লাইগেজ কি/কি | লাইয়েজ কাকে বলে | নিউট্রাল লিপিড বলতে কী বুঝ
লাইগেজ কি/কি
উত্তর : লাইগেজ হলাে এক প্রকার এনজাইম যা ATP এর সহায়তায় দুই বা ততােধিক সাবস্ট্রেটকে যুক্ত করে নতুন যৌগ তৈরি করে ।
লাইয়েজ কাকে বলে
উত্তর : সেসব এনজাইম কোনাে অণুকে আর্দ্রবিশ্লিষ্ট না করেই দুই ভাগে বিভক্ত করে তাদেরকে লাইয়েজ বলে ।
নিউট্রাল লিপিড বলতে কী বুঝ
উত্তর : ফ্যাটি এসিডের গ্লিসারল এস্টারকে বলা হয় স্নেহদ্রব্য । এতে তিন অণু ফ্যাটি এসিডের সাথে এক অণু গ্লিসারল যুক্ত হয় । একে ট্রাইগ্লিসারাইড বা নিউট্রাল লিপিডও বলা হয় । ট্রাইগ্লিসারাইড দুরকম ; যথা- তেল ও চর্বি ।
টাগঃ লাইগেজ কি/কি, লাইয়েজ কাকে বলে,নিউট্রাল লিপিড বলতে কী বুঝ