সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ | সূরা বাকারার শেষ তিন আয়াত বাংলা উচ্চারণ সহ | sura bakara ses 2 & 3 ayat

Monjurul Hasan Manik
0

সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা বাকারার শেষ তিন আয়াত, সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ, সূরা বাকারার শেষ তিন আয়াত বাংলা উচ্চারণ সহ, সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা অর্থসহ, সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত, সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ pdf, সূরা বাকারার শেষ তিন আয়াতের ফজিলত, sura bakara last 2 ayat, sura bakara ses 2 ayat, sura bakara ses 3 ayat

    সূরা বাকারার শেষ দুই আয়াত

    সূরা বাকারার শেষ দুই আয়াত আপনারা যারা খুজছেন আসসালামুআলাইকুম। আশাকরি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। timeofbd.com এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের timeofbd.com সাইট থেকে সূরা বাকারার শেষ দুই আয়াত অর্থসহ উচ্চারণ ও ফজিলত সহ  পেয়ে যাবেন।

    Sura bakara ses 2 ayat | Sura bakara ses 2 ayat in bangla

    আপনারা অনেকেই খুজেন Sura bakara ses 2 ayat ইত্যাদি লিখে। আজকে আমরা সেজন্য এই বিষয় নিয়ে বিস্তারিত ভাবে লিখতেছি এই পোস্টে।

    sura bakara last 2 ayat, sura bakara ses 2 ayat

    sura bakara last 2 ayat, sura bakara ses 2 ayat সূরা বাকারা কুরআনের সর্বপ্রথম সূরা। অনেকেই ভাববেন যে এটি তো দুই নং সূরা। কিন্তু সূরা ফাতিহাকে কুরআনের প্রবেশদ্বার বা উন্মচনদ্বার (জননীও বলা হয়েছে, কিন্তু এখানে প্রযোজ্য নয়) বলা হয়েছে। এবং কোরআনের সূরা হয়েছে সূরা বাকারা থেকে। অনেকের মনে প্রশ্ন আসবে ফাতিহা কি তাহলে সূরা নয়। ফাহিতা অবশ্যই একটি সূরা। কিন্তু ফাতিহাকে ক্রমিক তালিকায় আনা হয়নি। আপনি কুরআন পড়ার সময় খেয়াল করে দেখবেন সেখানে স্পষ্ট লেখা আছে বা কুরআনের পারা-১ শুরু হয়েছে সূরা বাকারা থেকে।

    SubjectAnswer
    আয়াত সংখ্যা২৮৬ টি
    রূকুর সংখ্যা৪০ টি
    অবতীর্ণমদিনায়

    sura bakara last 2 ayat

    sura bakara last 2 ayat আমরা বাংলায় আরবি অর্থ বাংলায় উচ্চারণ এবং এর আমল সহ বিস্তারিত ভাবে এখানে শেয়ার করলাম।

    بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

    বাংলা উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম

    আয়াত সংখ্যাআরবী
    01

    لِّلَّهِ ما فِي السَّمَاواتِ وَمَا فِي الأَرْضِ وَإِن تُبْدُواْ مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاء وَيُعَذِّبُ مَن يَشَاء وَاللّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

    02

    آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللّهِ وَمَلآئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لاَ نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ وَقَالُواْ سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

    সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ

    সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ আমরা আপনাদের সুন্দর করে অর্থ সহ বুঝালাম। আশা করি আপনারা এতে উপকৃত হবেন। যদি মনে হয় এই পোস্টটি খুবই উপকারী তবেই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনদের কাছে।
    আয়াত সংখ্যাবাংলা উচ্চারণ
    01

    লিল্লা-হি মা ফিছ ছামা-ওয়া-তি ওয়ামা-ফিল আরদিওয়া ইন তুবদূমা-ফীআনফুছিকুম আও তুখফূহু ইউহা-ছিবকুম বিহিল্লা-হু ফাইয়াগফিরু লি মাইঁ ইয়াশাউ ওয়া ইউ‘আযযিবু মাইঁ ইয়াশাউ ওয়াল্লা-হু আলা-কুল্লি শাইয়িন কাদীর।

    02

    আ-মানাররাছূলু বিমাউনঝিলা ইলাইহি মির রাব্বিহী ওয়াল মু’মিনূনা কুল্লুন আ-মানা বিল্লাহি ওয়া মালাইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুছুলিহী লা-নুফাররিকুবাইনা আহাদিম মির রুছুলিহী ওয়া কা-লূ ছামি‘না ওয়াআতা‘না গুফরা-নাকা রাব্বানা-ওয়া ইলাইকাল মাসীর।

    সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা অর্থসহ

    সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা অর্থসহ নিচে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিবেন।
    আয়াত সংখ্যাবাংলা অর্থ
    01যা কিছু আকাশসমূহে রয়েছে এবং যা কিছু যমীনে আছে, সব আল্লাহরই। যদি তোমরা মনের কথা প্রকাশ কর কিংবা গোপন কর, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন। আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান।
    02রসূল বিশ্বাস রাখেন ঐ সমস্ত বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমুহের প্রতি এবং তাঁর পয়গম্বরগণের প্রতি। তারা বলে আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোন তারতম্য করিনা। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা। তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে।

    sura bakara ses 3 ayat

    sura bakara ses 3 ayat এখন আমরা দেখে নেবো।

    بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

    বাংলা উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম

    আয়াত সংখ্যাআরবী
    01

    لِّلَّهِ ما فِي السَّمَاواتِ وَمَا فِي الأَرْضِ وَإِن تُبْدُواْ مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاء وَيُعَذِّبُ مَن يَشَاء وَاللّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

    02

    آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللّهِ وَمَلآئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لاَ نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ وَقَالُواْ سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

    03

    لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

    সূরা বাকারার শেষ তিন আয়াত বাংলা উচ্চারণ সহ

    সূরা বাকারার শেষ তিন আয়াত বাংলা উচ্চারণ সহ আমরা নিচে দিলাম। নিয়ে নিন ছবি আকারে মোবাইলে।
    আয়াত সংখ্যাবাংলা উচ্চারণ
    01লিল্লা-হি মা ফিছ ছামা-ওয়া-তি ওয়ামা-ফিল আরদিওয়া ইন তুবদূমা-ফীআনফুছিকুম আও তুখফূহু ইউহা-ছিবকুম বিহিল্লা-হু ফাইয়াগফিরু লি মাইঁ ইয়াশাউ ওয়া ইউ‘আযযিবু মাইঁ ইয়াশাউ ওয়াল্লা-হু আলা-কুল্লি শাইয়িন কাদীর।
    02আ-মানাররাছূলু বিমাউনঝিলা ইলাইহি মির রাব্বিহী ওয়াল মু’মিনূনা কুল্লুন আ-মানা বিল্লাহি ওয়া মালাইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুছুলিহী লা-নুফাররিকুবাইনা আহাদিম মির রুছুলিহী ওয়া কা-লূ ছামি‘না ওয়াআতা‘না গুফরা-নাকা রাব্বানা-ওয়া ইলাইকাল মাসীর।
    03লা-ইউকালিলফুল্লা-হু নাফছান ইল্লা-উছ‘আহা-লাহা-মা কাছাবাত ওয়া ‘আলাইহা-মাকতাছাবাত রাব্বানা-লা-তুআ-খিযনা ইন নাছীনা-আও আখতা’না-রাব্বানা ওয়ালা-তাহমিল ‘আলাইনা-ইসরান কামা-হামালতাহূ আলাল্লাযীনা মিন কাবলিনা-রাব্বানা-ওয়ালা তুহাম্মিলনা-মা-লা-তা-কাতা লানা-বিহী ওয়া‘ফু‘আন্না-ওয়াগফিরলানা-ওয়ারহামনা-আনতা মাওলা-না-ফানসুরনা-‘আলাল কাওমিল কা-ফিরীন।

    সূরা বাকারার শেষ তিন আয়াত বাংলা অর্থসহ

    সূরা বাকারার শেষ তিন আয়াত বাংলা অর্থসহ বিস্তারিত আলোচনা এই পোস্টে করা হয়েছে। মনোযোগের সঙ্গে পোস্টটি পড়ুন।
    আয়াত সংখ্যাবাংলা অর্থ
    01যা কিছু আকাশসমূহে রয়েছে এবং যা কিছু যমীনে আছে, সব আল্লাহরই। যদি তোমরা মনের কথা প্রকাশ কর কিংবা গোপন কর, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন। আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান।
    02রসূল বিশ্বাস রাখেন ঐ সমস্ত বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমুহের প্রতি এবং তাঁর পয়গম্বরগণের প্রতি। তারা বলে আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোন তারতম্য করিনা। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা। তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে।
    03আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।

    সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত | সূরা বাকারার শেষ তিন আয়াতের ফজিলত

    সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত, সূরা বাকারার শেষ তিন আয়াতের ফজিলত সম্পর্কে জানবো এখন আমরা। 

    • প্রিয় নবীজী (সাঃ) একদিন বললেন, “এই মাত্র আকাশের একটি দরজা খোলা হয়েছে। এর আগে কখনও এ দরজাটি খোলা হয়নি, এ দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করছেন। এর আগে তিনি কখনও পৃথিবীতে অবতরণ করেননি। এ ফেরেশতা রাসুলুল্লাহ (সাঃ) কে সালাম করে বলেন,সুসংবাদ গ্রহণ করুন আপাদমস্তক দুটি নূরের, যা আপনার আগে কোন নবীকে দেয়া হয়নি (১) ফাতেহাতুন কিতাব অর্থাৎ সুরা ফাতেহা এবং (২) সুরা বাকারার শেষ দুই আয়াত  আল্লাহর উসিলা করে যে অংশই পাঠ করবেন আল্লাহ আপনাকে অবশ্যই রহমত দান করবেন, (অর্থাত কবুল করা হবে)।" সহীহ মুসলিম।
    • যে ব্যক্তি রাতের বেলা সুরা বাক্বারার শেষ দুই আয়াত পড়বে সেটা তার জন্য যথেষ্ঠ হবে।” (বুখারি ৫০১০, মুসলিম ৮০৭)

    সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ pdf | সূরা বাকারার শেষ তিন আয়াত বাংলা উচ্চারণ সহ pdf

    যারা সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ pdf, সূরা বাকারার শেষ তিন আয়াত বাংলা উচ্চারণ সহ pdf আকারে ডাউনলোড করতে চান তাদের জন্য এখন আমরা পিডিএফটি শেয়ার করলাম।

    সূরার নামসূরা বাকারা
    পরিমানশেষ তিন আয়াত আরবী বাংলা উচ্চারণ ও অর্থ সাথে ফজিলত
    পিডিএফ পাসওয়ার্ডtimeofbd.com
    ডাউনলোড লিংকডাউনলোড

    Read More Also: সূরা আল বাকারা বাংলা অর্থ সহ উচ্চারণ তেলাওয়াত

    ট্যাগঃ সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা বাকারার শেষ তিন আয়াত, সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ, সূরা বাকারার শেষ তিন আয়াত বাংলা উচ্চারণ সহ, সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা অর্থসহ, সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত, সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ pdf, সূরা বাকারার শেষ তিন আয়াতের ফজিলত, sura bakara last 2 ayat, sura bakara ses 2 ayat, sura bakara ses 3 ayat

    Post a Comment

    0Comments

    প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

    Post a Comment (0)