নানান দেশের নানান ভাষা ভাবসম্প্রসারণ | নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

নানান দেশের নানান ভাষা ভাবসম্প্রসারণ | নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা ভাবসম্প্রসারণ

নানান দেশের নানান ভাষা ভাবসম্প্রসারণ | নানান দেশের নানান ভাষা  বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা ভাবসম্প্রসারণ

 নানান দেশের নানান ভাষা 
বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা

 ভাব - সম্প্রসারণ : মাতৃভাষা মানুষের জন্মগত অধিকার এবং এ ভাষায় সে সবচেয়ে তৃপ্তি লাভ করে । বিশ্বজুড়ে হাজারাে ভাষা প্রচলিত থাকলেও মায়ের ভাষায় তথা স্বদেশী ভাষায় যে কী তৃপ্তি , কী সুখ তা কেবল উপলব্ধিযােগ্য । আশা - আকাঙ্ক্ষার সঠিক বহিঃপ্রকাশ কেবল মাতৃভাষাতেই সম্ভব । মানুষ চিন্তাশীল প্রাণী । তারা চিন্তাভাবনা অন্যের কাছে পৌঁছে দেয় ভাষার মাধ্যমে । রবীন্দ্রনাথ যাকে বলেছেন , “ আলাে দিয়ে আলাে জ্বালা । এভাবে পূর্ববর্তী মানুষের ভাব ভাবনা ভাষায় লিখিত রূপের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যায় । এভাবেই একের জ্ঞান অন্যে উপলব্ধি করে করে গড়ে তুলেছে সভ্যতা । পৃথিবীতে এক দেশের মানুষের সাথে অন্য দেশের মানুষের চেহারার যেমন পার্থক্য রয়েছে , তেমনি ভাষারও রয়েছে পার্থক্য । নানান ধরনের চেহারার মতাে পৃথিবীতে রয়েছে নানান জাতির মানুষের নানান ভাষা । একেক দেশের মানুষ একেক ভাষা ব্যবহার করে । মানুষ যে দেশে জন্মগ্রহণ করে এবং মাতাপিতা যে ভাষা ব্যবহার করে , সেটাই সাধারণত তার মাতৃভাষা । মাতৃভাষার মাধ্যমেই শিশুর বিকাশ সহজ ও সরল হয় । মাতৃভাষার মাধ্যমেই মানুষ সমস্ত জ্ঞানের বিষয় সবচেয়ে বেশি উপলব্ধি করে এবং তা প্রকাশে সক্ষম হয় । অবজ্ঞা , অবহেলা করে কেউ কোনােদিন তার প্রতিভার বিকাশ ঘটাতে পারে না । আমাদের মাইকেল মধুসূদন দত্ত তার উৎকৃষ্ট প্রমাণ । তিনি আমরা মাতৃভাষার সাথে সাথে অন্য ভাষাও আয়ত্ত করি । কিন্তু অন্য ভাষায় কিছু বুঝতে হলেও মাতৃভাষার মাধ্যমেই বুঝে থাকি । মাতৃভাষাকে মাতৃভাষাকে অবজ্ঞা করে অন্য ভাষায় তথ্য ‘ বিনা স্বদেশী ভাষায় সাহিত্য রচনা করতে গিয়ে পেয়েছেন প্রতি পদে আঘাত , দুঃখ , কষ্ট । শেষ | পর্যন্ত মা - সম মাতৃভূমির প্রতি শ্রদ্ধা নিবেদন করে লিখেছেন বঙ্গভাষা ' , কপােতাক্ষ নদ ' , যা তাঁকে অমর করে রেখেছে ।

টাগ:নানান দেশের নানান ভাষা ভাবসম্প্রসারণ, নানান দেশের নানান ভাষা  বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা ভাবসম্প্রসারণ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com