সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেহ কারাে নয় ভাবসম্প্রসারণ | সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেহ কারাে নয় ভাবসম্প্রসারণ | সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় ভাবসম্প্রসারণ

 
সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়  অসময়ে হায় হায় কেহ কারাে নয় ভাবসম্প্রসারণ | সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়  ভাবসম্প্রসারণ

সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় 
অসময়ে হায় হায় কেহ কারাে নয় 

 ভাব - সম্প্রসারণ : সুসময়ে বন্ধুর অভাব হয় না । কিন্তু অসময়ে বন্ধু খুঁজে পাওয়া কঠিন । মানুষ সামাজিক জীব । তাই সে সঙ্গ চায় , মানুষের সাথে মিশে । অন্য লােকজনের সাথে মেশার সময় সে তার চারপাশে বন্ধুর সৃষ্টি করে এবং বন্ধুদের সাথে সুখ - দুঃখ ভাগ করে নেয় । কিছু কিছু লােক আছে যারা স্বার্থপর , শুধুমাত্র নিজেদের সম্পর্কে চিন্তাভাবনা করে । তারা অন্যান্য লােকের সঙ্গে নিজেদের প্রয়ােজনে মেশে । এসব লােক কখনাে সত্যিকারের বন্ধু হতে পারে না । সত্যিকারের বন্ধু তারা , যারা বন্ধুদের সঙ্গে বিপদে - আপদে ও দুঃখের সময় থাকে । একজন সত্যিকারের বন্ধুকে দুর্দিনে মূল্যায়ন করা হয় । সত্যিকারের বন্ধুরা মানুষকে দুঃখে সাহায্য করে । তাকে সান্ত্বনা জোগায় এবং বন্ধুর দুঃখ দূর করতে তাদের সর্বাত্মক সাহায্য করে । কিন্তু ভণ্ড বন্ধুরা বিপদগ্রস্ত মানুষকে একাকী রেখে আত্মগােপন করে । এখানে দুই বন্ধু আর ভাল্লুকের গল্পটা বলা যায় । ভাল্লুক নিকটবর্তী হলে এক বন্ধু লাফিয়ে গাছে ওঠে কিন্তু অপরজন গাছে উঠতে পারে না । কৃত্রিম বন্ধু তাকে বিপদের মধ্যে ফেলে গাছে ওঠে । সময় যখন ভালাে তখন স্বেচ্ছায় বহু লােক ছায়ার মতাে আমাদের পাশে থাকে ; কিন্তু একই ব্যক্তি যার সুসময়ে বন্ধুর অভাব হয় না , সে যখন দুরবস্থায় পতিত হয় , তখন আর বন্ধুদের খুঁজে পাওয়া যায় না । বর্তমানে অধিকাংশ লােক স্বার্থান্ধ , স্বার্থসিদ্ধির জন্য যেকোনাে হীন কাজ করতেও তারা ইতস্তত করে না । তাই প্রকৃত বন্ধু দুর্লভ । প্রকৃত বন্ধু আপদে - বিপদে বন্ধুর চিরসাথি । কোনাে অবস্থাতেই তারা বন্ধুকে বর্জন করতে পারে না । আজকাল বহু লােক নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য সংগতিপন্ন লােকের সঙ্গে বন্ধুর মতাে আচরণ করে থাকে । ন্তুি তারা বসন্তের কোকিল । ঋতুরাজ বসন্তের আগমনে আমরা কোকিলের সাক্ষাৎ লাভ করি । বসন্তকাল চলে গেলে অর্থাৎ শীতের আবির্ভাবে কোকিল তিরােহিত হয়ে যায় । তথাকথিত বন্ধুরাও বসন্তের কোকিল । সংগতিহীন হওয়ার সঙ্গে সঙ্গে তারা বন্ধুর ছায়া মাড়ায় না । বিপদে কষ্টিপাথরে যাচাই করে একে অপরকে বন্ধু বলে গ্রহণ করা উচিত । নতুবা প্রতারিত হতে হবে । অপরের তােষামােদ ও অনুনয় - বিনয়ে ভুলে যাওয়া উচিত নয় ।

Tag:সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়  অসময়ে হায় হায় কেহ কারাে নয় ভাবসম্প্রসারণ, সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়  ভাবসম্প্রসারণ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com