেলে দিয়ে সব বাধাবিপত্তিকে অতিক্রম করে প্রতিষ্ঠার সােনালি দুয়ারে পা রাখা সম্ভব । এর জন্য চাই প্রচুর শ্রম , একনিষ্ঠতা , একাগ্রতা । রােগ , শােক , ব্যাধি জীবনীশক্তিকে স্তিমিত করে । লক্ষ্য বাস্তবায়নের জন্য তাই এসবকে ঝেড়ে ফেলতে হবে । দেহ এবং মনকে রাখতে হবে সতত সচল । জীবনে যারা বড় হয়েছে তাদের জীবনী পড়ে আমরা জানতে পারি যে , কঠোর অনুশীলনের মধ্য দিয়েই তারা নিজেদের জীবনকে গড়ে তুলেছেন । কোনাে প্রকার হেঁয়ালিপনা , আলস্য এবং জরাজীর্ণতা তাদেরকে বাধা সৃষ্টি করতে পারেনি । যে আদর্শকে তাঁরা বুকে ধারণ করেছেন সে আদর্শকে নিজেদের জীবনে প্রতিষ্ঠা করার জন্য সর্বময় শক্তি নিয়ােগ করেছেন । নির্ভীক যােদ্ধার মতাে অসীম সাহসে তারা সম্মুখে অগ্রসর হয়েছেন । প্রত্যয়ের দৃপ্ত অঙ্গীকারে বেঁধে নিয়েছেন বুক । পাকাপােক্ত মাঝির মতাে হাল ধরে পাড়ি দিয়েছেন অকূল সমুদ্র । তারা খুঁজে নিয়েছেন সুবর্ণ দ্বীপ । আর যাদের কাজে নিষ্ঠা ও একাগ্রতার অভাব ছিল , যারা বারবার আচ্ছন্ন হয়েছে দ্বিধা - দ্বন্দ্বে , তারা কেউই জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারেনি । তাদের আশা - আকাঙ্ক্ষা , কামনা - বাসনা অপূর্ণই রয়ে গেছে । হা - হুতাশ আর এক বুক দীর্ঘশ্বাস ছাড়া তারা জীবনে আর কিছুই সঞ্জয় করতে পারেনি । জীবনের বেলা শেষে নিয়তির হাতে নিজেদেরকে সমর্পণ করে তারা অসহায়ভাবে জীবন যাপন করছে । কিন্তু এমন জীবন কারও কাম্য হতে পারে না । তাই জীবনে প্রতিষ্ঠিত হতে হলে চাই সুন্দর স্বপ্ন , চাই উঁচু আশা , চাই আত্মবিশ্বাস , চাই ত্যাগ , চাই নিষ্ঠা । কঠোর পরিশ্রমের মাধ্যমেই জীবনকে অনেক সুন্দরময় করে তােলা সম্ভব । প্রতিটি মানুষেরই সুন্দর জীবন , সুন্দর ভবিষ্যৎ একান্ত কাম্য । আর সে ভবিষ্যৎ গড়ার জন্য প্রয়ােজন সুনির্দিষ্ট লক্ষ্য ও কঠোর পরিশ্রম । অনুশীলনই জীবনকে সুন্দর ও আনন্দময় করে তুলতে পারে এবং তা অস্বাভাবিক কিছুই নয় ।

টাগ: মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ভাবসম্প্রসারণ, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, মন্ত্রের সাধন ভাবসম্প্রসারণ 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)