বাংলাদেশের আয়তন কত 2021 | bangladesh er ayoton koto
প্রিয় পাঠকবৃন্দ টাইমার বিডিআর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন ?আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা হয়তো অনেকে আছেন যারা বর্তমান বাংলাদেশের আয়তন কত এই সম্পর্কে সঠিক জানেন না। আর তাই আজকে আমরা আমাদের এই পোস্টটি তৈরি করেছি। আজকে আমাদের এই পোস্টে বাংলাদেশের আয়তন নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেছি আর সেগুলো হলোবাংলাদেশের বর্তমান আয়তন কত 2021, বাংলাদেশ কত বর্গ কিলোমিটার , বাংলাদেশের নতুন আয়তন, বাংলাদেশের আয়তন কত 2021, bangladesh er ayoton koto ।
আশা করি আপনারা পুরো পোস্টটি ধৈর্য্য সহকারে পড়বেন এবং সঠিক তথ্যটি পাবেন।
বাংলাদেশের বর্তমান আয়তন কত 2021
প্রতিনিয়ত মানুষের সংখ্যা বাড়ছে কিন্তু জমির পরিমাণ একই আছে। আর বাংলাদেশের বর্তমান আয়তন আমাদের সকলেরই জানা প্রয়োজন। এ সম্পর্কে আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানতে চাচ্ছেন। আজকে আমরা আমাদের এই পোস্টটি আপনাদের জানাব বাংলাদেশের বর্তমান আয়তন কত।
প্রতিনিয়তই নতুন নতুন দ্বীপ সৃষ্টির ফলে বাংলাদেশের বর্তমান আয়তন প্রতিনিয়ত আরাে বাড়ছে। তাই এটি বলা মুশকিল যে এই মুহুর্তে বাংলাদেশের আয়তন কত বর্গ কিলােমিটার কিংবা বাংলাদেশের আয়তন কত বর্গ মাইল।
প্রথমত দেশ স্বাধীন হবার পর বিভিন্ন সময় বাংলাদেশের উপকূল অঞ্চলে দ্বীপ জাগলেও বিভিন্ন জরিপে দেখা যায় গত ২০ বছরে অস্বাভাবিকভাবে প্রায় পঞ্চাশাের্ধ দ্বীপ জাগে যার মােট সম্ভাব্য আয়তন প্রায় ১৬০০
বর্গকিলােমিটার। এদিকে ছিটমহল সহ ১,৪৭,৬১০ এর সাথে ১৬০০ বর্গকিলােমিটার যুক্ত করলে বাংলাদেশের আয়তন দাঁড়ায় ১,৪৯,২১০ বর্গকিলােমিটার (প্রায়)।
বাংলাদেশ কত বর্গ কিলোমিটার
প্রিয় পাঠকবৃন্দ আপনারা হয়তো অনেকেই জানেন না বর্তমান বাংলাদেশের আয়তন কত। আর তাই আজকে আমরা আমাদের পোষ্ট টি তৈরি করেছি। আজকে আপনারা আমাদের এই পোস্টটি থেকে বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার সেটি জানতে পারবেন। এবং সাথে সাথে বাংলাদেশ সম্পর্কে আরো অনেক নতুন তথ্য জানতে পারবেন।
১. বাংলাদেশের মোট আয়তন –
১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার ।
২. বাংলাদেশের ক্ষেত্রফল কত
বর্গমাইল?- ৫৬৫০১ বর্গ মাইল।
৩. বাংলাদেশের উত্তরে অবস্থিত?
– পশ্চিমবঙ্গ,মেঘালয়,আসাম।
৪. বাংলাদেশের মোট
সীমারেখার পরিমাপ কত? – ৫১৩৮
কি.মি.।
৫. বাংলাদেশের মোট সীমান্ত
দৈর্ঘ্য: - ৪৭১৯ কি.মি।
৬.বাংলাদেশের মোট সমুদ্র
উপকুলের দৈর্ঘ্য কত? – ৭১৫ কি.মি.।
৭. বাংলাদেশের সমুদ্র উপকুলের
দৈর্ঘ্য কত?- ৪৪৫ মাইল(৭১৬
কিলোমিটার= ৭১৬*০.৬২১) মাইল=
৪৪৪.৬ মাইল।
৮. বাংলাদেশের রাজনৈতিক
সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? – ১২।
৯. উপকুল হতে বাংলাদেশের
অর্থনৈতিক সমুদ্র সীমা কত?- ২০০
নটিক্যাল মাইল।
১০. বাংলাদেশের সাথে কয়টি
দেশের রাজনৈতিক সীমা
রয়েছে?- ২ টি।
১১. যে দুটি দেশে সাতে
বাংলাদেশের সীমা রয়েছে সে
দুটির নাম কি? –ভারত ,মায়ানমার।
১২. ভারতের সাথে বাংলাদেশের
সীমান্তের দৈর্ঘ্য – ৩৭১৫
কিলোমিটার।
১৩. মিয়ানমারের সাথে
বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য
– ২৮০ কিলোমিটার।
১৪. বাংলাদেশের সাথে কোন
দেশের Maritime boundary বিদ্যমান
আছে?—মিয়ানমার।
১৫. বাংলাদেশের সীমানাবর্তী
ভারতীয় রাজ্য কয়টি?- ৩০ টি।
১৬. বাংলাদেশের কোন জেলার
সাথে ভারতের কোন সংযোগ
নেই? – বান্দরবান।
১৭. কোন জেলা ভারতের
সীমান্তের সাথে নয়?-রংপুর।
১৮. ভারতের কোন প্রদেশটি
বাংলাদেশের সীমান্তে অবস্থিত
নয়?- মনিপুর।
১৯. সিলেট জেলার উত্তরে কোন
ভারতীয় রাজ্য অবস্থিত?- মেঘালয়।
২০. মিয়ানমার বাংলাদেশের
কোনদিকে অবস্থিত? দক্ষিণ পূর্ব।
২১.বাংলাদেশের কোন জেলা দুই
দেশের সীমানা দ্বারা বেষ্টিত?-
রাঙ্গামাটি।
২২. বাংলাদেশের কোন
জেলাটির সাথে ভারত ও
মিয়ানমারের সীমানা আছে?-
রাঙ্গামাটি।
বাংলাদেশের নতুন আয়তন
প্রতিনিয়তই নতুন নতুন দ্বীপ সৃষ্টির ফলে বাংলাদেশের বর্তমান আয়তন প্রতিনিয়ত আরাে বাড়ছে।বেশ ক'বছর আগে ভারত ও মায়ানমারের থেকে সমুদ্র সীমা জয় করার সুবাদে এবং বিভিন্ন দ্বীপ যুক্ত হওয়ায় বর্তমানে বাংলাদেশের মোট আয়তন হতে পারে ২,৪৭,৬৭৭ বর্গকিলোমিটার প্রায়। যা পূর্বের আয়তনের চেয়ে প্রায় ১লাখ বর্গকিলোমিটার বেশি।
Tag:বাংলাদেশের বর্তমান আয়তন কত 2021, বাংলাদেশ কত বর্গ কিলোমিটার , বাংলাদেশের নতুন আয়তন, বাংলাদেশের আয়তন কত 2021, bangladesh er ayoton koto