পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তােমার সন্তানে ভাবসম্প্রসারণ | পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে ভাবসম্প্রসারণ

Safwan Alam
0

 
পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে  মানুষ হইতে দাও তােমার সন্তানে ভাবসম্প্রসারণ | পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে  ভাবসম্প্রসারণ

পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে

 মানুষ হইতে দাও তােমার সন্তানে  

ভাব - সম্প্রসারণ : প্রকৃত মানুষ হওয়া খুবই কঠিন ও কষ্টকর । এর জন্য কঠোর পরিশ্রম , সাধনা ও ত্যাগ - তিতিক্ষার প্রয়ােজন হয় । নানা বাধা বিপত্তি ও সমস্যা - জটিলতার সাথে যুদ্ধ করে জীবনকে সফল ও সমৃদ্ধ করতে হয় । সময়ের ঘাত - প্রতিঘাতের কষ্টিপাথরে নিজেকে উত্তীর্ণ করতে পারলেই প্রকৃত মানুষ হওয়া যায় । জীবন পরিচালনার জন্য শারীরিক ও মানসিক শক্তি ও সামর্থ্য অর্জন করা খুবই জরুরি । কেননা জীবন পুষ্পশয্যা নয় , বরং কণ্টকাকীর্ণ ও সমস্যাময় । চলার পথে পদে পদে নানা প্রতিকূলতা , নানা প্রতিবন্ধকতার মুখােমুখি হতে হয় । এতে আছে অভাব - অনটন , দুঃখ - দারিদ্র্য , যন্ত্রণা শােক , উত্থান - পতনের নানা পর্যায় । সেসব পর্যায়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে ব্যর্থতা অনিবার্য । এ ব্যর্থতা জীবনকে হতাশা ও নিরাশার অন্ধকারে ডুবিয়ে দেয় । ফলে একসময় জীবন হয়ে ওঠে নিরর্থক ও মূল্যহীন । এমন মূল্যহীন জীবন কারও প্রত্যাশিত নয় । এজন্য যেকোনাে দ্বন্দ্ব - সংঘাত , সমস্যা - জটিলতা , দুঃখ - শােকের মােকাবিলা করে টিকে থাকতে হবে ; কিছুতেই ভেঙে পড়লে চলবে না । প্রয়ােজনে নতুন উদ্যমে বিকল্প উপায় বা কৌশল অবলম্বন করে সমস্যা থেকে উত্তীর্ণ হতে হবে । কেননা চলমান জীবনে দুঃখ - কষ্ট আসবেই , বিপদ - আপদ , সমস্যা আসবেই । তাই বলে হাত - পা গুটিয়ে বসে থাকলে চলবে না , বরং শক্তি ও মনােবল অটুট রেখে পাপ , দুঃখ ও পতন থেকে মুক্ত হওয়ার জন্য বুদ্ধিদীপ্ত লড়াকু ভূমিকায় অবতীর্ণ হতে হবে । তাহলেই আসবে কাঙ্ক্ষিত বিজয় , উন্নতি ও সমৃদ্ধি । অনেকদিন ধরেই লক্ষ করা যাচ্ছে অনেক মা - বাবা এবং অভিভাবক - অভিভাবিকা তাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলছেন যে ফুলের ঘায়েই মূছা যাবে । তারা তাদেরকে দিয়ে কোনাে কাজ করান না , কোথাও পাঠান না । তাহলে সন্তানরা পরিশ্রমী হবে কীভাবে ? শিখবে এবং জানবে কীভাবে ? তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়বে কীভাবে ? এমন হলে তারা কষ্ট করতে শিখবে না , দুঃখ সইতে পারবে না , কোনাে সমস্যার মােকাবিলা করতে পারবে না । বই আর ইন্টারনেটের তত্ত্ব আর তথ্য দিয়ে তাে জীবন এগিয়ে নেওয়া যাবে না । তার জন্য সরেজমিন পর্যবেক্ষণ করতে হবে , হাতে - কলমে শিখতে হবে , কঠিন বাস্তবের মুখােমুখি হতে হবে । তা হলেই তাে তারা সমাজ , দেশ তথা পৃথিবীর উপযােগী মানুষ হয়ে উঠতে পারবে । এখনকার মানবসমাজে এমন কর্মঠ , সক্রিয় , সচেতন ও বুদ্ধিদীপ্ত মানুষই দরকার । বর্তমান এবং নতুন প্রজন্মকে এরকম মানুষ করেই গড়ে তুলতে হবে । যাতে তারা পুণ্য - পাপে , দুঃখে - সুখে , পতনে - উত্থানে হিমালয়ের মতাে মাথা উঁচু রেখে অনায়াসে মােকাবিলা করতে পারে । সেই সাথে হয়ে উঠতে পারে সক্ষম , স্বশিক্ষিত ও গর্বিত মানুষ ।

টাগ: পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে  মানুষ হইতে দাও তােমার সন্তানে ভাবসম্প্রসারণ, পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে  ভাবসম্প্রসারণ 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)