সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেহ কারাে নয় ভাবসম্প্রসারণ | সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় ভাবসম্প্রসারণ

Safwan Alam
0

 
সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়  অসময়ে হায় হায় কেহ কারাে নয় ভাবসম্প্রসারণ | সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়  ভাবসম্প্রসারণ

সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় 
অসময়ে হায় হায় কেহ কারাে নয় 

 ভাব - সম্প্রসারণ : সুসময়ে বন্ধুর অভাব হয় না । কিন্তু অসময়ে বন্ধু খুঁজে পাওয়া কঠিন । মানুষ সামাজিক জীব । তাই সে সঙ্গ চায় , মানুষের সাথে মিশে । অন্য লােকজনের সাথে মেশার সময় সে তার চারপাশে বন্ধুর সৃষ্টি করে এবং বন্ধুদের সাথে সুখ - দুঃখ ভাগ করে নেয় । কিছু কিছু লােক আছে যারা স্বার্থপর , শুধুমাত্র নিজেদের সম্পর্কে চিন্তাভাবনা করে । তারা অন্যান্য লােকের সঙ্গে নিজেদের প্রয়ােজনে মেশে । এসব লােক কখনাে সত্যিকারের বন্ধু হতে পারে না । সত্যিকারের বন্ধু তারা , যারা বন্ধুদের সঙ্গে বিপদে - আপদে ও দুঃখের সময় থাকে । একজন সত্যিকারের বন্ধুকে দুর্দিনে মূল্যায়ন করা হয় । সত্যিকারের বন্ধুরা মানুষকে দুঃখে সাহায্য করে । তাকে সান্ত্বনা জোগায় এবং বন্ধুর দুঃখ দূর করতে তাদের সর্বাত্মক সাহায্য করে । কিন্তু ভণ্ড বন্ধুরা বিপদগ্রস্ত মানুষকে একাকী রেখে আত্মগােপন করে । এখানে দুই বন্ধু আর ভাল্লুকের গল্পটা বলা যায় । ভাল্লুক নিকটবর্তী হলে এক বন্ধু লাফিয়ে গাছে ওঠে কিন্তু অপরজন গাছে উঠতে পারে না । কৃত্রিম বন্ধু তাকে বিপদের মধ্যে ফেলে গাছে ওঠে । সময় যখন ভালাে তখন স্বেচ্ছায় বহু লােক ছায়ার মতাে আমাদের পাশে থাকে ; কিন্তু একই ব্যক্তি যার সুসময়ে বন্ধুর অভাব হয় না , সে যখন দুরবস্থায় পতিত হয় , তখন আর বন্ধুদের খুঁজে পাওয়া যায় না । বর্তমানে অধিকাংশ লােক স্বার্থান্ধ , স্বার্থসিদ্ধির জন্য যেকোনাে হীন কাজ করতেও তারা ইতস্তত করে না । তাই প্রকৃত বন্ধু দুর্লভ । প্রকৃত বন্ধু আপদে - বিপদে বন্ধুর চিরসাথি । কোনাে অবস্থাতেই তারা বন্ধুকে বর্জন করতে পারে না । আজকাল বহু লােক নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য সংগতিপন্ন লােকের সঙ্গে বন্ধুর মতাে আচরণ করে থাকে । ন্তুি তারা বসন্তের কোকিল । ঋতুরাজ বসন্তের আগমনে আমরা কোকিলের সাক্ষাৎ লাভ করি । বসন্তকাল চলে গেলে অর্থাৎ শীতের আবির্ভাবে কোকিল তিরােহিত হয়ে যায় । তথাকথিত বন্ধুরাও বসন্তের কোকিল । সংগতিহীন হওয়ার সঙ্গে সঙ্গে তারা বন্ধুর ছায়া মাড়ায় না । বিপদে কষ্টিপাথরে যাচাই করে একে অপরকে বন্ধু বলে গ্রহণ করা উচিত । নতুবা প্রতারিত হতে হবে । অপরের তােষামােদ ও অনুনয় - বিনয়ে ভুলে যাওয়া উচিত নয় ।

Tag:সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়  অসময়ে হায় হায় কেহ কারাে নয় ভাবসম্প্রসারণ, সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়  ভাবসম্প্রসারণ 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)