পুষ্প আপনার জন্য ফুটে না ভাবসম্প্রসারণ | পুষ্প আপনার জন্য ফুটে না

 
পুষ্প আপনার জন্য ফুটে না ভাবসম্প্রসারণ | পুষ্প আপনার জন্য ফুটে না

পুষ্প আপনার জন্য ফুটে না 

 ভাব সম্প্রসারণ : পৃথিবীর প্রতিটি বস্তুকণা ও জীবজগৎ একে অপরের প্রয়ােজনে সক্ত । প্রতিটি মানুষ সত্য , সুর ও কল্যাণময় কাজের মাঝে বেঁচে থাকে । ফুল নিজের সুবাস সেশকে কেবল নিজের মধ্যে আবদ্ধ করে রাখে না । সে আপন আনন্দে প্রফুটিত হয় এবং বাতাসের সাহায্যে আপনার সৃষ্টি সৌয়াতকে গুড়িয়ে দেয় । চারদিকে । ফুলের সেই সুবাসে আমােদিত , বিযুদ্ধ হয় অলিৱ দল ও সৌন্দর্যপিপাসু মানুষ । ফুলের এই ফুটে ওঠা এবং সুস্থ বিজ্ঞারের ঘধ্যে নিজেকে বিলিয়ে দেওয়ার প্রবৃত্তিই কার্যকর দেখা যায় । ফুলের অপরূপ শােভা ও মধুময় গল সে নিজে উপভােগ করে না । পরের উপকারে সে নিজের জীবন উৎসর্গ করে । তার শেভা - সৌন্দর্য - গৰ কিছুই সে নিজে হােল করে না । পাৱেৰ মনে আনন্দ গান করতেই তার আনন্দ । তাতেই সে সার্থক । একথা সত্য যে , বিশ্বের কল্যাণ - ব্রত উদযাপনই জীবনের চরম সার্থকতা যে মানুষ আসুখ সম্বতার মধ্যে নিজেকে বন্দি রাখে তার জীবন ব্যর্থ । কারণ এ স্বার্থ গণ্ডিবক্ষ জীবনের বাইরে পড়ে আছে বিশাল পৃথিবী । সেখানে আছে অগণিত মানুষ । আর প্রতিটি মানুষের জীবনেই রয়েছে নানাবিধ দুঃখ , হতাশা , অপ্রাপ্তির কেন্য । তাই প্রকৃত মানুষ হয়ে থাধের বুম্বার খুলে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে । নিজের দুঃখকে তুচ্ছজ্ঞান করে অপরের দুঃখ মােচনের প্রচেষ্টা চালাতে হবে । স্থা - সংকুচিত , হিংসা - কুষ্ঠিত হয়ে সুখের সন্ধান পাওয়া যায় না । পুষ্পসদৃশ মানুষেরা পৃথিবীতে শুধু নিজেদের জন্য জন্মগ্রহণ করেন না । এদের জীবনধারা মৃত্যুবরণ সমস্ত কিছুই সব মানুষের জন্য , মানবসমাঞ্চের জন্য । সেখানেই এদের জীবনের পরম সার্থকতা । ফুল যেমন নিম্বার্থভাবে সৌন্ম ও সৌরভ বিলিয়ে মানুষের পূজনীয় হয় , তেমনি মানুষও মানুষের কল্যাণে জীবন , কর্ম উৎসর্গ করে শ্রেষ্ঠত্ব লাভ করে ।

টাগঃ পুষ্প আপনার জন্য ফুটে না ভাবসম্প্রসারণ, পুষ্প আপনার জন্য ফুটে না