বৃষ্টি বর্ষাকাল নিয়ে মজার রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস | Facebook, funny and romantic status about rain and rainy seaso.

Monjurul Hasan Manik
0

 

বৃষ্টি নিয়ে স্টাটাস, বৃষ্টি নিয়ে রোমান্টিক স্টাটাস, বৃষ্টি নায়ে মজার স্টাটাস

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? timeofbd.com এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এইদেশে রয়েছে ৬ ঋতুর বিচিত্র সমাহার। তারমধ্যে বর্ষাকাল  একটি ঋতু। সকলের পছন্দ ও অপছন্দের মধ্যে এই ঋতুতে রয়েছে প্রাকৃতিক বিভিন্ন সৌন্দর্যের আধার। তাই এই প্রকতির অপরূপ প্রশংসাকে ভালোবাসার ব্যক্তিদের সাথে শেয়ার করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়  আপলোড করার জন্য যারা বৃষ্টি নিয়ে স্ট্যাটাস, বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস, বৃষ্টি নায়ে মজার স্ট্যাটাস  খুজছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা আপনাদের জন্য নিয়ে এলাম বৃষ্টি নিয়ে স্ট্যাটাস, বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস, বৃষ্টি নায়ে মজার স্ট্যাটাস ।  তাই এখনি কপি করুন আপনার পছন্দের বৃষ্টি নিয়ে স্ট্যাটাস, বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস, বৃষ্টি নায়ে মজার স্ট্যাটাস  এবং মেতে উঠুন বর্ষার  রঙে।

বৃষ্টি নিয়ে স্ট্যাটাস | বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস | বৃষ্টি নায়ে মজার স্ট্যাটাস

**আজ বর্ষা এলো,
ফরসা আকাশ মেঘলা হোলো,
নামছে এখন বৃষ্টি,
আমার কথা মনে পড়লে
জানালায় রাখো দৃষ্টি।**

**বৃস্টি ভেজা বরষা দিনে..
খুজি তোমায় আনমনে,
বলনা কেমন আছ তুমি..
বৃস্টির রিমঝিম এই ক্ষনে?**

**মেঘলা মেঘলা আকাশ..
ঠান্ডা ঠান্ডা বাতাস..
বৃষ্টি ভেজা গা..
পানিতে ভেজা পা..
বৃষ্টি থামেনা..
চারদিকে জল..
পা সামলে চল।**

**আকাশে আজ মেঘ জমেছে,
রাগ করেছে ভারী।
আজ নাকি সারাদিন,
রোদের সাথে আরি।
রোদটাও খুব অভিমানী,
উঠতে নাহি চায়,
এই সুযোগে বৃষ্টি নাকি,
দারুন মজা পায়।**

**কদমে কদমে ভরে গেছে চারপাশ,
এলো বুঝি বর্ষার মাস।
নদী নালা থৈ থৈ,বন্ধু তুমি আছো কই।
মাঝে মাঝে সূর্য দেয় উকি ঝুঁকি,
বন্ধু তুমি দিচ্ছ নাকি আমায় ফাঁকি।**

**বৃষ্টি পড়ছে সপ্ন জমছে আমার চোখের কোণে,
চলনা হারিয়ে যাই আজ আপন মনে।
পহেলা আষাঢ়েই বৃষ্টির গান গাই,
আষাঢ় মাস কে স্বাগত জানাই।**

**আজ আমি বৃস্টিতে ভিজেছি
আর মন খুলে কেদেছি__
কেউ বুজতেই পারেনি যে আমার
চোখ থেকে গরিয়ে পরেছে বৃস্টির জল
নাকি চোখের জল__
তাই তো বৃস্টি এলেই আমি
নিজেকে ভাসিয়ে দেই বৃস্টির জলে__**

**কোনো এক বর্ষার দুপুর বেলায়,
যেদিন বৃষ্টি নামবে অঝোর ধারায়,
সেদিন বৃষ্টিতে ভেজা দুহাত ভরা কদম ফুল নিয়ে,
তোমার দুয়ারে হাত বাড়িয়ে বলব ভুলিনি তোমাকে।**


** উদাস হয়ে তাকিয়ে…দেখি দুরে
কেন রে বৃষ্টি পাগল করিছ মোরে.
দুরে ডোবায় ভেসে থাকা কচুরিপানায়
বৃষ্টির আলতো ছোঁয়ায় ভরে উঠছে যেন সবুজের সজিবতায়,

** এখানে এই শহরে বৃষ্টির শব্দ কানে আসে না কখন আসে কখন যায় মনে যে থাকে না ।

** কথাগুলো শুনে খিলখিলিয়ে যেন হেসে উঠেছিল পাশের ফুলবাগানের ফুল আন্দন্দে আত্মহারা হয়ে দুলে দুলে বলেছিল যেন, আর করো নাক কোন ভুল..

** কষ্টের মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে এই শহরে সবুজ পাতার হলুদবর্ণ দেয় যে নিমিষে সরিয়ে ।

** গোলাপের পাপড়ীগুলো ছিঁড়ে ছিঁড়ে ভাসিয়ে দেই জলে স্মৃতিগুলো কেন আজ বারবার নাড়া দেয় পলে পলে.

** গ্রামের বাদলা দিনের দিনগুলোয় চাল ভাজা আর নারকেল শহরের মানুষগুলো পায় না যে এর স্বাদ কেমন যেন সব বেআক্কেল.

** ঝুম বৃষ্টি যেন রিনিঝিনি নুপুরের ধ্বনি মন পাগল করা অপরূপ সৃষ্টি । উদাস হয়ে শুধুই তাকিয়ে থাকা ভেতরটা আজ কেন এত লাগে ফাঁকা?

** যান্ত্রিক শহরে বৃষ্টির ছায়া কারো উপর পড়ে না কাজে কামে ব্যস্ত সবে বৃষ্টির রোমান্টিকতা মনে যে আসে না

** টিনের চাল গড়িয়ে টুপটাপ টুপটাপ বৃষ্টির ফোঁটা বাড়িয়ে দিয়ে হাত. লাগাই ছোঁয়া.. শীতল পরশে…অনুভূতিতে স্মৃতিতে আজ সব কিছু্ই লাগে যেন ধোঁয়া ধোঁয়া.

** তুমিহীন আজ আমি একা পথে হাটি পায়ের নিচে আজ খালি ভেজা মাটি

** নীল আকাশে মেঘের বাতাসে আকাশপটে কত যে স্বপ্নআঁকা রঙধনু রঙে আকাশে দেখি নীল রং হাসে ঠোঁট করে বাঁকা

**  বৃষ্টি ভেজা দিনে বৃষ্টি ভেজা কিরণ নিত্য নতুন আনন্দে তাকেই করি বরণ ।

** ভাল আছি ভাল আছি সখা তুমি বিনে.. কাছে থেকোনা দুরে যাও চলে শুধু অনুভবে থাকো শুধু অন্তরে থাকো ফোটা ফোটা বৃষ্টি হয়ে মিশে যাও জলে. ভাল আছি ভাল আছি সখা তুমি বিনে.

** মেঘ গুড় গুড় মেঘলা দিনে কালো মেঘের সাজ গুড়ুম গুড়ুম শব্দে খালি পড়ে ভাজ ।

** মেঘের খেয়ার ভেসে যাব অচিনপুরের দেশে দেশা দেশান্তরে বেড়াব ঘুরে রাজকন্যার বেশে ।

** মেঘলা দিনের ঠান্ডা হাওয়া রিমঝিম বৃষ্টির বেলা মনে পড়ে যায় সেই দিনগুলি শৈশবে বৃষ্টি নিয়ে খেলা |

** রিমঝিম রিমঝিম এই বাদল দিনে তুমি ছাড়া কিছুতে কেন মন লাগে না ।। ঝিরঝির হাওয়া চঞ্চল মেঘে মন চায় মন চায় তোমাকে নিতে চিনে।


**বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে

তোর তন্বি দেহে বৃষ্টি পড়ে

দৃষ্টি পড়ে দৃষ্টি পড়ে

তোর সিক্ত দেহে দৃষ্টি পড়ে

বৃষ্টি পড়ে কদম ফোটে

বৃষ্টি পড়ে তোর ভেজা ঠোঁটে

দৃষ্টি পড়ে দেহের ভাঁজে

তোর নগ্ন পায়ের কারুকাজে


**বৃষ্টি পড়ে টাপুর টুপুর

তোর পায়ে বাজে বৃষ্টির নুপুর

সঙ্গে বাজিস তুই

ইচ্ছে করে মেঘ-দুপুরে বৃষ্টি হয়ে

তোকে একটু ছুঁই//


**দৃষ্টির বৃষ্টি তুমি চলার পথে আমার চোখে দৃষ্টি কেন থামাও

হঠাৎ রোদ দুপুরে আমার ভিতর বৃষ্টি কেন নামাও

তোমার দৃষ্টি যখন বৃষ্টি হয়ে ভিজায় আমার মন

তখন ইচ্ছে করে তোমার পাশে দাঁড়াই কিছুক্ষণ//


**বৃষ্টি জলের নকশা আঁকেবৃষ্টি ভেজা একলা দুপুর

তোমার পায়ে বাজে বৃষ্টি নূপুর

আমি কষ্ট লিখি মেঘের খাতায়

তুমি বৃষ্টি মাখো চোখের পাতায়

আমার বিষাদ মিশে বৃষ্টি জলে

আর তুমি বৃষ্টি জমাও করতলে

তোমার তন্বি দেহের সিক্ত বাঁকে

বৃষ্টি জলের নকশা আঁকে//


**মেঘের চিঠিমেঘের চিঠি লিখে দিলেম প্রিয়া তোমার নামে

সেই চিঠিটি ভরে দিলাম মিষ্টি রোদের খামে

যখন রোদ ফুরিয়ে নামবে আঁধার দৃষ্টি সীমানায়

তখন বৃষ্টি হয়ে যাবে চিঠি তোমার ঠিকানায়//


**ভালোবাসার কদম হয়ে তোর অধরে ফুটিঝুম বৃষ্টিতে ভিজে তুই কাঁপিস যখন লাজে

আমার মনের চিলেকোঠায় পাতার বাঁশী বাজে

ইচ্ছে করে তোর আঙিনায় বৃষ্টি হয়ে ছুঁটি

কিংবা ভালোবাসার কদম হয়ে তোর অধরে ফুটি/


** ঝুম বৃষ্টির পরে

যদি কখনো রোদ আসে ঘরে

ভেবে নিবো আলোলিকা তুমি

এসেছ আমার প্রিয় শহরে

শুধু তুমি এসেছো বলে

সূর্যটা আবার মুখ ঢেকেছে

কৃষ্ণ মেঘের আঁচলে


**বৃষ্টি হলে খবর দিস 

হাঁটবো দু’জন একটি ছাতায়

খালি পায়ে শহর ঘুরে ...

বৃষ্টি ভেজা প্রেমের গল্প 

লিখে রাখব ডায়রির পাতায়। 


**মেঘের উপর মেঘ জমেছে..

মুখ ঢেকেছে অন্ধকারে..

বৃষ্টি তখন ফন্দি আঁটে 

চোখের নজর ঝাপসা করে...


**মেঘলা আকাশ বেহায়া বৃষ্টির ফোঁটা 

ভিজে আয়না...

চেনা প্রতিচ্ছবি,

অসহ্য প্রিয় বোকাবাক্সও 

অগোছালো শব্দের তুচ্ছ কলম কবি ।

পরিচিত অচেনা  ঠিকানায় 

অপিচিত সত্ত্বা,

ভেজা কাগজের নৌকায় 

পরিযায়ীর বার্তা ।


**আকাশ জুড়ে বৃষ্টি আর বৃষ্টি ভেজা মন,

মন চাইছে খুশি থাকুক আমার আপনজন,

নীর রঙে আকাশ এখন মেঘে ঢাকা কালো,

আমি আছি দারুন, বন্ধু তুমি থেকো ভালো ।


** ঝরঝর ঝরে জল, বিজুলি হানে,

পবন মাতিছে বনে পাগল গানে , 

আমার পরানপুটে কোনখানে ব্যথা ফুটে,

কার কথা জেগে উঠে হৃদয় কোণে ।


**শহর জুড়ে বৃষ্টি আজ 

ভিজতে ভালো লাগে ।

তোমার কথা মনে পড়ে 

রাগে অনুরাগ ।

একলা তুমি বসে আছো 

জানালা আছে খোলা ।

আমার সেই বন্ধু তুমি 

যায়না যারে ভোলা ।


**হঠাৎ বৃষ্টি তে পাওয়া 

ভেজা স্মৃতির রা, 

এমনই ভিজে হয়ে থাকুক 

আজীবন তোকে নিয়ে 

বাকি বৃষ্টি দের থেকে 

আলাদা হয়ে ....


**বৃষ্টি ভেজা বিকেল 

সাথে এক কাপ গরম কফি 

আর পুরোনো ডায়েরির 

কোনো এক পাতা খুলে ,

পুরোনো স্মৃতিতে নিজেকে 

হারিয়ে ফেলার নামই Nostalagia...


**বৃষ্টি হলে নাকি 

সবার প্রেম পাই 

আমার তো শুধু ঘুম পায় ।


**বৃষ্টিতে যখন তোমার সোশ্যাল 

স্ট্যাটাস এর ভীড়ে ভরে।

ফুটপাতবাসী তখন বৃষ্টি থামার 

প্রার্থনা করে ।


**হঠাৎ করেই বৃষ্টি 

শহর জুড়ে 

আবেগপ্রবন দু-খানি মনের 

একলা হবার পরে ।


**বৃষ্টি মানে অনুভুতি সাথে আছে কেউ 

বৃষ্টি মানে নতুন করে ভালবাসার ঢেউ 

বৃষ্টি মানে মনের মাঝে লুকিয়ে থাকা আশা 

বৃষ্টি মানে বন্ধুর দেওয়া একটু ভালোবাসা ।


**সাদা মেঘ আকাশ ঢেকে 

বেলার কেড়েছে গতি 

রোদ্দুর আজ না হয় 

নিল ক্ষনেকের বিরতি ।।


ট্যাগঃ বৃষ্টি নিয়ে স্ট্যাটাস, বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস, বৃষ্টি নায়ে মজার স্ট্যাটাস

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)