মাইসেলি, প্লাস্টিড, কোষ ঝিল্লি, গলজিবস্তু, সেন্ট্রিওল, রাইবােজোম কী/কি
Some important questions of chapter 1 Biology
মাইসেলি কী/কি
উত্তর : মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ।
প্লাস্টিড কী/কি
উত্তর : উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বিদ্যমান থালাকৃতির বা তারকাকৃতির কিংবা সুতাকৃতির সজীব বস্তুসমূহকে প্লাস্টিড বলে ।
কোষ ঝিল্লি কী/কি
উত্তর : কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রােটোপ্লাজমকে ঘিরে স্থিতিস্থাপক , বৈষম্যভেদ্য লিপােপ্রােটিন জাতীয় পদার্থ দিয়ে গঠিত সজীব ঝিল্লিই কোষ ঝিল্লি ।
গলজিবস্তু কি/কী
উত্তর : ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের নিকট ক্ষরণে অংশগ্রহণকারী একক পর্দা বেষ্টিত চ্যাপ্টা থলির মতাে এবং ক্ষুদ্র গহ্বরের মতাে যেসর অঙ্গাণু পরস্পর সমান্তরালে সজ্জিত থাকে , তাদের গলগি বস্তু বলে ।
সেন্ট্রিওল কী/কি
উত্তর : প্রাণিকোষ ও কিছু উদ্ভিদকোষের নিউক্লিয়াসের কাছে অবস্থিত স্বপ্রজননক্ষম , আবরণবিহীন , দু'মুখ খােলা পিপার মতাে ৯ টি ত্রয়ী অনুনালিকা দ্বারা গঠিত দণ্ডাকৃতির যে অঙ্গাণু দুটি পাশাপাশি অবস্থান করে , তাদের সেন্ট্রিওল বলে ।
রাইবােজোম কী/কি
উত্তর : রাইবােজোম হলাে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত ক্ষুদ্র দানাদার রাইবােনিউক্লিও প্রােটিন কণা যা প্রােটিন সংশ্লেষণের স্থান । হিসেবে কাজ করে ।