সততাই সর্বোৎকৃষ্ট পন্থা ভাবসম্প্রসারণ | সততাই সর্বোৎকৃষ্ট পন্থা | ভাবসম্প্রসারণ

 
সততাই সর্বোৎকৃষ্ট পন্থা ভাবসম্প্রসারণ | সততাই সর্বোৎকৃষ্ট পন্থা | ভাবসম্প্রসারণ

সততাই সর্বোৎকৃষ্ট পন্থা 

যে ভাব - সম্প্রসারণ : সততা একটি পরম গুণ । একমাত্র সততার দ্বারাই জীবনে প্রতিষ্ঠা লাভ করা সম্ভব । এ পৃথিবীতে ভালাে - মন্দ , সৎ - অসৎ , সত্য - মিথ্যা পাশাপাশি বিরাজমান । জীবনে প্রকৃত ও স্থায়ী সাফল্য লাভ করতে হলে সৎ পথে জীবন চালিত করাই উত্তম কাজ । এখানে সাধু ও সৎ পথের যাত্রী যেমন রয়েছে , তেমনি রয়েছে মিথ্যা ও অসৎ পথের যাত্রী । সজ্ঞানে ও সতর্কতার সঙ্গে অসৎ পথ পরিহার করতে হবে কারণ সিদ্ধি লাভে সৎ পথের কোনাে বিকল্প নেই । জীবনের যেকোনাে ক্ষেত্রে সততার মূল্য সবকিছুর ঊর্ধ্বে । একমাত্র একজন সৎ লােকই সবার কাছে বিশ্বস্ত ও শ্রদ্ধাভাজন হতে পারেন । অনেক সময় দেখা যায় কেউ কেউ অসৎ পথে চলেও বিরাট উন্নতি সাধন করেছে । কিন্তু মনে রাখা উচিত , তার এ উন্নতি সাময়িক ও ক্ষণস্থায়ী ; তাসের ঘরের মতাে যেকোনাে মুহূর্তে তা ভেঙে যেতে পারে । অসৎ পথে অর্জিত সাফল্য একদিন না একদিন ধ্বংস হবেই । অসৎ পথের যাত্রী টাকার জোরে সম্মান ও প্রতিপত্তি লাভ করলেও মানুষ মনে মনে তাকে ঘৃণা করে । অন্যদিকে সৎ পথের যাত্রী যত দুঃখ - কষ্টের মধ্যে জীবন - যাপন করুক না কেন , মানুষের কাছে সে শ্রদ্ধার পাত্র । ব্যবসায় - বাণিজ্য , রাজনীতি , সমাজনীতি ইত্যাদি যেকোনাে ক্ষেত্রে একমাত্র সৎ পথের যাত্রীই পরিণামে সাফল্যের স্বর্ণশিখরে আরােহণ করতে পারেন । পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসের প্রতি দৃষ্টিপাত করলে এ কথা সহজেই অনুধাবন করা যায় । আমরা ইতিহাসের পাতা থেকে জানতে পারি , অগ্নিবীণার ’ কবি কাজী নজরুল ইসলাম একজন অতি দরিদ্র লােক ছিলেন । কিন্তু কবি এ দরিদ্র অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য কোনাে অসৎ পথ অবলম্বন করেননি । এ কারণে বিভিন্ন অভাব - অভিযােগ , দুঃখ - কষ্ট এসে বাসা বেঁধেছিল তার জীবনে । কিন্তু তিনি সেসব দুঃখ - কষ্টকে উপেক্ষা করে অসত্যের কাছে হার না মেনে আজ বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত এক কবি ও সাহিত্যিক । মহৎ কাজ করতে গেলে ও সৎ পথে চলতে গেলে হাজার দুঃখ - কষ্ট এসে আমাদের পথরােধ করে দাঁড়াবে । কিন্তু এসব দুঃখকষ্টকে বাধা হিসেবে না মেনে , সত্যের পথ পরিত্যাগ না করে কর্মক্ষেত্রে অগ্রসর হওয়া উচিত । মনে রাখা দরকার যে , একদিন না একদিন সততার জয় অবশ্যম্ভাবী । সততা মানুষকে মহীয়ান করে । তবে তা জীবনের অভ্যাস দ্বারা অর্জন করে নিতে হয় ।

টাগ: সততাই সর্বোৎকৃষ্ট পন্থা ভাবসম্প্রসারণ, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, ভাবসম্প্রসারণ