বায়ুপ্রবাহ না থাকলেও একজন সাইকেল আরোহী বাতাসের ঝাপটা অনুভব করে কেন | বন্ধুক হতে গুলি ছোড়ার সময় বন্দুক ও গুলির মধ্যে কোনটির গতিশক্তি বেশি | বৃত্তাকার ট্রাকে দৌড়বিদ সমবেগে দৌড়াতে পারেনা কেন

Safwan Alam
0

বায়ুপ্রবাহ না থাকলেও একজন সাইকেল আরোহী  বাতাসের ঝাপটা অনুভব করে কেন | বন্ধুক হতে গুলি ছোড়ার সময় বন্দুক ও গুলির মধ্যে কোনটির গতিশক্তি বেশি | বৃত্তাকার ট্রাকে কোন বৃত্তাকার ট্রাকে দৌড়বিদ সমবেগে দৌড়াতে পারেনা কেন

বায়ুপ্রবাহ না থাকলেও একজন সাইকেল আরোহী  বাতাসের ঝাপটা অনুভব করে কেন

উত্তরঃ বায়ুপ্রবাহ না থাকলেও সেখানে বায়ুর উপস্থিতি বিদ্যমান । ফলে একজন সাইকেল আরােহী যখন স্থির বায়ুর মধ্যদিয়ে সাইকেলে আরােহন করে তখন বায়ুর পরম গতিশূন্য হলেও আরােহীর সাপেক্ষে বায়ুর আপেক্ষিক বেগ থাকে । এজন্য আরােহী বাতাসের ঝাপটা অনুভব করেন ।

বন্ধুক হতে গুলি ছোড়ার সময় বন্দুক ও গুলির মধ্যে কোনটির গতিশক্তি বেশি

উত্তরঃ একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে হালকা বস্তুটির বেগ ভারী বস্তুর বেগ অপেক্ষা বেশি হয় । আবার , আমরা জানি , গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক । এক্ষেত্রে যে বস্তুটির বেগের মান বেশি হবে সে বস্তুটির গতিশক্তিও বেশি হবে । এখানে যেহেতু হালকা বস্তুটির বেগ বেশি সেহেতু হালকা বস্তুটির গতিশক্তি বেশি হবে । বন্দুক হতে গুলি ছােড়ার সময় যেহেতু বন্দুক ও গুলির ভরবেগ সমান থাকে এবং এ দুটির মধ্যে গুলি অপেক্ষাকৃত হালকা সেহেতু উপরােল্লিখিত কারণে গুলির গতিশক্তি বেশি ।

বৃত্তাকার ট্রাকে কোন দৌড়বিদ সমবেগে দৌড়াতে পারেনা কেন

উত্তরঃ বৃত্তাকার ট্র্যাকে কোনাে বস্তু ঘুরতে থাকলে তা অনবরত দিক পরিবর্তন করে । বস্তুটি সমদুতিতে , যদি চলে সেক্ষেত্রে বেগের মান অপরিবর্তিত থাকলেও দিক পরিবর্তনের ফলে বেগের পরিবর্তন যেকোনাে বিন্দুতে তার লম্ব রেখা বরাবর ক্রিয়া করে । ফলে বস্তুটিতে ত্বরণ ক্রিয়া করে । অর্থাৎ বস্তুর বৃত্তাকার ট্র্যাকে সমবেগে চলা সম্ভব নয় । এ কারণেই বৃত্তাকার ট্র্যাকে কোনাে দৌড়বিদ সমবেগে দৌড়াতে পারে না ।
টাগ: বায়ুপ্রবাহ না থাকলেও একজন সাইকেল আরোহী  বাতাসের ঝাপটা অনুভব করে কেন, বন্ধুক হতে গুলি ছোড়ার সময় বন্দুক ও গুলির মধ্যে কোনটির গতিশক্তি বেশি, বৃত্তাকার ট্রাকে কোন বৃত্তাকার ট্রাকে দৌড়বিদ সমবেগে দৌড়াতে পারেনা কেন

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)