মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই ভাবসম্প্রসারণ | মিথ্যা শুনিনি ভাই ভাবসম্প্রসারণ

Safwan Alam
0

মিথ্যা শুনিনি ভাই   এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই ভাবসম্প্রসারণ | মিথ্যা শুনিনি ভাই ভাবসম্প্রসারণ

 মিথ্যা শুনিনি ভাই 
 এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই 

ভাব - সম্প্রসারণ : প্রতিটি মানুষের মনের মন্দিরে বসবাস করেন মহান সৃষ্টিকর্তা । যেখানে সৃষ্টিকর্তার আবাস , তার থেকে উপযুক্ত বা পবিত্র কোনাে উপাসনালয় থাকতে পারে না । মনের মন্দিরেই স্রষ্টার প্রতি আরাধনা হয় নিগূঢ়ভাবে । তাই জাগতিক যত মসজিদ , মন্দির , গির্জা থাকুক না কেন হৃদয়ের স্থান সবচেয়ে উর্ধ্বে । মহান সৃষ্টিকর্তা মানুষকে বিবেক - বিবেচনা ও বুদ্ধি সহকারে অন্যান্য জীব হতে আলাদা রূপে সৃষ্টি করেছেন । সেজন্য মানুষকে সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মাখলুকাত বলা হয় । পাপ - পুণ্য , ভালােমন্দ , ন্যায় - অন্যায় বিচার করে মানুষকে তার পথ চলতে হয় । কোনটা ভালাে কোনটা মন্দ , কোনটা পাপ অথবা পুণ্য , কোনটা ন্যায় অথবা অন্যায় এটা মানুষের মনই নির্ধারণ করে । মানুষ মন্দির অথবা মসজিদে যায় খােদার সন্তুষ্টি বিধানের জন্য । কিন্তু মন যদি অপবিত্র থাকে তাহলে কঠোর আরাধনা বা প্রার্থনা করেও স্রষ্টার সান্নিধ্য লাভ করা যায় না । এজন্য সর্বপ্রথম দরকার মনের পবিত্রতা । আবার এ মন দ্বারা মানুষ পরিচালিত হয়ে কল্যাণকর কার্যাদি তথা স্রষ্টার সন্তুষ্টি সাধনে ব্যাপৃত হয় । সুতরাং মানুষের মন অথবা হৃদয়ই হচ্ছে সমৃস্ত উপাসনালয়ের সর্বশ্রেষ্ঠ স্থান । সংসারধর্ম পালন করেও মানুষ হৃদয়কে পাপমুক্ত রেখে পুণ্য অর্জন করতে পারে । হৃদয় পাপমুক্ত না হলে দিনরাত উপাসনা করেও কোনাে ফল হবে না । হৃদয় নির্মল হলে আরাধনায় সিদ্ধি আসে । স্রষ্টার সঙ্গে সংযােগ সৃষ্টি হয় । অন্যথায় ভাসাভাসাভাবে আল্লাহ আল্লাহ জিকির করলেও ফায়দা হাসিল হয় না । হদয় সংযােগেই আল্লাহর সান্নিধ্য পাওয়া যায় । আবার এ মন দ্বারাই একটা ভালাে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় । হাজারাে বাধা এলেও মন পবিত্র রাখলে ধর্মে অটুট থাকা যায় । মনই সবকিছুর পরিচালক । সেজন্য কবি বলেছেন যে , হৃদয়ের থেকে বড় কোনাে মন্দির অথবা কাবা তিনি দেখেননি । মন দ্বারাই দুঃখীর দুঃখে ব্যথিত হওয়া যায় আবার দান খয়রাত করার অনুরাগ - অভিপ্রায় লাভ করা যায় । বস্তুত মানুষের মনই হচ্ছে তার সবচেয়ে শ্রেষ্ঠ উপাসনালয় । তাই আমাদের মনকে সব সময় কলুষমুক্ত রাখতে হবে । কারণ মনই হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ উপাসনালয় । ঈর্ষা নয় , নির্মল এবং কলুষমুক্ত মন মানুষকে ন্যায়ের পথে , সত্যের পথে এবং ধর্মের পথে পরিচালিত করে ।

টাগ:মিথ্যা শুনিনি ভাই   এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই ভাবসম্প্রসারণ, মিথ্যা শুনিনি ভাই ভাবসম্প্রসারণ

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)