দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার ভাবসম্প্রসারণ | দণ্ডিতের সাথে দণ্ডদাতা ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার ভাবসম্প্রসারণ | দণ্ডিতের সাথে দণ্ডদাতা ভাবসম্প্রসারণ

দণ্ডিতের সাথে  দণ্ডদাতা কাদে যবে সমান আঘাতে  সর্বশ্রেষ্ঠ সে বিচার ভাবসম্প্রসারণ | দণ্ডিতের সাথে  দণ্ডদাতা ভাবসম্প্রসারণ

 দণ্ডিতের সাথে 
দণ্ডদাতা কাদে যবে সমান আঘাতে
 সর্বশ্রেষ্ঠ সে বিচার 

ভাব - সম্প্রসারণ : অপরাধী ও বিচারক দুজনই মানুষ । তাই অপরাধীকে অন্যায় থেকে মুক্ত না করে শাস্তি দিয়ে বিচারক মনে মনে কষ্ট পান । অপরাধীকে শাস্তি বা দণ্ড প্রদান বিচারের লক্ষ্য এবং বিচারকের কর্ম । এ শাস্তি প্রদান মূলত অপরাধ দমনের জন্য । দণ্ড বা শাস্তি ছাড়া অপরাধীর অপরাধ প্রবণতা কমাতে পারে না । তবে সে দণ্ড অর্থহীন , যদি না অপরাধীর প্রতি সহানুভূতিশীল হয়ে তার মধ্যে অন্যায়ের প্রতি ঘৃণাবােধ জন্মাননা না যায় । পাপকে ঘৃণা করা উচিত । কিন্তু পাপীর প্রতি সহানুভূতিশীল হয়ে পাপকার্য থেকে তাকে বিরত থাকবার চেষ্টা করতে হবে । দণ্ডভয়ে অন্যায়কারী দূরে থাকে ঠিকই কিন্তু তার মানসিকতার পরিবর্তন হয় না । তাই তার মানসিকতার পরিবর্তনের প্রয়ােজন । তখনই সম্ভব যখন তার অন্যায় কর্মের পশ্চাতে যে কারণ বিদ্যমান , সে কারণ অপসারিত করা যায় । হাজী মুহম্মদ মুহসীনের ঘরে যে চোর ঢুকেছিল , তিনি তাকে শাস্তি দেননি ; বরং চুরি যাতে না করে তার ব্যবস্থা করেছিলেন । তার সহানুভূতি প্রদর্শনের জন্য চোর ঝরঝর করে কেঁদে পুনরায় চুরি না করার শপথ করেছিল । দরদ ও মমতা দিয়ে যদি অন্যায়কারীর বিবেক জাগানাে যায় ; তবে তার পরিবর্তন হয় । সে ভালাে মানুষ হয়ে ওঠে । মানবিক সম্পর্কের মধ্যে অন্যায়কারীকে বিবেচনা করলে সামাজিক অপরাধ কমে আসবে । হ্রাস পাবে অন্যায়কারীদের সংখ্যা । তাই প্রতিশােধ গ্রহণ দণ্ডদানের লক্ষ্য হওয়া উচিত নয় । অপরাধীকে শাস্তি না দিয়ে তার ভিতরে মানবিক মূল্যবোেধ জাগিয়ে তােলা সমাজ ও জাতির কর্তব্য ।

টাগ: দণ্ডিতের সাথে  দণ্ডদাতা কাদে যবে সমান আঘাতে  সর্বশ্রেষ্ঠ সে বিচার ভাবসম্প্রসারণ, দণ্ডিতের সাথে  দণ্ডদাতা ভাবসম্প্রসারণ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com