নানান দেশের নানান ভাষা ভাবসম্প্রসারণ | নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা ভাবসম্প্রসারণ

নানান দেশের নানান ভাষা ভাবসম্প্রসারণ | নানান দেশের নানান ভাষা  বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা ভাবসম্প্রসারণ

 নানান দেশের নানান ভাষা 
বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা

 ভাব - সম্প্রসারণ : মাতৃভাষা মানুষের জন্মগত অধিকার এবং এ ভাষায় সে সবচেয়ে তৃপ্তি লাভ করে । বিশ্বজুড়ে হাজারাে ভাষা প্রচলিত থাকলেও মায়ের ভাষায় তথা স্বদেশী ভাষায় যে কী তৃপ্তি , কী সুখ তা কেবল উপলব্ধিযােগ্য । আশা - আকাঙ্ক্ষার সঠিক বহিঃপ্রকাশ কেবল মাতৃভাষাতেই সম্ভব । মানুষ চিন্তাশীল প্রাণী । তারা চিন্তাভাবনা অন্যের কাছে পৌঁছে দেয় ভাষার মাধ্যমে । রবীন্দ্রনাথ যাকে বলেছেন , “ আলাে দিয়ে আলাে জ্বালা । এভাবে পূর্ববর্তী মানুষের ভাব ভাবনা ভাষায় লিখিত রূপের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যায় । এভাবেই একের জ্ঞান অন্যে উপলব্ধি করে করে গড়ে তুলেছে সভ্যতা । পৃথিবীতে এক দেশের মানুষের সাথে অন্য দেশের মানুষের চেহারার যেমন পার্থক্য রয়েছে , তেমনি ভাষারও রয়েছে পার্থক্য । নানান ধরনের চেহারার মতাে পৃথিবীতে রয়েছে নানান জাতির মানুষের নানান ভাষা । একেক দেশের মানুষ একেক ভাষা ব্যবহার করে । মানুষ যে দেশে জন্মগ্রহণ করে এবং মাতাপিতা যে ভাষা ব্যবহার করে , সেটাই সাধারণত তার মাতৃভাষা । মাতৃভাষার মাধ্যমেই শিশুর বিকাশ সহজ ও সরল হয় । মাতৃভাষার মাধ্যমেই মানুষ সমস্ত জ্ঞানের বিষয় সবচেয়ে বেশি উপলব্ধি করে এবং তা প্রকাশে সক্ষম হয় । অবজ্ঞা , অবহেলা করে কেউ কোনােদিন তার প্রতিভার বিকাশ ঘটাতে পারে না । আমাদের মাইকেল মধুসূদন দত্ত তার উৎকৃষ্ট প্রমাণ । তিনি আমরা মাতৃভাষার সাথে সাথে অন্য ভাষাও আয়ত্ত করি । কিন্তু অন্য ভাষায় কিছু বুঝতে হলেও মাতৃভাষার মাধ্যমেই বুঝে থাকি । মাতৃভাষাকে মাতৃভাষাকে অবজ্ঞা করে অন্য ভাষায় তথ্য ‘ বিনা স্বদেশী ভাষায় সাহিত্য রচনা করতে গিয়ে পেয়েছেন প্রতি পদে আঘাত , দুঃখ , কষ্ট । শেষ | পর্যন্ত মা - সম মাতৃভূমির প্রতি শ্রদ্ধা নিবেদন করে লিখেছেন বঙ্গভাষা ' , কপােতাক্ষ নদ ' , যা তাঁকে অমর করে রেখেছে ।

টাগ:নানান দেশের নানান ভাষা ভাবসম্প্রসারণ, নানান দেশের নানান ভাষা  বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা ভাবসম্প্রসারণ