স্থিতিস্থাপকতা, তাৎক্ষণিক বেগ, আপেক্ষিক গতি কাকে বলে | ভেক্টর অপারেটর, সরণ ভেক্টর কি/কী
Physics Chapter 3 এর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
স্থিতিস্থাপকতা কাকে বলে
উত্তরঃবল প্রয়োগে যদি কোন বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তন ঘটে অর্থাৎ বস্তু বিকৃত হয় তাহলে প্রযুক্ত বল সরিয়ে নিলে যে ধর্মের ফলে বিকৃত বস্তু আগের আকার ও আয়তন ফিরে পায় তাকে স্থিতিস্থাপকতা বলে।
তাৎক্ষণিক বেগ কাকে বলে
উত্তরঃ সময় ব্যবধান শূণ্যের কাছাকাছি হলে বস্তুর সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে।
ভেক্টর অপারেটর কি?কী
উত্তরঃ যে সব গাণিতিক চিহ্নের সাহায্যে ভেক্টর রাশির রূপান্তর করা হয় সেগুলোই ভেক্টর অপারেটর।
সরণ ভেক্টর কি/কী
উত্তরঃ কোন কণার অবস্থান ভেক্টরের পরিবর্তন এর হারকে সরণ ভেক্টর বলে।
আপেক্ষিক গতি কাকে বলে
উত্তরঃ দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে অন্যটির অবস্থানের পরিবর্তন হওয়াকে আপেক্ষিক গতি বলে।
টাগঃ স্থিতিস্থাপকতা, তাৎক্ষণিক বেগ, আপেক্ষিক গতি কাকে বলে, ভেক্টর অপারেটর, সরণ ভেক্টর কি/কী