প্রয়ােজনে যে মরিতে প্রস্তুত বাচিবার অধিকার তাহারই | প্রয়ােজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই ভাবসম্প্রসারণ | ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

প্রয়ােজনে যে মরিতে প্রস্তুত বাচিবার অধিকার তাহারই | প্রয়ােজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই ভাবসম্প্রসারণ | ভাবসম্প্রসারণ

প্রয়ােজনে যে মরিতে প্রস্তুত বাচিবার অধিকার তাহারই | প্রয়ােজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই ভাবসম্প্রসারণ | ভাবসম্প্রসারণ

প্রয়ােজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই 

ভাব - সম্প্রসারণ : প্রয়ােজনে যাঁরা আত্মােৎসর্গ করতে পারেন , বেঁচে থাকার অধিকার কেবল তাদের । স্বার্থপর , কাপুরুষ , ভীরুদের বেঁচে থাকা অর্থহীন , কারণ তারা জীবনের স্বাদ আস্বাদনে ব্যর্থ । মরণকে হাসিমুখে বরণ করার সাহস থাকার মাঝেই জীবনের সফলতা নির্ভর করে । মৃত্যুভয়ে ভীত যে ব্যক্তি সবসময় চিন্তিত থাকে , তার পক্ষে জীবনে সৌন্দর্য ও আনন্দ উপভােগ করা সম্ভব নয় । জীবনকে যদি সংকীর্ণ সীমানায় আটকে রাখার চেষ্টা করা হয় তাহলে জীবন বিকশিত হতে পারে না , জীবনে তখন কোনাে অর্থ থাকে না । মরণ আছে বলে সারাক্ষণ মৃত্যুর জল্পনা - কল্পনা নিয়ে ব্যস্ত থাকতে হবে কিংবা মরণের ভীতিতে আর্ত - আহাজারি জুড়ে দিচ্ছে হবে- এমন ধারণা সম্পূর্ণ অমূলক । কারণ পরপারের ডাক এলে সে ডাকে সাড়া না দিয়ে থাকার উপায় কারও নেই । অতএব , মৃত্যুভয়কে তুচ্ছ করে সব বা = অতিক্রম করে সামনে এগিয়ে যেতে পারলেই জীবনের চূড়ান্ত সাফল্য আসে । তাই জীবনের স্বরূপ জানতে হলে , জীবনের চূড়ান্ত বিজয় দেখতে হ Q মৃত্যুভীতিকে সযত্নে পরিহার করে জীবনসংগ্রামে লেগে যেতে হবে । কথায় বলে বীরেরা মরে একবার , আর ভীরুরা মরে বারবার । তাই বারবার না মা একবার মরার জন্য প্রস্তুত থাকলেই স্বাভাবিকভাবে সব কাজকর্ম করা যায় । মৃত্যুভীতিকে বর্জন করতে পারলে এবং হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন কর । শিখলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায় । সাহসী বীরেরাই বাঁচার মতাে বাঁচতে পারেন । ভবিষ্যৎ বংশধরদের কাছে এঁরা হন প্রেরণার উৎস । দেশের প্রয়ােজ এ ধরনের সােনার ছেলেরাই সর্বপ্রথম বুক ফুলিয়ে এগিয়ে আসেন । তাঁরা মানুষের হৃদয়ে চিরদিন বাচার অধিকার পেয়ে যান মহৎ কর্মগুণে । যারা মৃত্যু ভয়ে ভীত না হয়ে জীবনযুদ্ধে সংগ্রামী পদক্ষেপ গ্রহণ করেছেন তারাই পৃথিবীর বুকে , মানবমনে চিরজাগ্রত ও অমর হয়ে আছেন 

টাগ: প্রয়ােজনে যে মরিতে প্রস্তুত বাচিবার অধিকার তাহারই, প্রয়ােজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই ভাবসম্প্রসারণ, ভাবসম্প্রসারণ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com