যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তা চাই না | যাহা চাই তাহা ভুল করে চাই ভাবসম্প্রসারণ

Safwan Alam
0

 
যাহা চাই তাহা ভুল করে চাই   যাহা পাই তা চাই না | যাহা চাই তাহা ভুল করে চাই ভাবসম্প্রসারণ

যাহা চাই তাহা ভুল করে চাই 
 যাহা পাই তা চাই না 

 ভাব - সম্প্রসারণ : অজ্ঞতার কারণে মানুষ নিজের প্রয়ােজনীয়তা কী তা বুঝতে না পেরে ভুলকে সঠিক ভেবে অপূর্ণতা নিয়ে জীবন অতিবাহিত করে । মানুষের চাওয়া ও পাওয়ার আকাঙ্ক্ষা নিবৃত্তির কোনাে শেষ নেই । আবার এ দুয়ের মধ্যে কখনাে বুঝি সংগতিও সাধিত হয় না । তার প্রত্যাশার যেমন শেষ নেই , সীমানা নেই , তেমনি প্রত্যাশা পূর্তির সাথে তার কোনাে সামঞ্জস্যও নেই । চাওয়া ও পাওয়া যেন মানুষের জীবনে সমান্তরালভাবে চলতে থাকে , কদাচিৎ দুয়ের মিলন ঘটে । তখন আবার চাওয়ার রকমফের ঘটে যায় , মনে হয় যা চেয়েছিলাম তা যেন ভুল করেই চেয়েছিলাম , প্রাপ্তির ফলেও তখন আর পরিতৃপ্তি আসে না ; বরং মনে ক্ষোভেরই সঞ্চার হয় । নিজের প্রতি মানুষ তখন বিক্ষুব্ধ হয়ে ওঠে । কিন্তু এমন প্রার্থনা পূরণের ঘটনাতাে মানবজীবনে সচরাচর দৃষ্ট হয় না । কাম্য ও প্রাপ্তির যুগল মিলন সহসা সাধিত হতে দেখা যায় না । বর মানুষ যা চায় , তা সে পায় না , যা পায় তা সে চায় না । এটাই বাস্তব সত্য এবং মানবজীবনের ট্র্যাজেডি বুঝি সেখানেই নিহিত । তাই তাে কবি বলেছেন “ নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস , ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস । ” সংগতিহীন চাওয়া - পাওয়ার দোলায় চড়া মানুষের জীবনে ব্যর্থতা আসে । তাই প্রয়ােজনীয় বস্তুকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে ।

টাগঃ যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তা চাই না, যাহা চাই তাহা ভুল করে চাই ভাবসম্প্রসারণ 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)