বাংলালিংক সিম 4g করার নিয়ম | Banglalink SIM 4g rules - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

বাংলালিংক সিম 4g করার নিয়ম | Banglalink SIM 4g rules

বাংলালিংক সিম 4g করার নিয়ম, 3g সিম 4g করার নিয়ম, বাংলালিংক সিম 4g চেক করার নিয়ম


    বাংলালিংক সিম 4g করার নিয়ম

    আসসালামু আলাইকুম, প্রিয় বাংলালিংক গ্রাহকবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন । প্রিয় গ্রাহকবৃন্দ সারা দেশজুড়ে বাংলালিংক আপনাদের মনমতো সেবা দিয়ে যাচ্ছে । বাংলালিংক সবসময় গ্রাহকদের চাহিদা সম্পূর্ণ নেটওয়ার্ক সার্ভিস দিয়ে যাচ্ছে ।

    বাংলালিংক এখন ওকলা স্পিডেস্টেস্ট অ্যাওয়ার্ড অর্জনকারী বাংলাদেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক।দেশটি যখন ডিজিটাল বাস্তুতন্ত্রের দিকে এগিয়ে চলেছে, আমাদের দ্বৈত ক্যারিয়ার পূর্ণ গতি 4 জি নেটওয়ার্ক সক্ষম করেছে আপনার জন্য সমস্ত ডিজিটাল সুযোগগুলির পূর্ণ সুবিধা নেওয়া সহজ করে তোলে। অফিস, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা এবং বিনোদন সবকটিই একটি নতুন গতিবেগ পেয়েছে - ডাউনলোডিং, স্ট্রিমিং এবং গেমিং সহ সবকিছু - পুরো গতিবেগে ঘটবে। বাংলাদেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক অভিজ্ঞতা উপভোগ করতে বাংলালিংকের 4 জি সিমে আপগ্রেড করুন।বাংলালিংক সহ, সম্পূর্ণ গতি 4 জি বাংলাদেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক: সবকিছু সত্যই পুরো গতিতে।

    3g সিম 4g করার নিয়ম

    বাংলালিংক সিম 4g তে চালু হয়েছে ।কিন্তু আমি কিভাবে জানবো আমার ফোন কিংবা সিম 4g কিনা । এর সমস্যা সমাধান পাব আমরা আমাদের মোবাইল থেকে সিম। 4g কিনা সেটি বিনামূল্যে জানা যাবে নিজের মোবাইল কিংবা সিমের মাধ্যমে । মোবাইল সিম কোম্পানি কিছু নম্বর দিয়েছে যা ডায়াল করে এবং মেসেজের মাধ্যমে জানতে পারবো ।ডায়াল করার পর পরবর্তী মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার সিমটি ৪জি কি  না । এরই মধ্যে আবার হয়ত মোবাইল অপারেটরগুলো ফোরজি সেবা পেতে আগ্রহী ব্যক্তিদের গ্রাহকসেবা কেন্দ্রে সিম নিয়ে নেওয়ার জন্য মেসেজ পাঠিয়েছে । 

    বাংলালিংক সিম 4g চেক করার নিয়ম

    • ফোরজি সেবা পেতে হলে সিমকার্ড ও হ্যান্ডসেটটি এ 4G উপযোগী হতে হবে। সিমটি ফোরজি কি না, সেটি বিনা মূল্যে জানার সুযোগ আছে।
    • গ্রামীণফোন ব্যবহারকারীরা মোবাইল ফোন থেকে *121*3232# ডায়াল করলেই ফিরতি মেসেজে সিমটি ফোরজি কি না, তা জানতে পারবেন।
    • রবির গ্রাহকদের এ জন্য ডায়াল করতে হবে *123*44#।
    • বাংলালিংকের গ্রাহকেরা মোবাইল ফোন থেকে 4G লিখে 5000 নম্বরে মেসেজে পাঠালে ফিরতি মেসেজে ফোরজি সিমের বিষয়ে তথ্য পাবেন।

    tags: বাংলালিংক সিম 4g করার নিয়ম, 3g সিম 4g করার নিয়ম, বাংলালিংক সিম 4g চেক করার নিয়ম

    Next Post Previous Post
    1 Comments
    • Anonymous
      Anonymous January 17, 2023 at 7:27 PM

      আমি ও অনলাইনে কাজ করব

    Add Comment
    comment url

     আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com