রোমান্টিক হাসির গল্প | ভালোবাসার এসএমএস
রোমান্টিক হাসির গল্প
বন্ধুরা সবাই কেমন আছেন?আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমি তো ভালোই আছি।ভালোবাসার মানুষকে চাঞ্চল্যকর ও রোমাঞ্চকর রাখতে রোমান্টিক হাসির গল্প শুনানো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।রোমান্টিক হাসির গল্প মানুষের মনকে সতেজ ও প্রফুল্ল রাখে।আজ আমরা আপনাদের সাথে কিছু অতুলনীয় রোমান্টিক হাসির গল্প শেয়ার করবো।যা আপনারা আপনাদের ভালবাসার মানুষকে শুনিয়ে খুশি রাখতে পারেন।
প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের সাথে যে যে বিষয় শেয়ার করব তার একটি চার্ট নিচে দেওয়া হল;
- রোমান্টিক হাসির গল্প
- গভীর ভালবাসার এসএমএ
- ভালোবাসার sms
📱 আমার বৌ ইউটিউব সুন্দরী ।
ইউটিউব ঘেঁটে দিনরাত মিক্সিতে গুঁড়িয়ে-মিশিয়ে কতো কি বানায় । তারপর সেইসব মুখে-হাতে-পায়ে-চুলে লাগিয়ে দিন দিন কি সুন্দরী হয়েছে.....কি বলবো, ফাটাফাটি সুন্দরী । বিয়ের সময় ছিলো শ্যামাসুন্দরী । আর এখন.... সেরাসুন্দরী । পাড়ার সেরাসুন্দরী । সত্যি বলছি, একদিনও বিউটিপার্লারে যায়নি ।
📱আমার বৌ
মোবাইলে এক্সপার্ট । রাতদিন মোবাইলে আঙলি করে চলেছে । প্রথম প্রথম খুব রাগ হতো । বারণ করতাম, শুনতো না । রাগারাগিও করতাম ।
তারপর একদিন বৌ দু'হাতের আঙুলে কি দ্রুত মেসেজ টাইপ করছে দেখে আমি তাজ্জব বনে যাই । আগেকার দিনে হলে ও নির্ঘাৎ টাইপিস্টের চাকরি পেতো ।
ভালোবাসার এসএমএস
প্রিয় বন্ধুরা আপনাদের জন্য কিছু চমৎকার ভালোবাসার এসএমএস নিচে দেওয়া হল;আপনারা সেগুলো আপনাদের ভালোবাসার মানুষের সাথে শেয়ার করতে পারেন।
১) ❤❤তুমি এলে যেন অবাক শ্রাবণেরই সুখ পলক চোখের যাক থেমে, দেখে ওই মুখ ভাসলো মেঘে পরাণ আমার, উদাসী মন কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন।❤❤
২) ❤❤চোখের যত কথা ছিল, কেড়েছে শুন্য দৃষ্টি? খুব আদরের শহর ভিজাক, বেহিসেবী বৃষ্টি?❤❤
৩) ❤❤ভুলিনি ত আমি তোমার মুখে হাসি আমার গাওয়া গানে তোমাকে ভালবাসি?? আসো আবার ও কাছে হাতটা ধরে পাশে তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে??❤❤
৪) ❤❤আমি জানিনা কেন জানিনা, কোন সে মায়াতে পরছি বাধা.আমি পারিনা আর তো পারিনা, ভুলে থাকতে তোমায় একা.আমি জানিনা বুঝিনা এটাই কি ভালবাসা ?❤❤
৫) ❤❤যদি বৃষ্টি হোতাম, তোমার দৃষ্টি 'ছুঁয়ে দিতাম । চোখে জমা বিষাদ টুকু এক নিমিষেই ধুয়ে দিতাম । মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে, কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!❤❤
৬) ❤❤ভালবাসা মানে শুধুই তুমি আর তোমাকে ঘিরে চেনা-জানা পাগলামি ❤❤
৭) ❤❤'বহুদূর পথ,ভীষণ আঁকা-বাঁকা পথ,চলতে ভীষণ ভয়, তুমি এসে বলে দাও, আছি আমি পাশে করোনা কিছুতেই ভয়,❤❤
৮) ❤❤প্রিয়_বনলতা, আজ রুদ্র কঠোর, বৃষ্টি নেই, অলিগলি তাই শূন্য।তুমি আসলে হাঁটব দুজন, অলিগলি হবে পূর্ণ!❤❤
৯) ❤❤প্রিয়_বনলতা, এই গরমে যদি তুমি হয়ে যাও ক্লান্ত, দিন শেষে হিমেল বাতাস করবে তোমায় শান্ত।❤❤
১০) ❤❤প্রিয়_বনলতা, তুমি একটু হাসবে বলে আমার এই গান গাওয়া।তুমি ভালবাসবে বলে, আমার এই ছুটে যাওয়া।❤❤
ভালোবাসার sms
১১) ❤❤ভালোবাসা মানে, একটা রাত না হয় না ঘুমিয়েই কাটালাম তাতে কি? প্রত্যেক প্রহরে আমি তোমার কথা ভেবেই জাগি! ❤❤
১২) ❤❤তুমি আমার শুরু, তুমি আমার শেষ, তুমি আমার ভালোবাসার সুখের যত রেশ.❤❤
১৩) ❤❤আমি বৃষ্টি হব যদি তুমি ভিজো, আমি অশ্রু হব যদি তুমি কাঁদো, আমি হারিয়ে যাব যদি তুমি খোঁজ।আমি তোমায় ভালোবাসবো যদি আমায় বোঝ ।❤❤
১৪) ❤❤সেদিন ঐ ভোরের আলোয় যে ঘুমন্ত তোমাকে আমি দেখেছিলাম.. আমি জানি আমি সেদিন থেকেই তোমায় ভালবাসি ❤❤
১৫) ❤❤তোমার ওই চক্ষু গোলকের মাঝে হারিয়ে যাচ্ছি কন্যা ❤❤
১৬)❤❤ভালোবাসা মানে,রাস্তায় হাটতে-হাটতে তার কথা ভেবে নিজের অজান্তেই হেসে ওঠা.❤❤
১৭)❤❤একজন প্রকৃত প্রেমিক শত-শত মেয়েকে ভালবাসে না.বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে!❤❤
১৮)❤❤ভালোবাসা কোন কিছু দেখে হয় না,ভালোবাসা এমনিতেই হয়ে যায়, কোন কিছু দেখে ভালোবাসা হলে সেটা ভালোবাসা না ভালোলাগা পর্যন্ত হতে পারে।❤❤
১৯) ❤❤'কে বলে চাঁদ কে স্পর্শ করা যায়না এই যে!! ছুঁয়ে দিলাম।❤❤
২০) ❤❤তোমাকে ভেবে পৃথিবী আমার অদেখা তবু একে যাই আমার ভেতর শুধু তুমি আর তো কিছু পায়নি ঠাই.❤❤
tags: রোমান্টিক হাসির গল্প, ভালোবাসার এসএমএস, ভালোবাসার sms